কলকাতা : আরও একটা ভোট, আরও একবার ফিরল সেই চেনা ছবি। প্রথম দফাতেই সংঘর্ষ, রক্তপাত, বোমা ! যত কাণ্ড কোচবিহারে, নিজের গড়েই ঘেরাও হলেন উদয়ন গুহ। শিলিগুড়িতে বিজেপি বিধায়ককে গ্রেফতারির চেষ্টা ঘিরে তুলকালাম বেঁধে গেল। গণতন্ত্রের উৎসবে রেহাই নেই ভোটারেরও ! ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কমিশনের কড়াকড়ি সত্ত্বেও বাংলার ভোটে আরও একবার ছড়াল হিংসা। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দাবি, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে। 


তাঁর কথায়, "তিনটি লোকসভা কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট হয়েছে। দু'-একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে।" তাঁর সংযোজন, "ডাবগ্রাম-ফুলবাড়িতে কিছু অভিযোগ ছিল। যে কারণে জেলাশাসক ও পুলিশ ওখানে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নিচ্ছি। আমরা পুরো রিপোর্ট পাওয়ার পর আপনাদের জানাব কী হয়েছিল। তবে, কিছু তর্ক হয়েছিল।"


নিরাপত্তাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, "কোচবিহারে ১১২ কোম্পানি CAPF মোতায়েন ছিল, আলিপুরদুয়ারে  ৬৩ ও জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি। এর পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ১৩ কোম্পানি পুলিশ মোতায়েন ছিল। সবমিলিয়ে ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। এছাড়া রাজ্য পুলিশের ১০,১৫০ কর্মী মোতায়েন ছিলেন।" 


সংক্ষেপে প্রথম দফার ভোটচিত্র-


কারও মাথা ফাটল। কেউ আঘাত পেলেন চোখে। কেউ আবার অল্পের জন্য বেঁচে গিয়ে আতঙ্কে হাউমাউ করে কেঁদে ফেললেন। তৃণমূল-বিজেপির সংঘর্ষ, রাজনৈতিক দলের ক্যাম্প অফিসে ভাঙচুরের ছবিও সামনে এল। সবমিলিয়ে বাংলায় ভোট হিংসার ট্র্যাডিশন অব্যাহত রইল চব্বিশের লোকসভা ভোটের প্রথম দফায়। নিজের খাসতালুকে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন উদয়ন গুহ। অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্য়ায়কে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল।


নিজের খাসতালুকেই মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কেন ? ভোট ঘিরে এদিন অশান্ত হয়ে ওঠে দিনহাটার ভেটাগুড়ি এলাকা। সকালে আক্রান্ত হন দিনহাটা ১(বি)-র তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মন। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপর দিনহাটা থানায় যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে ধর্নায় বসেন তৃণমূল নেতা জয় ঘোষ। এই ঘটনায় বিজেপির পঞ্চায়েত সদস্যকে এই ভেটাগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, এটা উদয়নের জন্য হয়েছে।  


অন্যদিকে, ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে শিলিগুড়ির হাকিমপাড়ায় গেলে, এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্য়ায়কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। এর আগে তাঁকে গ্রেফতারের চেষ্টা ঘিরেও ধুন্ধুমার বাধে...


বুথ দখল করে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।