এজন্য তাঁর প্রশংসায় কংগ্রেসের মহিলা শাখার প্রধান সুস্মিতা দেব ট্যুইট করেছেন, গুজরাতে প্রিয়ঙ্কাগাঁধিজীর বক্তৃতা নানা কারণেই ব্যতিক্রমী। আমার এটা দেখে ভাল লেগেছে যে, তিনি শুরুতেই ছেলেদের আগে মেয়েদের উল্লেখ করে প্রচলিত রীতি ভেঙেছেন, সবাই যা করেন, তা করেননি। সুস্মিতার ট্যুইটের পর প্রিয়ঙ্কা আবার হাসিমুখের ইমোজি সহ ট্যুইট করেছেন, আর আমি তো ভাবলাম, কেউ ব্যাপারটা খেয়ালই করেননি।
/code>
ঘটনাচক্রে এই নিয়ে তিন নম্বর ট্যুইটটি করলেন তিনি। ট্যুইটার অ্যাকাউন্ট খোলার পর এক মাসের বেশি সময় বাদে গত মঙ্গলবার প্রথম ট্যুইট করেন প্রিয়ঙ্কা। বর্তমানে ট্যুইটারে তাঁকে ফলো করেন ২, ৫৩০০০-এর বেশি লোক।