নয়াদিল্লি: বিয়ে করতে যাওয়ার আগে সপরিবারে ভোট দিলেন এক যুবক। আজ লক্ষ্মীনগরের শাকারপুর অঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান ধনঞ্জয় নামে ওই যুবক। তাঁর পরনে ছিল শেরওয়ানি ও পাগড়ি। তিনি সংবাদসংস্থা এএনআই-কে জানান, ‘আমরা পাঁচ বছরে একবার ভবিষ্যতের জন্য ভোট দেওয়ার সুযোগ পাই। ভোট দেওয়ার পর আমি বিয়ে করতে যাব। সবার কাছে আমার আবেদন, সব কাজ ছেড়ে আগে ভোট দিন। কারণ, দিল্লির উন্নতির জন্য আমাদের কর্তব্য আছে।’
আজ সকাল আটটা থেকে দিল্লিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর দুটো পর্যন্ত ২৮.১৪ শতাংশ ভোট পড়েছে। সকালে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, উপরাজ্যপাল অনিল বৈজল, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, এস জয়শঙ্কর। কিছুক্ষণ আগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও ভোট দেন।
বিয়ে করতে যাওয়ার আগে দিল্লিতে ভোট এক যুবকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Feb 2020 03:03 PM (IST)
দুপুর দুটো পর্যন্ত ২৮.১৪ শতাংশ ভোট পড়েছে।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -