কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : ভোটের প্রচারে বেরিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস ( TMC ) । আসন্ন লোকসভা ভোটে ( Loksabha Poll 2024 ) নিজের চেনা কেন্দ্রের বদলে নতুন মাঠে লড়াই করতে নেমেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। আর প্রচারে নেমেই মমতা - অভিষেককে নিয়ে  'আপত্তিকর' মন্তব্য করে বিতর্কে তিনি। দলও তাঁকে শো-কজ করেছে। এই পরিস্থিতিতে কী বলছেন দিলীপ নিজে ? এই পরিস্থিতিতে তিনি পাল্টা ব্যাট চালিয়েছেন, প্রশ্ন তুলেছেন, 'কাঁথিতে দাঁড়িয়ে শিশির অধিকারীকে যখন অপমান করা হয়, তৃণমূল চুপ থাকে কেন?'


বুধবার সকালে  প্রাতঃকালীন প্রচারে বেরিয়েই ফের মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বললেন,  ' আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। কারণ যে ভণিতা করে, অন্যায় করে, আমি তার সামনে বলি। মাননীয় মুখ্যমন্ত্রী যাঁর সঙ্গে আমার কোনও ব্যক্তিগত ঝগড়া নেই, যাঁর সম্বন্ধে আমার মনে কোনও ক্লেশ নেই... উনি লোককে বিভ্রান্ত করার জন্য বারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, পার্টিও বলেছে, অন্যরাও বলেছে। বলেছে অসংসদীয়। যদি তাই হয়, আমি তার জন্য দুঃখিত। দিলীপ আরও বলেন, ' মুখ্যমন্ত্রী যে ভাবে মানুষকে বিভ্রান্ত করেন, আমি তার প্রতিবাদ করেছি। কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবারের এক নেতা বিরোধী দলনেতার বাবাকে কুকথা বলেছেন। 
শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই? তাঁর বাবার সম্মান নেই?  শুধু মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে?'


মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ও অসম্মাননজক মন্তব্যের প্রতিবাদে এবং আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে এবিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে।  অভিযোগ প্রমাণিত হলে বিজেপি প্রার্থীকে শোকজ করা হতে পারে। দিলীপ ঘোষ এ বিষয়ে জানান, অফিসিয়াল চিঠির উত্তর অফিসিয়ালি দেব।


শুধু তৃণমূল নয়, দিলীপের এই মন্তব্যে ক্ষুব্ধ তাঁর নিজের দলও। নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে শোকজ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চিঠিতে বলে হয়েছে, 'এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছে বিজেপি' ।  


আরও পড়ুন :


'লাঠিতে তেল মাখানো শুরু..', বরানগরে উপনির্বাচনের আগে বিস্ফোরক BJP প্রার্থী সজল