নয়াদিল্লি: প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন একবছর আগেই। তার জন্য় সমালোচনার মুখেও পড়েছেন বার বার। তবে শেষমেষ দিল্লি পৌরসভায় বাজিমাত অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। দীর্ঘ ১৫ বছর ধরে সেখানে আধিপত্য কায়েম করে থাকা বিজেপি-কে কার্যতই উৎখাত করলেন তিনি এবং তাঁর দল আম আদমি পার্টি (AAP)। দিল্লি পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল আপ (MCD Election 2022)। এই জয়ের শ্রেয় সাধারণ দিল্লিবাসীকেই দিয়েছেন কেজরী।
১৫ বছর দিল্লি পৌরসভা হাতছাড়া হল বিজেপি-র
বুধবার দিল্লি পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। তাতে বিজেপি-কে হারিয়ে জয়ী হয়েছে আপ। দিল্লি পৌরসভার ২৫০ ওয়ার্ডের মধ্যে ১৩৩টিতে জয়ী হয়েছে আপ। এগিয়ে রয়েছে আরও তিনটি আসনে। বিজেপি জিতেছে ১০১টি ওয়ার্ডে। আরও দু'টি আসনে এগিয়ে রয়েছে তারা। তাদের ধারেকাছেও নেই কংগ্রেস। মাত্র ৯টি ওয়ার্ডে জয়ী হয়েছে তারা।
জয় নিশ্চিত হতেই এ দিন আপের কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন আপ কর্মী-সমর্থকরা। হলুদ-নীল আবির, দলের ফেস্টুন, পতাকা, পোস্টার হাতে রাস্তায় নামেন সকলে। সেই আবহেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেজরিওয়াল। জয় নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে বলেন, "দিল্লিবাসীকে অভিনন্দন জানাই। আপ ভাল ফল করেছে। মানুষ আস্থা রেখেছেন আমাদের উপর।"
আরও পড়ুন: MCD Polls: কৌশলেই প্রতিপক্ষকে মাত কেজরীর, ১৫ বছর পর বিজেপি-র হাতছাড়া দিল্লি পৌরসভা
কেজরিওয়াল আরও বলেন, বহু বছরের নেতা, "পুরনো দলের লোকজন বলেছিলেন, 'আপনি যা করেন, তাতে ভোট পাওয়া যায় না। ভোটে পেতে হলে গালিগালাজ করতে হয়।' আমি তাঁদের বলতে চাই, আমরা গালিগালাজ করতে আসিনি। আমরা ভদ্রলোকের দল। আমাদের দেখলে যেন মানুষের মনে শ্রদ্ধার উদ্রেক ঘটে। যে যতই উস্কানি দিন না কেন, নেতিবাচক রাজনীতি করব না আমি। কেউ কেউ বলেন, স্কুল-হাসপাতাল গড়ে ভোট নাকি মেলে না! আজ দিল্লির মানুষই গোটা দেশকে জবাব দিয়েছেন। স্কুল, হাসপাতাল না হলে, বিদ্যুৎ না পেলে, শিক্ষা না পেলে, দেশের উন্নতি কী করে হবে? আজ চতুর্থবার দিল্লিতে ভোটে জিতলাম, তা এই স্কুল, হাসপাতাল, বিদ্যুতের জন্য়ই সম্ভব হল। ইতিবাচক রাজনীতির পক্ষেই ভোট দিয়েছেন দিল্লিবাসী।"
দিল্লি পৌরসভায় এই জয়ে উচ্ছ্বাসে ভাসছেন আপ কর্মী-সমর্থকরা। তবে আরও বড় পরীক্ষা রয়েছে আপের সামনে। রাত পোহালেই গুজরাত এবং হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল। এ বারই প্রথম সেখানে নির্বাচনে নাম লিখিয়েছে আপ। তা নিয়েও মুখ খোলেন কেজরিওয়াল। তিনি বলেন, "গুজরাত নিয়েও আশাবাদী আমরা। বুথফেরত সমীক্ষা বলছে ১৫ থেকে ২০ শতাংশ ভোট আসবে আপের দখলে। প্রথম বার লড়াইয়ের নিরিখে যা কম নয়। সেখানে আশাকরি ভাল করব আমরা। তবে পরশু পর্যন্ত অপেক্ষা করতে হবে।"
দিল্লি পৌরসভা ছিল আপের কাছে মর্যাদার লড়াই
দিল্লি বিধানসভা আগে থেকেই আপের দখলে। কিন্তু নানা বিষয়ে বার বার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত বেধেছে তাদের। লেফটেন্য়ান্ট জেনারেলকে বসিয়ে দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন খোদ কেজরিওয়াল। তাই দিল্লি পৌরসভা নির্বাচন তাদের কাছে মর্যাদার লড়াই ছিল। তাই একবছর আগে থেকেই মরিয়া চেষ্টা শুরু করে তারা। তবে ১০ বছর আগে তিন ভাগে বিভক্ত হওয়া দিল্লি পৌরসভার পুনর্বিন্যাস ঘটানো হয়। নিজেদের স্বার্থেই কেন্দ্রের বিজেপি সরকারের তত্ত্বাবধানে গোটা বিষয়টি সম্পাদিত হয় বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তার পরেও বিজেপি-র কাছ থেকে দিল্লি পৌরসভা ছিনিয়ে নিয়ে শক্তি বাড়াল আপ।