নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া থেকে মোরবির ঝুলন্ত সেতু ছিঁড়ে ১৪০ জনের প্রাণহানি, বিধানসভা নির্বাচনের আগে গুজরাতে বিজেপি-র মাথাব্যথার কারণ ছিল একাধিক। কিন্তু বৃহস্পতিবার সকালে ভোটবাক্স খুলতেই সব উড়ে গেল নিমেষে (Gujarat Assembly Election Result 2022)। ফের একবার গুজরাতে শুধুমাত্র ক্ষমতায় ফিরছে না বিজেপি। এ বার কার্যত রেকর্ড গড়ার দিকে এগোচ্ছে তারা। কারণ ইতিমধ্যেই ১৫০টির বেশি আসনে এগিয়ে গিয়েছে তারা। প্রায় চার দশক পর কংগ্রেসের (Congress) রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পথে বিজেপি (BJP)। যে ভাবে এগোচ্ছে তারা, তাতে নয়া রেকর্ড তৈরি হওয়া সময়ের অপেক্ষা।


গুজরাত বিধানসভায় রেকর্ড গড়ার পথে বিজেপি, ভাঙছে কংগ্রেসের ৩৭ বছর আগের রেকর্ড


বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যবন্ত ভোটগণনা যে জায়গায়, তাতে গুজরাতে ১৫০টিরও বেশি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। এতদিন পর্যন্ত গুজরাতে সর্বোচ্চ  ১৪৯ আসনে জিতে সরকারে আসার নজির ছিল কংগ্রেসের মাধবসিংহ সোলাঙ্কির। ১৯৮৫ সাল থেকে সেই রেকর্ড এতদিন অধরা ছিল। এখনও পর্যন্ত যে ভাবে এগোঠন একরকম পাকা। 


আরও পড়ুন: Gujarat Assembly Election Result 2022: টানা ২৭ বছর ক্ষমতায়, মুখ্যমন্ত্রী থেকেছেন মোদি, গুজরাতে আজও কংগ্রেসের এই রেকর্ড ছুঁতে পারেনি বিজেপি


প্রথম বার ১৯৮৯ সালের ডিসেম্বর থেকে ১৯৯০-এর মার্চ, দ্বিতীয় বার ১৯৮০-র জুন থেকে ১৯৮৫-র জুলাই, ১৯৭৬-র ডিসেম্বর থেকে ১৯৭৭-এর এপ্রিল-মোট দফায় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের মাধবসিংহ সোলাঙ্কি (Madhavsinh Solank)। ১৯৮৫ সালের বিধানসভা নির্বাচনে ১৮৩ আসনের বিধানসভায় ১৪৯ আসন জিতে তাঁর সরকার প্রতিষ্ঠিত হয়। 


নরেন্দ্র মোদি, বিজেপি-র সবচেয়ে জনপ্রিয় নেতা পর্যন্ত মাধব সিংহের ওই রেকর্ড ছুঁতে পারেননি। বিভাজনের রাজনীতিকে প্রতিহত করতে ক্ষত্রিয়-হরিজন-আদিবাসী-মুসলিম সমন্বয়ের (খাম) ভাবনা বাস্তবায়িত করেন মাধবসিংহ। কিন্তু তাতে পাটিদাররা কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে বিজেপি-র দিকে ঝুঁকে পড়ে। 


এতদিন পর্যন্ত গুজরাতে বিজেপি-র সর্বাধিক আসন সংখ্যা ছিল ১২৭, ২০০২ সালের দাঙ্গার ঠিক পরই জেতেন মোদি


তবে এতদিন পর্যন্ত গুজরাতে বিজেপি-র সর্বাধিক আসন সংখ্যা ছিল ১২৭, ২০০২ সালে গুজরাত দাঙ্গার ঠিক পরই ওই সংখ্যক আসনে জিতে সরকার গড়েন মোদি। এ বার বিজেপি-র প্রাপ্ত ভোট ৫৫ শতাংশ। কংগ্রেসের ভোট কমে গিয়ে হল ২৭ শতাংশ। আপ পেয়েছে ১৩.৩ শতাংশ ভোট।