সুনীত হালদার, হাওড়া : গন্ডগোল থামাতে গিয়ে ভয়ঙ্করভাবে আক্রান্ত হলেন বিধায়ক। আর বিধায়ককে বাঁচাতে গিয়ে রডের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরল বিধায়কের দেহরক্ষীর। তিনটি সেলাই নিয়ে গুরুতর আহত অবস্থায় বেসরকারি নার্সিংহোমের ICU তে ভর্তি দেহরক্ষী। ঘটনায় আহত হয়েছেন ১১ জন। এলাকায় উত্তেজনা তুঙ্গে। পরিস্থিতি সামলাতে এলাকা জুড়ে চলছে পুলিশের টহল।
ঘটনাটি ঘটেছে রাতে বাগনান কলেজ মোড়ে। বাগনান থানার বাকসিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সেরে ফিরছিলেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন। তাঁর বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে কলেজ মোড়ে একটি চায়ের দোকানে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সমর্থক চা খাচ্ছিলেন এবং আড্ডা দিচ্ছিলেন । অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয় ।
বিধায়কের দাবি, দুষ্কৃতীরা প্রত্যেকেই সিপিএম আশ্রিত । রড, লাঠি, লোহার চেন প্রভৃতি নিয়ে তাদের উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা । খবর যায় বিধায়কের কাছে । 'এলাকায় শান্তি বজায় রাখতে', খবর পেয়েই বিধায়ক অরুনাভ সেন এবং তার দেহরক্ষী রাজকুমার মাঝি ঘটনাস্থল কলেজ মোড়ে পৌঁছান।
অভিযোগ, পৌঁছানো মাত্রই বিধায়ককে ঘিরে ধরে দুষ্কৃতীরা। বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় বিধায়কের উপর। সেই সময় বিধায়ককে বাঁচাতে গেলে তার দেহরক্ষী রাজকুমার মাঝিকেই দুষ্কৃতীরা রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর শুরু করে। দুষ্কৃতীদের রডের আঘাতে দেহরক্ষীর মাথা ফেটে যায়। দুষ্কৃতীদের মারে দেহরক্ষীর চোখেও আঘাত লাগে গুরুতর।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যায় তৃণমূলের আরও লোকজন । প্রতিরোধের মুখে পড়ে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। আহত হন ১১ জন । এঁদের কারও হাত ভেঙেছে, কারও মাথায় চোট লাগে। কারও শরীরে চোট গুরুতর। কারো আবার পায়ে আঘাত লেগেছে। প্রত্যেককে বাগনান হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়েছে।
বিধায়ক অরুণাভ সেনের দেহরক্ষী রাজকুমার মাঝিকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার মাথায় তিনটি সেলাই করে দেন। পাশাপাশি স্ক্যান করানো হয় । মাথার সঙ্গে সঙ্গে চোখেও মারাত্মক চোট পেয়েছেন তিনি । দেহরক্ষীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।
আরও পড়ুন :
Guru Gochar 2024 : আগামীকালই বৃহস্পতির বড় পরিবর্তন, টাকা পয়সা, সোনা দানার অভাব থাকবে না এই রাশিগুলির