Delhi Election Result LIVE: 'উন্নয়নের জয়, সুশাসনের জয়, কোনও কসুর করব না', দিল্লিতে জয়ের পর লিখলেন মোদি

Delhi Election Result 2025 LIVE: প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন।

ABP Ananda Last Updated: 08 Feb 2025 07:25 PM
Delhi Election Results Live Updates: সদনে দিল্লির দুর্নীতি নিয়ে তদন্ত হবেই , এবার হুঁশিয়ারি মোদির

সদনে দিল্লির দুর্নীতি নিয়ে তদন্ত হবেই , এবার হুঁশিয়ারি মোদির । আগামী দিনে দিল্লির দুর্নীতির তদন্ত করা হবে। দিল্লি নির্বাচনের ফল প্রকাশ হতেই হুঁশিযারি দিয়ে রাখলেন 'নমো'।

Delhi Election Results Live Updates: তুষ্টিকরণ নয়, সন্তুষ্টিকরণই আমাদের লক্ষ্য় হবে দিল্লিতে : মোদি

তুষ্টিকরণ নয়, সন্তুষ্টিকরণই আমাদের লক্ষ্য় হবে দিল্লিতে। রাজধানীর বিজেপি ভবনে কর্মীদের উদ্দেশে এই বার্তা দিলেন নরেন্দ্র মোদি।

PM Modi: বিজেপিকে জেতানোর জন্য দিল্লিবাসীকে প্রণাম, মোদির ভাষণে আপের 'বিনাশকাল'

 বিজেপিকে জেতানোর জন্য দিল্লিবাসীকে প্রণাম। দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ শুরু নরেন্দ্র মোদির। বললেন, অতীতের 'বিনাশকাল' থেকে মুক্তি পেল রাজধানী। 

PM Modi : দিল্লির বিজেপি ভবনে নরেন্দ্র মোদি , শীঘ্রই বক্তব্য রাখবেন

দিল্লির বিজেপি ভবনে নরেন্দ্র মোদি , শীঘ্রই বক্তব্য রাখবেন । দিল্লিতে গত ২৭ বছর পর ফের বিজেপির সরকার আসতে চলেছে। আপকে বড় ব্যবধানে হারাল পদ্ম।

Amit Shah: রাজধানীর বিজেপি ভবনে এলেন অমিত শাহ, বিপুল জয়ধ্বনি দিয়ে স্বাগত

রাজধানীর বিজেপি ভবনে এলেন অমিত শাহ, বিপুল জয়ধ্বনি দিয়ে স্বাগত। কিছুক্ষণের মধ্যেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির জয় নিয়ে বক্তব্য রাখবেন তিনি। 

Delhi Election Results Live Updates: দিল্লির বিজেপি ভবনে পৌঁছলেন জেপি নাড্ডা, মোদির জয়ধ্বনি

দিল্লির বিজেপি ভবনে পৌঁছলেন জেপি নাড্ডা। চারিদিকে উঠল নরেন্দ্র মোদির জয়ধ্বনি। আর কিছুক্ষণের মধ্য়েই পৌঁছে যাওয়ার কথা 'নমো'র।

Delhi Election Results Live Updates : বাংলায় পড়বে না দিল্লির প্রভাব, বললেন কুণাল

বাংলায় পড়বে না দিল্লির প্রভাব, বললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল আরও বেশি আসন নিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হবে। 

Narendra Modi: দিল্লিতে পদ্মের জয়, বিজেপি ভবনে সাড়ে ৫ টায় বক্তব্য রাখবেন মোদি

দিল্লিতে পদ্মের জয়, বিজেপি ভবনে সাড়ে ৫ টায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। এবার কি তবে বঙ্গ বিজয় লক্ষ্য় বিজেপির।

Delhi Election Results Live Updates: 'প্রাণ ভরে লড়াই করো', বিরোধী ঐক্য় নিয়ে কংগ্রেস-আপকে খোঁচা ওমর আবদুল্লার

 'প্রাণ ভরে লড়াই করো এভাবে লড়াই করে একে ওপরকে শেষ করে দাও।' বিরোধী ঐক্য় নিয়ে কংগ্রেস-আপকে খোঁচা ওমর আবদুল্লার। 

Narendra Modi: 'উন্নয়নের জয়, সুশাসনের জয়, কোনও কসুর রাখব না', দিল্লিতে জয়ের পর লিখলেন মোদি

'উন্নয়নের জয়, সুশাসনের জয়। দিল্লির সার্বিক উন্নয়ন ও দিল্লিবাসীর জীবনযাত্রার উন্নতির জন্য চেষ্টার কোনও কসুর করব না।এটাই আমাদের গ্যারান্টি। উন্নত ভারত গঠনে দিল্লি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা তা নিশ্চিত করব', দিল্লি জয়ের পর পোস্ট প্রধানমন্ত্রীর। 

Delhi Election Results Live Updates: দিল্লিতে গেরুয়া ঝড়, ৪৮ আসনে এগিয়ে বিজেপি, আম আদমি পার্টি ২২টিতে

দিল্লিতে গেরুয়া ঝড়। ৪৮ আসনে এগিয়ে বিজেপি, আম আদমি পার্টি এগিয়ে ২২টি আসনে।

Delhi Election Results Live Updates: দিল্লি জয়ের পর বিজেপির কলকাতা দফতরে উৎসবের ছবি

দিল্লি জয়ের পর বিজেপির কলকাতা দফতরে উৎসবের ছবি। ফেসবুকে খোঁচা দিয়ে পোস্ট বঙ্গ বিজেপির। 

Delhi Election results 2025: 'উড়ে গেল কেজরিওয়াল, নেক্সট টার্গেট টালির চাল', দিল্লিতে গেরুয়া ঝড়, বঙ্গ বিজেপি-র দফতরে পড়ল পোস্টার

'উড়ে গেল কেজরিওয়াল, নেক্সট টার্গেট টালির চাল', দিল্লিতে গেরুয়া ঝড়, বঙ্গ বিজেপি-র দফতরে পড়ল পোস্টার।

Atishi News: বিজেপি-র 'তানাশাহি'র বিরুদ্ধে লড়াই চলবে: অতিশী

আম আদমি পার্টি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, আগামীতেও করবে। বিজেপি-র 'তানাশাহি'র বিরুদ্ধে লড়াই চলবে: অতিশী।

Delhi Election Results Live Updates: দিল্লিতে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি, ৪৭ আসনে এগিয়ে, AAP ২৩টিতে

দিল্লিতে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে ৪৭ আসনে এগিয়ে বিজেপি। আম আদমি পার্টি ২৩টিতে। বিকেল ৫.৩০টায় দলের সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী।

Trinamool News: দিল্লির বিষয় দিল্লিতে, '২৬ সালে ২৫০+ আসন তৃণমূলে, চতুর্থবার মমতাই মুখ্যমন্ত্রী: কুণাল ঘোষ

২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৫০-এর বেশি আসন পাবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনও মন্তব্য নেই। বাংলায় এসবের প্রভাব নেই: কুণাল ঘোষ, তৃণমূল।


 

Arvind Kejriwal: ক্ষমতায় থাকতে রাজনীতিতে আসিনি, বিরোধী হিসেবেও মানুষের সেবা করবে AAP, হারের পর বললেন কেজরিওয়াল

আশাকরি বিজেপি প্রতিশ্রুতি পালন করবে। বিজেপি-কে অভিনন্দন। আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব। সুখে-দুঃখে মানুষের পাশে থাকব। ক্ষমতার লোভে রাজীনতিতে আসিনি। মানুষের সেবা করতে এসেছিলাম। আগামী দিনেও মানুষের সেবা করব। দলের সব কর্মী, সমর্থককে অভিনন্দন। অনেক পরিশ্রম করেছেন সকলে। ভাল লড়াই করেছেন: কেজরিওয়াল।

Delhi Elections 2025 Updates: দিল্লিতে ক্ষমতার পালাবদল, সঙ্গে সঙ্গেই সচিবালয়ে পৌঁছতে শীর্ষ আধিকারিকদের নির্দেশ

দিল্লিতে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সচিবালয়ে পৌঁছতে শীর্ষ আধিকারিকদের নির্দেশ। যত দ্রুত সম্ভব সচিবালয়ে পৌঁছন, আধিকারিকদের কাছে এই মর্মে গেল চিঠি। সরকারি নথি ও ডেটা সুরক্ষিত রাখতে সরকারি আধিকারিকদের নির্দেশ। দিল্লি সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। 

Suvendu Adhikari: দিল্লিতে বিজেপি-কে ঢালাও ভোট, বাংলাতেও করতে হবে: শুভেন্দু অধিকারী

লক্ষ্মীর ভাণ্ডারে ১০০০ টাকা দেয় রাজ্য। বাজেটে ১৫০০ হবে। আমরা ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে দেব। সবজায়গায় গেরুয়া, বাকি শুধু বাংলা। দিল্লিতে বিজেপি-কে ঢালাও ভোট, বাংলাতেও করতে হবে: শুভেন্দু অধিকারী।

Narendra Modi: ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি, সন্ধেয় সদর দফতরে যাবেন মোদি

২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি। সন্ধে ৭টা বেজে ৪৫ মিনিটে বিজেপি-র সদর দফতরে যাবেন নরেন্দ্র মোদি।


 

Delhi Election Results: দিল্লিতে বিজেপি এগিয়ে ৪৭টি আসনে, আম আদমি পার্টি ২৩টিতে

দিল্লিতে বিজেপি এগিয়ে ৪৭টি আসনে। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ২৩টিতে। কংগ্রেস এবারও শূন্য।

Adhir Chowdhury: দিল্লিতে নিজের নাক কেটে আম আদমি পার্টির যাত্রা ভঙ্গ করল কংগ্রেস? অধীর বললেন...

দিল্লিতে নিজের নাক কেটে আম আদমি পার্টির যাত্রা ভঙ্গ করল কংগ্রেস? জোর চর্চা। 'সরকার বিরোধী মানসিকতা থেকেই ভোট দিয়েছেন মানুষ। অর্থের বলে, ED-CBI-কে কাজে লাগিয়ে জিতেছে বিজেপি। ভোটের আগে আয়কর ছাড় দিয়েছে কৌশলে', বলছেন অধীর চৌধুরী।

Priyanka Gandhi: আম আদমি পার্টির উপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন মানুষ: প্রিয়ঙ্কা গাঁধী

আম আদমি পার্টির উপর বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন দিল্লির মানুষ তাই এই ফল। পরিবর্তন চেয়েছিলেন মানুষ, দিল্লির বিধানসভা নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়া প্রিয়ঙ্কা গাঁধীর। 

Atishi Marlena: অরবিন্দ কেজরিওয়াল হেরে গিয়েছেন, মুখ রক্ষা করলেন অতিশী, জিতলেন নিজের কেন্দ্রে

অরবিন্দ কেজরিওয়াল হেরে গিয়েছেন। মুখ রক্ষা করলেন অতিশী। নিজের কেন্দ্রে জিতলেন আম আদমি পার্টির স্টার ক্যাম্পেনার।

Delhi Election Live Updates: দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াও পরাজিত

দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াও পরাজিত। হেরে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও।

Arvind Kejriwal: নিজের আসনও ধরে রাখতে পারলেন না অরবিন্দ কেজরিওয়াল, নয়াদিল্লিতে পরাজিত হলেন

নিজের আসনও ধরে রাখতে পারলেন না অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লিতে পরাজিত হলেন। জিতলেন বিজেপি-র প্রবেশ রানা।

Arvind Kejriwal: নয়াদিল্লি আসনে ফের পিছিয়ে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল

এবার দিল্লি বিধানসভা দখলের পথে বিজেপি। দিল্লিতে পদ্ম-ঝড়ে সাফ আপ ? ৪৫ আসনে এগিয়ে বিজেপি, ২৫ আসনে এগিয়ে আপ
কংগ্রেসের হাত খালি। নয়াদিল্লি আসনে ফের পিছিয়ে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল। 

Delhi Election Results: নাম না করে ঠেস আপ ও কংগ্রেসকে, খোঁচা দিয়ে পোস্ট ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লার

নাম না করে ঠেস আপ ও কংগ্রেসকে। প্রাণভরে নিজেদের মধ্যে ঝগড়া কর। দিল্লিতে ভোটের ফলাফল সামনে আসতেই খোঁচা দিয়ে পোস্ট ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লার। 

Delhi Election Results 2025 Live Updates: ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে BJP, এগিয়ে ৪৫টি আসনে, AAP ২৫টিতে

২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে BJP. গেরুয়া শিবির এগিয়ে ৪৫টি আসনে, AAP ২৫টিতে। কংগ্রেস শূন্য। 

Delhi Election Results: এবার দিল্লি বিধানসভা দখলের পথে বিজেপি, দিল্লিতে পদ্ম-ঝড়ে সাফ আপ?

এবার দিল্লি বিধানসভা দখলের পথে বিজেপি। দিল্লিতে পদ্ম-ঝড়ে সাফ আপ ? ৩৯ আসনে এগিয়ে বিজেপি, ৩১ আসনে এগিয়ে আপ
কংগ্রেসের হাত খালি। নয়াদিল্লিতে এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল। 

Delhi Election Live Updates: দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে BJP? এখন থেকেই জয় উদযাপন শুরু

দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে BJP? এখন থেকেই জয় উদযাপন শুরু। ৪৪ আসনে এগিয়ে বিজেপি। ২৬ আসনে এগিয়ে আপ। 
কংগ্রেসের হাত খালি। নয়াদিল্লিতে এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল। BJP-৪২, AAP ২৮, কংগ্রেস- ০।

Arvind Kejriwal: নয়াদিল্লি আসনে এগিয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি আসনে এগিয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি এগিয়ে ৪৭টি আসনে। আম আদমি পার্টি ২২টি আসনে এগিয়ে।

Delhi Election Results 2025: 'নিজেদের মধ্যে আরও লড়াই করো', লিখলেন ওমর আব্দুল্লা, দিল্লিতে পিছিয়ে AAP-কংগ্রেস, এগিয়ে BJP

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু। বিজেপি এগিয়ে ৪৭টি আসনে, আম আদমি পার্টি ২২টিতে। কংগ্রেস ১টি আসনে এগিয়ে। কটাক্ষ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। লিখলেন, "নিজেদের মধ্যে আরও লড়াই করো।"

Delhi Election Live Updates: BJP-র প্রবেশ বর্মা নয়াদিল্লি কেন্দ্রে এগিয়ে, অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে

BJP-র প্রবেশ বর্মা নয়াদিল্লি কেন্দ্রে এগিয়ে। অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে। এই মুহূর্তে AAP এগিয়ে ২৫টি আসনে, BJP ৪৪টি আসনে কংগ্রেস ১টি আসনে এগিয়ে।


 

Delhi Election Results Live Updates: দিল্লি বিধানসভায় ১৯ আসনে এগিয়ে AAP, ৪৮ আসনে এগিয়ে BJP

দিল্লি বিধানসভায় ১৯ আসনে এগিয়ে AAP। ৪৮ আসনে এগিয়ে BJP। ২টি আসনে এগিয়ে কংগ্রেস। নয়াদিল্লিতে পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল
মুখ্যমন্ত্রী অতিশী কালকাজিতে পিছিয়ে। জঙ্গপুরে পিছিয়ে মণীশ সিসোদিয়া। শকুর বস্তিতে এগিয়ে আপের সত্যেন্দ্র জৈন। গ্রেটার কৈলাসে পিছিয়ে আপের সৌরভ ভরদ্বাজ। মির্জা গালিবের বল্লীমারানে এগিয়ে আপ।


 

Delhi Elections Live Updates: দিল্লি বিধানসভায় ২৩ আসনে এগিয়ে AAP, ৪৫ আসনে এগিয়ে BJP, নয়াদিল্লিতে পিছিয়ে কেজরিওয়াল

দিল্লি বিধানসভায় ২৩ আসনে এগিয়ে AAP. ৪৫ আসনে এগিয়ে BJP. ২টি আসনে এগিয়ে কংগ্রেস। নয়াদিল্লিতে পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী অতিশী কালকাজিতে পিছিয়ে। জঙ্গপুরে পিছিয়ে মণীশ সিসৌদিয়া। শকুর বস্তিতে এগিয়ে আপের সত্যেন্দ্র জৈন। গ্রেটার কৈলাসে পিছিয়ে আপের সৌরভ ভরদ্বাজ। মির্জা গালিবের বল্লীমারানে এগিয়ে আপ।


 

Delhi Election Results Live Updates: দিল্লি বিধানসভায় ৩৪ আসনে এগিয়ে AAP, ৩৫ আসনে এগিয়ে বিজেপি, ১টি আসনে এগিয়ে কংগ্রেস

দিল্লি বিধানসভায় ৩৪ আসনে এগিয়ে AAP. ৩৫ আসনে এগিয়ে বিজেপি। ১টি আসনে এগিয়ে কংগ্রেস। নয়াদিল্লিতে পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল।
মুখ্যমন্ত্রী অতিশী কালকাজিতে পিছিয়ে। জঙ্গপুরে পিছিয়ে মণীশ সিসৌদিয়া। শকুর বস্তিতে এগিয়ে আপের সত্যেন্দ্র জৈন। গ্রেটার কৈলাসে পিছিয়ে আপের সৌরভ ভরদ্বাজ। মির্জা গালিবের বল্লীমারানে এগিয়ে আপ। 


 

Delhi Polls Live Updates: দিল্লি বিধানসভায় ২৩ আসনে এগিয়ে AAP, ৪৩ আসনে এগিয়ে BJP, ২টি আসনে এগিয়ে কংগ্রেস

দিল্লি বিধানসভায় ২৩ আসনে এগিয়ে AAP. ৪২ আসনে এগিয়ে BJP. ২টি আসনে এগিয়ে কংগ্রেস। নয়াদিল্লিতে পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল।
মুখ্যমন্ত্রী অতিশী কালকাজিতে পিছিয়ে। জঙ্গপুরে পিছিয়ে মণীশ সিসোদিয়া। শকুর বস্তিতে এগিয়ে আপের সত্যেন্দ্র জৈন। গ্রেটার কৈলাসে এগিয়ে আপের সৌরভ ভরদ্বাজ। বিজেপি প্রার্থী কৈলাস গহলৌত পিছিয়ে। বদরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী। দেওলি, ত্রিনগর, বুহাড়ি আসনে এগিয়ে আপ। 
দিল্লির আর কে পুরম, রোহিণী, পটপড়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি। সবে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে।

Delhi Elections Live Updates: দিল্লি বিধানসভায় ১১ আসনে এগিয়ে AAP, ২৬ আসনে এগিয়ে BJP, ১টি আসনে কংগ্রেস

দিল্লি বিধানসভায় ১১ আসনে এগিয়ে AAP. ২৬ আসনে এগিয়ে BJP. ১টি আসনে এগিয়ে কংগ্রেস।  নয়াদিল্লিতে পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল।
মুখ্যমন্ত্রী অতিশী কালকাজিতে পিছিয়ে। জঙ্গপুরে পিছিয়ে মণীশ সিসৌদিয়া। শকুর বস্তিতে এগিয়ে আপের সত্যেন্দ্র জৈন। বিজেপি প্রার্থী কৈলাস গহলৌত পিছিয়ে। বদরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী। দেওলি, ত্রিনগর, বুহাড়ি আসনে এগিয়ে আপ। দিল্লির আর কে পুরম, রোহিণী, পটপড়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি। 

Delhi Assembly Elections Result Live Updates: দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী কালকাজী পিছিয়ে, পিছিয়ে মণীশ সিসৌদিয়া

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী কালকাজী পিছিয়ে। জঙ্গপুর আসনে পিছিয়ে মণীশ সিসৌদিয়া। বিজেপি প্রার্থী কপিল মিশ্র পিছিয়ে। দেওলি, ত্রিনগর, বুহাড়ি আসনে এগিয়ে AAP. দিল্লির আর কে পুরম, রোহিণী, পটপড়গঞ্জ আসনে এগিয়ে BJP. 

Delhi Election Results Live Updates: দিল্লি বিধানসভায় মোট ৪টি আসনে এগিয়ে AAP, ৯টিতে BJP

দিল্লি বিধানসভায় মোট ৪টি আসনে এগিয়ে আপ। মোট ৯টি আসনে এগিয়ে বিজেপি। দেওলি, ত্রিনগর, বুহাড়ি আসনে এগিয়ে আপ। 
দিল্লির আর কে পুরম, রোহিণী, পটপড়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি। 

Delhi Election Results Live Updates: ২৭ বছর পর কি দিল্লিতে প্রত্যাবর্তন BJP-র? না কি হ্যাট্রিক করবেন কেজরিওয়াল? আর কয়েক ঘণ্টার অপেক্ষা

দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। হ্যাট্রিক করতে মুখিয়ে কেজরিওয়াল। কংগ্রেস কি খাতা খুলতে পারবে? আজ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ।


 

Delhi Election Results Live Updates: সকাল সকাল মন্দিরে গ্রেটার কৈলাসে আম আদমি পার্টির প্রার্থী সৌরভ ভরদ্বাজ

সকাল সকাল মন্দিরে গ্রেটার কৈলাসে আম আদমি পার্টির প্রার্থী সৌরভ ভরদ্বাজ। আজ বিধানসভা নির্বাচনের ফলঘোষণা।


 

Delhi Election Results Live Updates: আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফলঘোষণা, কড়া নিরাপত্তা রাজধানী জুড়ে

আজ দিল্লি বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। কড়া নিরাপত্তা রাজধানী জুড়ে। জায়গায় জায়গায় মোতায়েন পুলিশ।


 

Manish Sisodia: দিল্লিতে সরকার গড়বে AAP, আমরা আত্মবিশ্বাসী: সিসৌদিয়া

দিল্লিতে আম আদমি পার্টিই সরকার গড়বে। আমরা আত্মবিশ্বাসী। শিশুশিক্ষা নিয়ে অনেক কাজ এখনও বাকি: মণীশ সিসৌদিয়া।


 

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটে এবার জয়ের পতাকা ওড়াবে কোন দল?  বিজেপি না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি? হৃত জমি কি পুনরুদ্ধার করতে পারবে কংগ্রেস? উত্তর মিলবে আজই। ইতিমধ্যে যে বুথফেরত সমীক্ষাগুলি সামনে এসেছে, তাতে কারও সমীক্ষায় বিজেপি এগিয়ে, কারও সমীক্ষায় এগিয়ে আম আদমি পার্টি। কিন্তু মানুষের রায় কী বলছে, জানা যাবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। (Delhi Assembly Election Results LIVE Updates)


দিল্লিতে মোট বিধানসভা আসন ৭০টি। ম্য়াজিক ফিগার অর্থাৎ একা সরকার গড়তে কোনও দলকে জিততে হবে ৩৬টি আসনে। লড়াই এবার ছিল ত্রিমুখী। আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসের মধ্য়ে। জাতীয় স্তরে বিরোধী জোট I.N.D.I.A-র শরিক হলেও, দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি এবং কংগ্রেস পরস্পরের প্রতিপক্ষ। অন্য দিকে, রাজধানীর দখল পেতে মরিয়া বিজেপি। শেষ হাসি কে হাসে, তা-ই দেখার। (Delhi Election Results 2025 LIVE)

প্রশ্ন উঠছে, দিল্লির বুকে কি এবার বড়সড় চমক দেখা যেতে পারে? গত দুটি বিধানসভা নির্বাচনে আম আম আদমি পার্টির (Aam Aadmi Party) ঝাড়ু ঝড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল যে বিজেপি (BJP News), তারাই কি এবার মোদি-শাহের স্বপ্নপূরণ করে ক্ষমতা দখল করতে পারে? অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী-পরীক্ষাগার দিল্লি কি এবার তাঁকে শূন্য় হাতে ফেরাবে? না কি মানুষ কেজরিওয়ালেই আস্থা রাখবেন? কংগ্রেস (Congress News কি পারবে শূন্য় হয়ে যাওয়া দিল্লিতে খাতা খুলতে? ভোট কাটাকাটি শেষ অবধি নির্ণায়ক হয়ে উঠবে না তো? মানুষের রায়ের দিকে তাকিয়ে সকলে। (Arvind Kejriwal)


যাবতীয় বুথফেরত সমীক্ষা বিজেপি-কে এগিয়ে রাখলেও, আম আদমি পার্টি সমীক্ষা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দিল্লিতে জয়ের হ্যাট্রিক গড়বেন অরবিন্দ কেজরিওয়াল। দলের নেতা গোপাল রাইয়ের দাবি, তাঁদের দল ৫০টির বেশি আসনে জয়ী হবে। অন্য দিকে, বিজেপি-র রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবের দাবি, তাঁদের দল ৫০টি আসনে জয়ী হতে চলেছে। কেজরিওয়ালের প্রতি দিল্লির মানুষ আস্থা হারিয়েছেন বলে দাবি তাঁক। 


আর এই টানাপোড়েনের মধ্যেই বিতর্ক শুরু হয়েছে ভোটার তালিকা নিয়ে। বেশ কিছু এলাকায় হাজার হাজার নতুন ভোটারের নাম সংযুক্ত করা নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি থেকে কংগ্রেস। মহারাষ্ট্র, হরিয়ানার উদাহরণ টেনে সরাসরি নির্বাচন কমিশনারকে নিশানা করেছে তারা। আম আদমি পার্টির দাবি, দিল্লিতে বিজেপি নির্বাচনে লড়াই করছে না। তাদের হয়ে লড়াই করছে খোদ নির্বাচন কমিশন এবং দিল্লির পুলিশ। ভোটার তালিকা সংক্রান্ত বিশদ তথ্য কেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এমনকি ভোটদানের হার নিয়েও লুকোছাপা কেন, উঠছে প্রশ্ন। আর সেই আবহেই নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.