রুমা পাল, কলকাতা: ভোটের দিন নানা প্রান্ত থেকে হিংসা, অশান্তি ও প্রাণহানির খবর শুনেছে রাজ্য়। ভোটের পরও অশান্তির রেশ মেটেনি। এর মধ্যে, রবিবার দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, পঞ্চায়েতে সন্ত্রাস নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে পারেন তিনি। 


কী হতে পারে?
রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের এই দিল্লি-সফর আগে থেকে নির্ধারিত ছিল না। ভোট মিটতেই হঠাৎ তাঁর রাজধানী যাত্রার মধ্যে অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে লাগাতার রক্তপাতের সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। সাধারণ মানুষ যাতে নিজেদের কথা সরাসরি জানাতে পারেন সে জন্য গত মাসে রাজভবনেই পাবলিক পিস রুম খোলেন রাজ্যপাল। খোলা হয় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। একটি ফোন নম্বর দেওয়া হয়। দেওয়া হয় ই মেল অ্যাড্রেসও। রাজভবন সূত্রে খবর মেলে, সেখানে অভিযোগ আসতেই তা পাঠানো হয় রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশনের কাছে। খুনের আশঙ্কা করে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তও। তার পর দার্জিলিঙের জেলাশাসককে পদক্ষেপ নিতে নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন, খবর রাজভবন সূত্রে। শুধু তাই নয়। সংঘর্ষকবলিত বেশ কিছু এলাকা স্বচক্ষে দেখেন রাজ্য়পাল। এতেই শেষ নয়। ভোটের দিনও ব্যারাকপুর থেকে বারাসতের পরিস্থিতি সরেজমিন দেখেছেন তিনি। এই সমস্ত নিয়ে তিনি কি কোনও রিপোর্ট তৈরি করছেন? গত কাল ফেরার পথে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জবাবে রাজ্যপাল জানিয়েছিলেন, সংবাদমাধ্যমকে সে কথা জানানো সম্ভব নয়। তবে যে দ্রুততায় তিনি দিল্লি-সফরে যাচ্ছেন, তাতে রাজনৈতিক মহলের নিশ্চিত ধারণা রিপোর্ট তৈরি করেই রাজধানীর দিকে রওনা দিয়েছেন রাজ্যপাল।  


প্রেক্ষাপট...
ঘটনা হল, এর আগেও অশান্তি ও হিংসা বন্ধে বার বার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এমনকি ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগেও যে রক্তপাত হয়েছে, তা বন্ধ করতে রাজ্যপাল বলেন, 'ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তীতে যে ঘটনা ঘটেছে, তার দায় কার? নির্বাচন কমিশনকে এর জবাব দিতে হবে।' গোটা ঘটনার প্রেক্ষাপটে রাজ্যপালের দিল্লি সফরে অন্য মাত্রা পেয়েছে। আগামীকাল পঞ্চায়েতের বেশ কিছু বুথে পুনর্নির্বাচন হওয়ার কথা। প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান। গত কাল ভোটদানের হার প্রায় ৮১ শতাংশ। 


আরও পড়ুন:নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি, ব্যাপক বোমাবাজি সালারে