অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে আজ বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। মঙ্গলবার তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। পূর্ব ঘোষণা মতো এদিনই তাঁর পদ্মশিবিরে যোগ দেওয়ার কথা।
সূত্রের খবর, আজ বেলা সাড়ে ১২টা নাগাদ বিজেপিতে তিনি যোগ দিতে পারেন। সল্টলেকের বিজেপি অফিসে তাঁর দলে যোগ দেওয়ার কথা। সূত্রের খবর, ১২টায় সল্টলেকে অভিজিতের বাড়িতে যাওয়ার কথা বিজেপির নেতৃত্বের। সূত্রের খবর, অগ্নিমিত্রা পাল তাঁর বাড়িতে গিয়েছেন। বাড়িতে এসে পৌঁছেছেন বিজেপি নেতা সজল ঘোষও। তাঁরাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আসতে পারেন সল্টলেকের বিজেপি অফিসে। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদান অনুষ্ঠানে থাকার কথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং মঙ্গল পান্ডের।
মঙ্গলবার হাইকোর্টে (High Court) গিয়ে বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান। অবসরের ৫ মাস আগে বিচারপতি পদে তাঁর ইস্তফা ঘিরে জল্পনা তৈরি হয়। এরপরই অবসরপ্রাপ্ত বিচারপতি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানান। সূত্রের খবর, লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের তমলুক আসন প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আগেরদিন ইস্তফার পরে সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন, 'বিজেপির কর্মসূচি রূপায়ণ করতেই আমি কাজ করব। তৃণমূলের মতো দুষ্কৃতী দলের সঙ্গে লড়াই করতে পারে বিজেপি।' ৫ মার্চ বিচারপতির পদ থেকে অবসর নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক তোপ দেগেছিলেন তৃণমূলের বিরুদ্ধে।
'বিচারপতি থাকাকালীন বিজেপির সঙ্গে যোগাযোগ, বিচারপতি পদের অবমাননা করেছেন উনি', মন্তব্য শশী পাঁজার।
আরও পড়ুন: নারী দিবস উপলক্ষ্যে আজ পথে মমতা! মোদি-তোপের পর মহিলা ভোটে নজর?