বিটন চক্রবর্তী , তমলুক : নির্বাচনী বন্ডের (Electoral Bond) মাধ্যমে আয়ে শীর্ষে বিজেপি (BJP News)। কম যায়নি তৃণমূলও (TMC)। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, ইলেকটোরাল বন্ড থেকে অনুদান সংগ্রহে, দেশের মধ্য়ে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। কিন্তু, ইলেক্টোরাল বন্ডের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিল সিপিএম (CPM News)। এরকম একটা বিষয়কে মাথায় রেখেই দলীয় প্রার্থীর প্রচারে অর্থ-দান করলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ভোটের খরচ চালাতে তমলুকের (Tamluk Lok Sabha Constituency) সিপিএম প্রার্থীকে ২০ হাজার টাকা দান করলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। প্রচারে বেরিয়ে এমন দান পেয়ে খুশি সায়ন বন্দ্যোপাধ্যায়।


সোমবার প্রচারে বেরিয়ে যে এমন ঘটনার সাক্ষী হতে হবে তাঁকে, তা তিনি কল্পনাই করতে পারেননি। সোমবার সকালে নন্দকুমারবাজারে প্রচার করবেন তমলুক কেন্দ্রের সিপিএম তথা বামপ্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, রবিবার থেকেই তা প্রায় জানতেন দলের নেতা-কর্মীরা। আর জানতেন নন্দকুমারের বাসিন্দা অশীতিপর চণ্ডীচরণ প্রামাণিক। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অসুস্থতাকে দূরে সরিয়ে রেখে এদিন সায়নের প্রচারে শামিল হন। নির্বাচনী খরচ চালানোর জন্য সায়নের হাতে তুলে দেন ২০ হাজার টাকা।


অশীতিপর বামকর্মী চণ্ডীবাবুর জানান, টিভিতে তিনি দেখেছেন ইলেক্টোরাল বন্ডে বিজেপি-তৃণমূল কত করে টাকা পেয়েছে। কিন্তু তাঁর দল এক টাকাও নেয়নি। এদিকে শিয়রে নির্বাচন। নির্বাচনের খরচ চালানোর জন্য তাই তিনি তাঁর পেনশন থেকে এই টাকা তুলে দিয়েছেন।


ভোটের আবহে নির্বাচনের জন্য় অর্থ নেই বলে আগের দিনই দাবি করেছে সিপিএম। পূর্ব মেদিনীপুরে জনগণের কাছে G- Pay, Ph pay মারফত অনুদান চাওয়া শুরু করেছে বাম শিবির। 


প্রচন্ড আর্থিক সংকট। আর্থিকভাবে নির্বাচন পরিচালনা করা খুব কঠিন। নির্বাচনের আগে ঠিক এইভাবেই বাছা বাছা শব্দ ব্য়বহার করে নিজেদের আর্থিক দুদর্শার কথা জানিয়েছে সিপিএম। শুধু জানায়নি, চেয়েছে অনুদানও। অনুদান চাওয়া হয় G- Pay, Ph pay মারফত। 


নির্বাচনী বন্ড থেকে কোন দল কত পেয়েছে এই নিয়ে যখন তোলপাড় জাতীয় রাজনীতি থেকে রাজ্য় রাজনীতি, সেই আবহে এবার সাধ্য়মত অর্থ দেওয়ার আর্জি নিয়ে কাঁথি এবং তমলুক লোকসভার বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছল সিপিএম।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে