নয়াদিল্লি: ফের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন। কংগ্রেস অভিযোগ করেছিল, গত ২৩ এপ্রিল আমদাবাদে ভোট দেওয়ার পর রোড শো করেন মোদি। তবে কমিশন জানিয়ে দিয়েছে, আচরণবিধি ও নির্বাচন সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেননি প্রধানমন্ত্রী। এছাড়া গত ৯ মে কর্ণাটকের চিত্রদুর্গ ও মহারাষ্ট্রের লাতুরে নির্বাচনী জনসভায় নতুন ভোটারদের উদ্দেশে বালাকোটে এয়ারস্ট্রাইকের নায়কদের ভোট উৎসর্গ করার আহ্বান জানান মোদি। এক্ষেত্রেও তাঁকে ক্লিনচিট দিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে মোট আটটি অভিযোগে রেহাই পেলেন মোদি।
আমদাবাদে ভোট দেওয়ার পর বুথ থেকে বেরিয়ে কিছুদূর হেঁটে যান মোদি। তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। এই ঘটনার কথা উল্লেখ করেই তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে কংগ্রেস। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, মোদির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রমাণ মেলেনি। অন্যদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে কংগ্রেস নেতা সলমন খুরশিদকে।
ভোট দেওয়ার পর রোড শো ও রাজনৈতিক মন্তব্যের অভিযোগ কংগ্রেসের, ফের মোদিকে ক্লিনচিট নির্বাচন কমিশনের
Web Desk, ABP Ananda
Updated at:
07 May 2019 12:45 PM (IST)
আমদাবাদে ভোট দেওয়ার পর বুথ থেকে বেরিয়ে কিছুদূর হেঁটে যান মোদি। তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -