নয়াদিল্লি : রাজনীতি ছাড়ছেন বিজেপি সাংসদ হর্ষ বর্ধন (Harsh Vardhan)। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই গতকাল প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় চাঁদনি চক কেন্দ্র থেকে তাঁর নাম নেই । এরপর আজ রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন হর্ষ বর্ধন। 


২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে চাঁদনি চক কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন হর্ষ বর্ধন। দুটি ভোটেই তিনি জয়লাভ করেন। যদিও একই আসনে তৃতীয় বারের জন্য তিনি টিকিট পাননি। ২০১৯ সালে ৫ লক্ষ ১৯ হাজার ৫৫টি ভোট ভোট পান হর্ষ বর্ধন। কংগ্রেসের জয় প্রকাশ আগরওয়ালকে পরাস্ত করেন। যিনি ২ লক্ষ ৯০ হাজার ৯১০টি ভোট পান।


২০১৪ সালে মিলেছিল সাফল্য। সেবার তিনি পান ৪ লক্ষ ৩৭ হাজার ৯৩৮টি ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির আশুতোষ পান ৩ লক্ষ ১ হাজার ৬১৮টি ভোট।


রাজনীতি ছাড়ার কারণ হিসাবে তিনি নিজের শিখরে ফেরার কথা জানিয়েছেন। তিনি একজন বিশিষ্ট ENT বিশেষজ্ঞ। সেই কাজই পুনরায় শুরু করতে চলেছেন কৃষ্ণ নগর এলাকা থেকে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "আমি এগিয়ে চলেছি। এজন্য অপেক্ষা করতে পারছি না। আমাকে কথা রাখতে হবে। ঘুমিয়ে পড়ার আগে আরও অনেক মাইল যেতে হবে। আমার একটা স্বপ্ন আছে। আমি জানি, আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে সর্বদা থাকবে। কৃষ্ণ নগরে আমার ENT ক্লিনিকও আমার প্রত্যাবর্তনের অপেক্ষা করছে।" তিনি জানান, দীন দয়াল উপাধ্যায়ের ভাবাদর্শে দারিদ্র, রোগ ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিতে প্রবেশ করেছিলেন। সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, "৫০ বছর আগে যখন কানপুরে GSVM-এ এমবিবিএসে যোগ দিয়েছিলাম, তখন আমার লক্ষ্য ছিল দরিদ্র ও আর্তদের সাহায্য করে মানবসেবা করার।"