নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শুরু হতে বাকি আর এক সপ্তাহ। প্রথম দফায় ভোটগ্রহণ ঘিরে প্রস্তুতি তুঙ্গে (Lok Sabha Elections 2024)। প্রথম দফায় দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোটগ্রহণ হবে, তার জন্য এখনও পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ১,৬১৮ জন প্রার্থী, যাঁদের মধ্যে ৪৫০ জনই কোটিপতি। আবার এমন কিছু প্রার্থীও রয়েছেন, যাঁদের কোনও সম্পত্তি নেই। হাতে টাকা বলতেও নামমাত্র। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR) ওই ‘সম্পত্তিহীন’, 'গরিব' প্রার্থীদের তালিকা সামনে এনেছে। (Poorest Candidates in Phase 1)



ADR-এর রিপোর্ট অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে দেশের সবচেয়ে ‘গরিব’, 'সম্পত্তিহীন' প্রার্থী তামিলনাড়ুর থুটুকুডির পোনরাজ কে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্দল প্রার্থী পোনরাজ জানিয়েছেন, তাঁর এবং তাঁর স্ত্রীর হাত একেবারে ফাঁকা। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০ টাকা পড়ে রয়েছে। স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ২০ টাকা।



তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের রামতেকের নির্দল প্রার্থী কার্তিক গেন্দলালজি ডোকে। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫০০ টাকা। কার্তিক জানিয়েছেন, তাঁর হাতে নগদ ৫০০ টাকা পড়ে রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট রয়েছে। তবে সেটি খালি।



তামিলনাড়ুর চেন্নাই নর্থ আসন থেকে প্রার্থী হয়েছেন সুরিয়ামুথু। নির্দল প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। হলফনামায় জানিয়েছেন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট রয়েছে তাঁর। কিন্তু ওই অ্যাকাউন্টে কোনও টাকা নেই। হাতও একেবারে খালি। পোস্ট অফিসের অ্যাকাউন্টে জমা রয়েছে ৫০০ টাকা। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ১৯ এপ্রিল প্রথম দফার ভোট, বাংলায় কোথায় কত বাহিনী মোতায়েন?



তামিলনাড়ুর আরানি থেকে নির্দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জি দামোদরন। পেশায় কৃষক দামোদরণ কমিশনকে জানিয়েছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় ১০০০ টাকা পড়ে রয়েছে তাঁর। নিজের নামে, জমি-বাড়ি কিছুই নেই। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন দামোদরন।



তামিলনাড়ুর চেন্নাই নর্থ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন SUCI (C)-এর জে সেবাস্টিয়ান। তাঁর হাতে কোনও টাকা নেই। SUCI (C)-এর পূর্ণ সময়ের কর্মী তিনি। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা পড়ে রয়েছে শুধুমাত্র। সমাজ কল্যাণ বিভাগ থেকে মাসে ১৫০০ টাকা করে  পেনশন পাওয়ার কথা জানিয়েছেন সেবাস্টিয়ান।



পুদুচ্চেরীর আসন থেকে লোকসভা নির্বাচনে নাম লিখিয়েছেন এস সতীশ কুমার। তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। নিজের মোট সম্পত্তির পরিমাণ ২০০০ টাকা দেখিয়েছেন তিনি, যা নগদ রয়েছে হাতে। সমাজকর্মী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন সতীশ।



তামিলনাড়ুর ডিন্ডিগুল আসনে প্রার্থী হয়েছেন সুরেশ কে। তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তাঁরও মোট সম্পত্তির পরিমাণ ২০০০ টাকা, যা নগদ হিসেবে পড়ে রয়েছে হাতে। পেশায় কৃষক তিনি।



ওই ডিন্ডিগুল আসন থেকে নির্দল প্রার্থী পালানিস্বামী কে-ও নির্দল হিসেবে লোকসভা নির্বাচনে নাম লিখিয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণও ২০০০ টাকা বলে হলফনামায় লেখা রয়েছে। ৭৪ বছর বয়সি পালানিস্বামী পেশায় কৃষক। তাঁর স্ত্রীও কৃষিকাজের সঙ্গে যুক্ত। পালানিস্বামীর হাতে নগদ ১০০০ টাকা পড়ে রয়েছে। স্ত্রীর হাতেও রয়েছে ১০০০ টাকা।



তামিলনাড়ুর তিরুচেরাপল্লী থেকে নির্দল হিসেবে নির্বাচনে লড়ছেন পি গোবিন্দারাসু। পেশায় মেকানিক তিনি। ২০০০ টাকার কিষাণ বিকাশ পত্র কেনা রয়েছে তাঁর। জমি-বাড়ি নেই।



তামিলনাড়ুর থুটুকুডি আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষ্ণণ সি। মোট সম্পত্তির পরিমাণ ৩৫০০ টাকা দেখিয়েছেন তিনি। পেশায় ব্যবসায়ী কৃষ্ণণ। তিনি জানিয়েছেন, তাঁর এবং স্ত্রীর হাত একেবারে খালি। শুধুমাত্র কানারা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৩৫০০ টাকা পড়ে রয়েছে তাঁর।


প্রথম দফায় যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের মধ্যে সম্পত্তির অসাম্যের কথাও তুলে ধরেছে ADR. বলা হয়েছে, প্রথম দফার প্রার্থীদের ২৮ শতাংশই কোটিপতি। তাঁদের এক এক জনের সম্পত্তি ১ কোটি টাকার বেশি। মাথাপিছু গড় সম্পত্তির পরিমাণ ৪.৫১ কোটি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।