নয়াদিল্লি: এই ভোটগ্রহণ কেন্দ্রে একজনই ভোটার। বেলা ১টা নাগাদ তিনিও ভোট দিয়ে গিয়েছেন। অর্থাৎ? নিয়মমাফিক অরুণাচল প্রদেশের অংজও জেলার মালোগাম পোলিং স্টেশনে বেলা ১টার মধ্যে ১০০ শতাংশ ভোটগ্রহণ শেষ। ভোট দিয়ে উচ্ছ্বসিত ওই কেন্দ্রের একমাত্র ভোটার, ৪৪ বছরের সোকেলা তায়াং।


বিশদে...
মাঝবয়সী ওই মহিলা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ৪০ কিলোমিটার 'ট্রেকিং' করে পাহাড় চড়েন একদল ভোটকর্মী। তার পর পোলিং স্টেশনে উপযুক্ত 'বুথ' তৈরি করা হয়। এদিন বেলা ১টা নাগাদ সেই বুথে গিয়েই ভোটদান সেরে ফেলেন সোকেলা। পরে সংবাদমাধ্যমকে বলেন, 'নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে আমি আনন্দিত। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কর্তৃপক্ষকে ধন্যবাদ।' নির্বাচন কমিশনের কাছে যে তথ্য রয়েছে, সেটি অনুযায়ী মালোগামে হাতে গোনা কয়েকটি পরিবারই থাকে। তবে সোকেলা ছাড়া অন্য সকলে বাকি পোলিং বুথের নথিভুক্ত ভোটার। তাঁকেও অন্য কোনও একটি বুথের ভোটার হিসেবে নথিভুক্ত হতে আর্জি জানানো হয়েছিল। কিন্তু তিনি অন্য কোথাও গিয়ে ভোট দিতে নারাজ। প্রসঙ্গত, ২০১৪ সাল পর্যন্ত ওই পোলিং স্টেশনে দুজন ভোটার ছিলেন। একজন, সোকেলার প্রাক্তন স্বামী জানেলাম তায়াং। কিন্তু পরবর্তীকালে তিনি অন্য পোলিং বুথে নিজের নাম নথিভুক্ত করেন। ফলে এখন ওই পোলিং স্টেশনে একমাত্র ভোটার সোকেলা। জানেলাম এখন আর গ্রামে থাকেন না। মালোগামের সঙ্গে সম্পর্কও বেশ ক্ষীণ তাঁর। এদিনের ভোটপর্বের শিরোনামে তাঁর প্রাক্তন স্ত্রী।
অরুণাচল প্রদেশের চিফ ইলেকটোরাল অফিসার পবন কুমার সইন অবশ্য বললেন, 'সংখ্যা সব কথা বলে না। প্রত্যেক নাগরিক যাতে নিজের অধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাটা আসল। আমরা যে সকলকে নিয়ে চলা এবং সাম্যের আদর্শে বিশ্বাস করি,  সোকেলা তায়াং তারই উদাহরণ।'    


নির্বাচনী কেন্দ্র সম্পর্কে...
যে মালোগাম পোলিং স্টেশনের একমাত্র ভোটারকে ঘিরে এত হইচই, সেটি অরুণাচলের হাউয়ুলিয়াং বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। লোকসভা কেন্দ্র হল অরুণাচল পূর্ব। এবার সেখানে ছ'জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেসের বসিরাম সিরাম এবং বিজেপির তাপির গাওয়ের মধ্যে হওয়ার কথা। তাপির বিদায়ী সাংসদ। ২০১৯ সালে কংগ্রেসের লোওয়াংচা ওয়াংলাতকে হারিয়ে ওই লোকসভা আসনটি জেতেন তিনি।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:বুথে ভুয়ো পোলিং এজেন্ট! ঘাড়ধাক্কা দিলেন পুলিশ পর্যবেক্ষক