নয়াদিল্লি: রক্তস্নাত পঞ্চায়েত ভোট, (Panchayat Election) ভোটের দিন পরপর মৃত্যু। গতকাল দিল্লি (Delhi) গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আজ সন্ধেয় অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক রাজ্যপালের, খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আজ রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন রাজ্যপাল


আচমকা দিল্লি সফর: পঞ্চায়েত ভোট শেষ হতেই আচমকা দিল্লি সফরে চলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত শনিবার পঞ্চায়েত ভোটের দিন উত্তর ২৪ পরগনার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান রাজ্য়পাল। গাড়িতে বসেই শোনেন প্রার্থীদের অভিযোগ। আবার রাজনৈতিক সন্ত্রাসে জখম, নির্দল প্রার্থীর সমর্থককে দেখতে হাসপাতালেও পৌঁছে যান তিনি। এই প্রেক্ষাপটে ভোট শেষ হতেই রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে, ভোট-সন্ত্রাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে পারেন তিনি।


গ্রাউন্ড জিরো থেকে বার্তা : গত ৮ জুলাই ভোটের দিন গ্রাউন্ড জিরো থেকে বার্তা দিয়ে রাজ্য়পাল বলেন। সন্ত্রাসের সঙ্গে কোনও আপস নয়। অশান্তির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এরপর সকাল থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান সিভি আনন্দ বোস। শোনেন বিরোধীদের অভিযোগ। ভোট সন্ত্রাসে জখম, নির্দল প্রার্থীর সমর্থককে দেখতে যান। 


বেলাগাম সন্ত্রাস, মৃত্য়ুমিছিল, মায়ের কান্না, এই না কি রাজনীতি! আরও একটা ভোট। ফের মায়ের চোখে জল। আর এরইমধ্য়ে ভোট দেখতে পথে রাজ্য়পাল। কখনও গাড়িতে বসেই শুনছেন প্রার্থীদের অভিযোগ, কখনও ভোট সন্ত্রাসে জখম রাজনৈতিক কর্মীকে দেখতে ছুটে যাচ্ছেন হাসপাতালে। 


ভোটের দিনের সফর: কখনও আবার কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। রাজ্য়পাল সি ভি আনন্দ বোস এদিন বলেন, 'আমি ফিল্ডে গিয়ে পর্যবেক্ষণ করেছি। আমি মনে করি কোনও লিখিত রিপোর্টের তুলনায় গ্রাউন্ড জিরোর অভিজ্ঞতা সবসময়ই ভাল। এই উদ্বেগের বিষয় নিয়ে আমি প্রশাসনিক সহকর্মীদের কিছু পরামর্শ দেব। ভোটের দিন বুথগুলো সুরক্ষিত, নাকি ভোটাররা আতঙ্কিত, ব্য়ালট বুলেটে পরিণত হচ্ছে কিনা... সেটা বুঝে অ্য়াকশন নেওয়া উচিত।'


শুক্রবারই রাজ্য়পাল জানিয়েছিলেন ভোটের দিন রাস্তায় থাকবেন তিনি।  শনিবার ভোট শুরুর আগে থেকেই রাস্তায় দেখা গেল সিভি আনন্দ বোসকে। ভোটে ভয়ঙ্কর সন্ত্রাস। এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তার পৌনে একঘণ্টা আগে, সোয়া ৬টা নাগাদ রাজভবন থেকে রওনা হন রাজ্য়পাল। 


প্রথমেই যান, উত্তর ২৪ পরগনার বাসুদেবপুর। সেখানে কাউগাছি ১ নম্বর অঞ্চলে, রাজ্য়পালের সামনে একাধিক বিষয় নিয়ে ক্ষোভ উগরে দেন বিরোধী প্রার্থীরা। তাঁদের অভিযোগ, কোনও বুথে সেন্ট্রাল ফোর্সের দেখা নেই। এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। অবাধে ভোট লুঠ করছে শাসকদল। 


এরপর, বাসুদেবপুর থেকে সোজা বারাসাতের কদম্বগাছিতে পৌঁছে যান রাজ্য়পাল। সেখানে পৌঁছে পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর বারাসাত হাসপাতালে ভর্তি রাজনৈতিক সন্ত্রাসে জখম, নির্দল প্রার্থীর সমর্থককে দেখতে যান সিভি আনন্দ বোস। আহতের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। সেখান থেকে রাজভবনে ফিরে এসে, দুপুরে আবার রওনা দেন উত্তর ২৪ পরগনার উদ্দেশে। বসিরহাট থেকে তেঘরিয়া, পঞ্চায়েত ভোটের দিনভর উত্তর ২৪ পরগনার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান রাজ্য়পাল।


আরও পড়ুন: Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি তদন্তে 'সুপ্রিম' স্বস্তি পেলেন না অভিষেক, কলকাতা হাইকোর্টের রায়ই বহাল