নয়াদিল্লি : নজরে ২০২৪ লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস (Congress)। কর্মসংস্থান, পরিকাঠামোর উন্নয়ন, জাতীয় জাতগণন-সহ বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে ইস্তেহারে। এদিন দিল্লিতে দলীয় ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গাঁধী ও রাহুল গাঁধী। নথি তৈরির নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনিও উপস্থিত ছিলেন এদিন।


খাড়গে বলেন, "দেশের রাজনৈতিক ইতিহাসে এই ইস্তেহারের নাম হবে- ন্যায়পত্র। ভারত জোড়ো ন্যায়যাত্রার ৫ মূল স্তম্ভ- যুবসমাজ, কৃষক, মহিলা, শ্রমিক ও ভাগীদারি গুরুত্ব পেয়েছে ইস্তেহারে। ২৫ রকমের গ্যারান্টি রয়েছে ন্যায়পত্রে।" কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, ইস্তেহারের সার্বিক ভিত্তি- 'কাজ', 'স্বাস্থ্য' ও 'জনকল্যাণ'। 'কাজের' অর্থ, অবশ্যই চাকরির জোগান দিতে হবে। 'সম্পদ' বিতরণের আগে তা তৈরি করতে হবে। আর 'জন্যকল্যাণের' মাধ্যমে বলা হয়েছে, দেশের গরিব মানুষের যত্ন নেওয়া।


কংগ্রেসের ইস্তেহার ও জাতগণনা-


নভেম্বরে বিহার সরকারের রাজ্যভিত্তিক সমীক্ষা মুক্তি পাওয়ার পর থেকেই সংবাদ শিরোনামে জাতগণনা। রাজনীতির ময়দানে যা জায়গা করে নিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের তরফে লোকসভা ভোটের ইস্তেহারে অঙ্গীকার করা হয়েছে, দেশজুড়ে জাতভিত্তিক সমীক্ষা চালানো হবে। এছাড়া উপজাতি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থা নিয়েও সমীক্ষা চালানো হবে। সংবিধানে সংশোধনী এনে দেশের প্রান্তিক শ্রেণির (এসসি, এসটি ও ওবিসি) জন্য ৫০ শতাংশ পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থার কথা বলেছে কংগ্রেস। 


ন্যূনতম সহায়ক মূল্যের আশ্বাস-


কংগ্রেসের তরফে আশ্বাস দেওয়া হয়েছে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে। যেসব কৃষক ফসল উৎপাদন করছেন তাঁদের যাতে এমএসপি দেওয়া যায় তার ব্যবস্থা করার কথা ইস্তেহারে বলেছে কংগ্রেস। ২০২০ সালে কৃষক আন্দোলনের সময় থেকে জারি রয়েছে এই ইস্যু। কেন্দ্রের তিন কৃষি আইনের (যা এখন বাতিল) প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ কৃষক মাসের পর মাস আন্দোলনে শামিল হয়েছেন। এই পরিস্থিতিতে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, MSP নিয়ে স্থায়ী আইনি গ্যারান্টির।


নজরে দারিদ্র দূরীকরণ-


২৩ কোটি মানুষের ভাগ্য বদলে দিয়ে দেশ থেকে গরিবি হটানোর প্রতিশ্রুতিও রয়েছে কংগ্রেসের ইস্তেহারে। চিদম্বরম আক্রমণ শানিয়ে বলেছেন, "বিজেপি বড়লোকদের সরকার, বড়লোকদের জন্য সরকার।"   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।