সুনীত হালদার, হাওড়া: প্রচারে বেরিয়ে আহত প্রার্থী। এমনই ঘটনা ঘটল শ্যামপুরের (Shyampur) বাছরী অঞ্চলে। উলুবেড়িয়া লোকসভা (Uluberia Loksabha) কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। এলাকায় দলীয় প্রচার সারছিলেন তিনি। সেই সময় টোটা গাড়ি উল্টে আহত হন তিনি। যদিও চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে। কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর ফের প্রচারে নামেন বিজেপি প্রার্থী (BJP Candidate)। 


সোমবার সকালে নিজের দলের সমর্থকদের ও কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে নেমেছিলেন অরুণ উদয় পাল চৌধুরী। শ্যামপুরের বাছরী অঞ্চলের চন্দনপুর এলাকায় তিনি টোটো করে প্রচার সারছিলেন। বিজেপি সমর্থকদের অভিযোগ যে প্রচারে যেই সময় বেরিয়েছিলেন অরুণ উদয় পাল চৌধুরী, ঠিক সেই সময় তাদের টোটোর সামনে আচমকাই একটি বাইক চলে আসে। সেই সময় টোটাে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পরে যান। টোটােও উল্টে যায়। বিজেপি প্রার্থীকে সেই মুহূর্তে আহত অবস্থায় নিয়ে আসা  হয়েছে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে। তার কলার বোন এবং পাঁজরে চোট পেয়েছে। প্রার্থীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অভয় দাস। তিনি বিজেপির অভিযোগকে অসত্য বলেছেন।


এদিকে ভােটের ময়দানে বারবার সন্দেশখালি ইস্যু মাথা সন্দেশখালিকাণ্ড সামনে আসার পর শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরদারদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে, যা ঘিরে দিনের পর দিন তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এমনকী শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কার্যত স্বীকার করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জমি সংক্রান্ত অভিযোগ নিতে সন্দেশখালিতে ক্যাম্প পর্যন্ত করেছিল প্রশাসন। এরই মধ্যে নির্বাচনের মধ্যেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।  সন্দেশখালির ঘটনা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।  অরূপের পোস্ট করা ভিডিওয় দেখা যায়, সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করছেন, ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ অভিযোগ করানো হয়েছে। এই ভিডিও ঘিরেই এখন তোলপাড় বঙ্গ রাজনীতি।  


গঙ্গাধর কয়াল জানিয়েছেন যে তাঁর মুখ ও কণ্ঠ বিকৃত করা হয়েছে। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ কি সত্যিই বানানো? নেপথ্য়ে বিজেপির রাজনীতি? এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, 'মমতা  বন্দ্যোপাধ্যায় আগে বলুন, সন্দেশখালিতে শেখ শাহজাহান নির্দোষ। উনি আগে বাংলার মানুষকে এই প্রশ্নটার জবাব দিন'।