Delhi Election Result LIVE: 'উন্নয়নের জয়, সুশাসনের জয়, কোনও কসুর করব না', দিল্লিতে জয়ের পর লিখলেন মোদি

Delhi Election Result 2025 LIVE: প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন।

ABP Ananda Last Updated: 08 Feb 2025 07:25 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটে এবার জয়ের পতাকা ওড়াবে কোন দল?  বিজেপি না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি? হৃত জমি কি পুনরুদ্ধার করতে পারবে কংগ্রেস? উত্তর মিলবে আজই। ইতিমধ্যে যে বুথফেরত...More

Delhi Election Results Live Updates: সদনে দিল্লির দুর্নীতি নিয়ে তদন্ত হবেই , এবার হুঁশিয়ারি মোদির

সদনে দিল্লির দুর্নীতি নিয়ে তদন্ত হবেই , এবার হুঁশিয়ারি মোদির । আগামী দিনে দিল্লির দুর্নীতির তদন্ত করা হবে। দিল্লি নির্বাচনের ফল প্রকাশ হতেই হুঁশিযারি দিয়ে রাখলেন 'নমো'।