কলকাতা: লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন তাপস রায়। টিকিট না পেয়ে বিজেপি-র দিকে পা বাড়াচ্ছেন অর্জুন সিংহ। সেই আবহেই বাংলার রাজনীতিতে বড় চমক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবার খাতায়-কলমে বিজেপি-তে যোগদান করতে চলেছেন বলে খবর। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লি রওনা দিচ্ছেন অর্জুন। শুক্রে তিনি বিজেপি-তে যোগদান করবেন বলে খবর। শোনা যাচ্ছে, অর্জুনের সঙ্গেই বিজেপি-তে যোগ দেবেন দিব্যেন্দু। তবে তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। (Dibyendu Adhikari)


তমলুকের সাংসদ দিব্যেন্দু। খাতায়কলমে এখনও তৃণমূলের সাংসদ তিনি। পারিবারিক অবস্থান পাল্টালেও পদ ছাড়েননি তিনি। অর্জুন এবং দিব্যেন্দু, দু'জনই কাল বিজেপি-তে যোগ দিতে চলেছেন বলে খবর। বৃহস্পতিবার দিল্লি রওনা দিচ্ছেন তাঁরা। সেখানে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। শুক্রে আনুষ্ঠানিক ভাবে পদ্মশিবিরে যোগদান। দিল্লি যাওয়ার কথা মানলেও, বিজেপি-তে যোগদান নিয়ে প্রশ্ন করলে দিব্যেন্দু সংক্ষেপে বলেন, "ভবিষ্যৎ বলবে।" (Lok Sabha Elections 2024)


২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন অর্জুন। ২০২২ সালে ফের তৃণমূলে ফিরে আসেন। কিন্তু আবারও বিজেপি-মুখী হয়েছেন তিনি। তৃণমূলের তরফে লোকসভা নির্বাচনের টিকিট না মেলাতেই ক্ষুব্ধ হন অর্জুন। এর পরই বিজেপি-তে যাওয়ার ঘোষণা করেন। বিজেপি তাঁকে ব্যারাকপুরে প্রার্থী করতে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন অর্জুন। তবে দিব্যেন্দু বিজেপি-তে যোগ দিলেও, এবারের নির্বাচনে পদ্মের প্রার্থী হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। 


আরও অধিকারী: Abhishek Banerjee: ‘বিজ্ঞাপনে মিথ্যে বুলি, ১০ পয়সাও দেয়নি কেন্দ্র’, মোদিকে লেনদেন প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের


২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু। তার পর থেকে যত সময় এগিয়েছে অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব ক্রমশ চওড়া হয়েছে জোড়াফুল শিবিরের। তার পরও এতদিন পর্যন্ত তমলুকে তৃণমূলের সাংসদ ছিলেন দিব্যেন্দু। এবার সেই যোগসূত্রও ছিঁড়তে চলেছে বলে খবর। অর্জুনের সঙ্গে তিনিও বিজেপি-তে যোগদান করছেন লোকসভা নির্বাচনের ঠিক আগে। 


এখনও পর্যন্ত যা খবর, তমলুকে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বিজেপি। কাঁথিতে প্রার্থী করা হয়েছে শুভেন্দুর আর এক ভাই সৌমেন্দু অধিকারীকে। এবার খাতায়কলমে বিজেপি-তে যোগদান করতে চলেছেন দিব্যেন্দু। এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে দিব্যেন্দু জানান, দিল্লি যাচ্ছেন তিনি। বিজেপি-তে যোগদানের কথা জানতে চাইলে বলেন, "ভবিষ্যৎ বলবে"।