নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের ঠিক মুখে রংবদল দূরদর্শনের। লাল থেকে গেরুয়া হল দূরদর্শনের লোগো। সেই নিয়েই এই মুহূর্তে তপ্ত জাতীয় রাজনীতি। লোকসভা নির্বাচনের ফলাফল এখনও ঘোষণা হয়নি, তাই ৪০০ পার করার স্বপ্নে মশগুল কেন্দ্রের বিজেপি সরকার দেশের সরকারি চ্যানেলেরও গৈরিকীকরণ করছে বলে অভিযোগ বিরোধীদের। (Doordarshan Logo Row)


গত মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট X  (সাবেক ট্যুইটার)-এ একটি ভিডিও পোস্ট করে দূরদর্শন, তাতে গেরুয়া রঙের নতুন লোগো প্রকাশ করা হয়। ওই পোস্টে লেখা হয়, 'মূল্যবোধ একই রয়েছে, শুধু নতুন অবতারে ধরা দিলাম। খবরের নতুন যাত্রার জন্য তৈরি হোন, যা আগে কখনও দেখেননি। নয়া DD- News-এর সাক্ষী হোন'। (Doordarshan Saffron Logo)


দূরদর্শনের তরফে আরও লেখা হয়, 'চটজলদি নয় সঠিক খবর, দাবি নয় তথ্য, উত্তেজনা নয় সত্য তুলে ধরার সাহস আছে আমাদের। DD News মানেই সত্য খবর। DD News- সত্যেই ভরসা'। কিন্তু দূরদর্শনের এই পোস্ট এবং নয়া লোগো সামনে আসার পরই চরমে উঠেছে রাজনৈতিক তরজা। ভোটের মুখে বিজেপি এবং তাদের অভিভাবক সংস্থা RSS-এর রং অনুযায়ী, দূরদর্শনের গৈরিকীকরণ হবে কেন, প্রশ্ন তুলেছেন বিরোধীরা। 



আরও পড়ুন: Election 2024:বেলা ১টার মধ্যে ১০০% ভোটগ্রহণ শেষ এই বুথে, কোথায় জানেন এটি?


বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রসার ভারতীর সিইও পদে আসীন ছিলেন তিনি। জহর লেখেন, 'জাতীয় সম্প্রচারক দূরদর্শন ঐতিহাসিক লোগোটিকে গেরুয়া করেছে। সংস্থার প্রাক্তন সিইও হিসেবে বলব, অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে এই গৈরিকীকরণ ঘটতে দেখছিলাম আমি। আমার মনে হয়, প্রসার ভারতী আর নেই, বর্তমানে সেটি প্রচার ভারতী'। লোকসভা নির্বাচনের মুখে এই গৈরিকীকরণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ জহরের।


একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জহর জানান, এমনিতেই দূরদর্শনে ক্ষমতাসীন বিজেপি-কে বেশি দেখানো হয়। বিরোধীদের প্রায় দেখানোই হয় না। লোগোর রং পরিবর্তনের ফলে সবকিছু একেবারেই গেরুয়া হয়ে গেল বলে মত জহরের। এ প্রসঙ্গে নতুন সংসদভবনের উদাহরণও তুলে ধরেন তিনি। পুরনো সংসদভবনে রাজ্যসভার রং ছিল খয়েরি। নতুন সংসদভবনে রাজ্যসভার রং হয়েছে গেরুয়া। দৃশ্যপটকে গেরুয়া করে মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে বলে মত জহরের। 



প্রসার ভারতীর বর্তমান সিইও গৌরব দ্বিবেদী যদিও জানান, গেরুয়া নয়, দূরদর্শনের লোগো কমলা করেছেন তাঁরা। তিনি জানান, জি-২০ সম্মেলনের সময়ই দূরদর্শনের নয়া লোগো, রং সব ঠিক হয়ে গিয়েছিল। তখন থেকেই কাজ শুরু হয়। গৌরবের দাবি, উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। 


১৯৫৯ সালে সূচনাপর্বেও দূরদর্শনের লোগো গেরুয়া ছিল বলেও জানিয়েছেন প্রসার ভারতীর আধিকারিকরা। তাঁদের দাবি, পরবর্তীতে নীল, হলুদ এবং লাল সংযুক্ত হয় লোগোতে। আগে লোগোর নীচে 'সত্যম, শিবম, সুন্দরম'ও লেখা থাকত, যা পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়। নতুন লোগোর নীচে 'সত্যই ভরসা' লেখা হয়েছে আবার।  এর আগে, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর মার্চ মাসে দূরদর্শন ঘোষণা করে, প্রত্যেক সকালে রামলালার পুজো দেখানো  হবে সরাসরি। তাই লোকসভা নির্বাচনের মুখে দূরদর্শনের রংবদল নিয়েও প্রশ্ন  উঠছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তরজা।