নয়াদিল্লি: সাড়ে পাঁচ দশক আগে নির্বাচনী প্রচারো ‘গরিবি হটাও’ রব তুলেছিলেন ইন্দিরা গাঁধী। এবার ঠাকুমার দেখানো পথে হাঁটলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি দিলেন তিনি। রাহুল জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে যদি কংগ্রেস এবং I.N.D.I.A জোট বিজয়ী হয়, তাহলে দরিদ্র পরিবারের একজন মহিলার অ্যাকাউন্টে বছরে ১ লক্ষ টাকা করে জমা দেওয়া হবে। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারেও এই মর্মে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। (Lok Sabha Elections 2024)
বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল। সেখানে আবারও এই প্রতিশ্রুতি দেন রাহুল। তিনি জানান, ভাল করে শুনুন, ভারতের প্রত্যেক দরিদ্র পরিবারের একজন মহিলাকে কংগ্রেসের সরকার বছরে ১ লক্ষ টাকা করে দেবে। আপনি যদি দরিদ্র পরিবারের সদস্য হন, মজুর অথবা কৃষক, কারখানার শ্রমিক হয়ত, দরিদ্র পরিবারের সদস্য হলে, আপনার পরিবারের একজন মহিলা সদস্যের অ্যাকাউন্টে প্রতি মাসে ৮ হাজার ৫০০ টাকা করে, বছরে ১ লক্ষ টাকা জমা করবে সরকার। যতদিন পর্যন্ত না দারিদ্রসীমার উপরে উঠে আসেন, তত দিন পর্যন্ত ওই টাকা ঢুকতে থাকবে অ্যাকাউন্টে। এভাবেই ভারত থেকে দারিদ্র দূর করব আমরা।”
ক্ষমতায় এলে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য় থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতিও ইতিমধ্যেই দিয়েছে কংগ্রেস। এদিন বিকানেরের সভা থেকে বিজেপি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকেও তীব্র আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, "এই নির্বাচন অনগ্রসর, দলিত, উপজাতি এবং সংরক্ষণের বাইরে থাকা দরিদ্র মানুষের নির্বাচন। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব। কিন্তু সেসব কোথাও দেখানো হচ্ছে না।"
সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নির্বাচন করে রাহুল বলেন, "১৫-২০ জন শিল্পপতির মোটা অঙ্কের ঋণ মাফ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই টাকায় আগামী ২৪ বছরের জন্য ১০০ দিনের কাজের মজুরি মেটানো যেত।" বিজেপি ধনী শিল্পপতিদের থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে অথচ কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন রাহুল। এই নির্বাচন দেশের দরিদ্র মানুষ বনাম দেশের ২০-২২ জন ধনকুবেরের লড়াই বলে দাবি তাঁর।