নয়াদিল্লি: প্রায় ১৬ বছর পর ফের একসঙ্গে আমির খান (Aamir Khan) ও দর্শিল সাফারি (Darsheel Safary)। ২০০৭ সালে মুক্তি পায় আইকনিক ছবি 'তারে জমিন পর' (Taare Zameen Par)। দর্শকের মনে এত বছর পরে এখনও টাটকা ঈশান ও নিকুম্ভ স্যারের জুটি। তবে এবার তাঁদের একসঙ্গে সিনেমায় নয়, দেখা গেল এক বিজ্ঞাপনে কাজ করতে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। 


ফের একসঙ্গে দর্শিল-আমির, এবার নয়া রূপে


শিক্ষক-ছাত্র নয়, ১৬ বছর পর তাঁরা ঠাকুর্দা-নাতি। কথা হচ্ছে আমির খান ও দর্শিল সাফারির। দিন কয়েক আগেই একটি পোস্ট শেয়ার করেন দর্শিল। 'তারে জমিন পর' ছবির একটি ছবির সঙ্গে তাঁদের বর্তমান একটি শ্যুটিংয়ের ছবি। যদিও সকলেই আশা করছিলেন নতুন ছবিটি 'সিতারে জমিন পর' ফিল্মের। কিন্তু তা নয়। তবে একসঙ্গে কাজ তাঁরা করলেন। দর্শিল সাফারি ও আমির খানকে একসঙ্গে দেখা গেল একটি এনার্জি ড্রিঙ্কের বিজ্ঞাপনে। যেখানে আমিরের নাতির চরিত্রে রয়েছেন দর্শিল। 


বিজ্ঞাপনের শুরুতে দেখা যাচ্ছে, দাদুর কাছে দুঃখ করে নাতি জানাচ্ছে যে না সে নিজের পছন্দের কলেজে সুযোগ পেয়েছে, না কোনও প্রেমিকা আছে, ইত্যাদি, অর্থাৎ জীবনযাত্রায় সে যেন হেরে যাচ্ছে। এমন দুঃখী অবস্থা থেকে বের করে নাতিকে চাঙ্গা করে তুলতে তাকে একটি বিশেষ পানীয় দেন আমির। সেই পানীয়ের প্রত্যেক চুমুকে পুরনো একাধিক সময়কালে পৌঁছে যায় দর্শিল। প্রত্যেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের লুকে দেখা যায় মিস্টার পারফেকশনিস্টকে। বিজ্ঞাপনের চিত্রনাট্য অনুসারে প্রত্যেকটি চরিত্র তাঁর পূর্বপুরুষ, এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই একটি পানীয়ের ফলেই তাঁরা সমস্ত বাধা বিপত্তি জয় করে এসেছেন। এর আগে বিজ্ঞাপনে আমিরের একাধিক লুকের ঝলক পোস্ট করেছিলেন দর্শিল। দর্শককে তিনি আমিরের মাল্টিভার্সে স্বাগত জানান। 


 






ছবির জন্য না হলেও ফের তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কমেন্টে কেউ লিখলেন, 'বিজ্ঞাপনেই ফিল্মের মতো নিখুঁত সবকিছু।' আবার কেউ লিখলেন, 'আমি তো ভাবলাম সিতারে জমিন পরের ট্রেলার।' দাদু-নাতির এই নয়া জুটি বেশ মনে ধরেছে দর্শকের। 


আরও পড়ুন: Jacqueline Fernandez: মুম্বইয়ে জ্যাকলিন ফার্নান্ডেজের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের কোনও খবর নেই


'সিতারে জমিন পর' প্রসঙ্গে


এর আগে অভিনেতা 'সিতারে জমিন পর' প্রসঙ্গে বলেছিলেন, 'আপনাদের নিশ্চয়ই আমার 'তারে জমিন পর' ছবির কথা মনে আছে এবং এই ছবির নাম হচ্ছে 'সিতারে জমিন পর' কারণ আমরা ওই একই বিষয় নিয়ে প্রায় ১০ ধাপ এগিয়ে কাজ করছি। 'তারে জমিন পর' একটি আবেগঘন ছবি ছিল, এই ছবি আপনাদের হাসাবে। আগের ছবি আপনাদের কাঁদিয়েছিল, এই ছবি মনোরঞ্জন করবে। কিন্তু বিষয়টা একই থাকছে তাই অনেক ভেবেচিন্তে এই নাম রাখা হয়েছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।