কলকাতা: রাত পেরোলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ভোটের তাপ গোটা বাংলাজুড়ে। পরিস্থিতির ওপর নজর রাখতে চোখ-কান খোলা রেখেছে এবিপি আনন্দ। সতর্ক থাকুন আপনারাও। এবার ভোটাররাও গণতন্ত্রের প্রহরী। ভোটার-ই Reporter। ভোটের সময়ে, আশেপাশে কোনও ঘটনা ঘটতে দেখলেই নাম, ঠিকানা-সহ ছবি তুলে হোয়াটসঅ্য়াপ করুন 9073930194 নম্বরে। সেই ছবি আমরা দেখাব এবিপি আনন্দে। প্রয়োজনে প্রেরকের নাম-ঠিকানাও গোপন রাখা হবে। 


গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে প্রায় ৭৩ হাজার ৮৮৭ আসনের ভাগ্য় নির্ধারণ করতে, ৬০ হাজারের কিছু বেশি বুথে, লাইনে দাঁড়াবেন ভোটাররা। প্রতিটি জেলার প্রতিটি ভোটকেন্দ্রেই, নজর থাকবে এবিপি আনন্দর রিপোর্টারদের। আপনার এলাকায় গন্ডগোল-হিংসা-ভোটে অনিয়ম দেখলেই, ছবি তুলে, আপনার নাম, ঠিকানা ও বিবরণ-সহ  হোয়াটসঅ্য়াপ করুন 9073930194 নম্বরে। নিজেদের মোবাইল ফোনে সেভ করে নিন এই নম্বর। 9073930194।


রাত পোহালেই মহারণ, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ভোট হবে ৬০ হাজার ৫৯৩টি বুথে । ৬৫২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১০৪৩টি বুথে হচ্ছে না ভোট। ৬১ হাজার ৬৩৬টি বুথের মধ্যে ভোট হবে না ১ হাজার ৪৩টি বুথে। ৬০ হাজারেরও বেশি বুথের মধ্যে মাত্র ৮ শতাংশ স্পর্শকাতর বুথ। মনোনয়ন পর্বজুড়ে বাংলা যে ছবি চাক্ষুষ করেছে, তারপর ভোটের দিন কী হতে পারে তা নিয়ে যথেষ্ট আশঙ্কায় বঙ্গবাসী। যদিও এদিন নিরাপত্তা নিশ্ছিদ্র করতে যে পদক্ষেপের প্রয়োজন ছিল তা যথাযথভাবে নেওয়া হয়নি বলেই মত বিরোধীদের। সবমিলিয়ে আগামীকাল বাংলার পরিস্থিতি কী থাকে সেদিকেই সকলের নজর রয়েছে। 


তবে ভোটের দিন যদি আপনি এমন কোনও ঘটনা দেখেন যা সকলকে জানানো প্রয়োজন, বা অন্যায়ের বিরোধীতা করতে চান, তবে অবশ্যই সেই ছবি ভিডিও ঘটনার বিবরণসহ এবিপি আনন্দের সংশ্লিষ্ট নম্বরে পাঠিয়ে দিন। যদি আপনি নিজের পরিচয় গোপন রাখতে চান, তাহলে সেকথাও উল্লেখ করে দিন পাঠানো ঘটনা এবং বিবরণের সঙ্গে। সে ক্ষেত্রে আপনার নাম-পরিচয় সবটাই গোপন রাখা হবে। 


উল্লেখ্য, ইতিমধ্যেই শেষ মুহূর্তে হাজির হয়েছে বাকি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য়ে আসা মোট ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জেলাওয়াড়ি বণ্টন চূড়ান্ত হয়ে গিয়েছে। দফায় দফায় মুর্শিদাবাদের ঝামেলার খবর প্রকাশ্যে এসেছে। অন্যতম স্পর্শকাতর জায়গার তালিকাতেও রয়েছে এই জেলা। জানা গিয়েছে, সবচেয়ে বেশি ৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মুর্শিদাবাদে। ৩৭ কোম্পানি থাকবে হাওড়ায়, ৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে পূর্ব বর্ধমানে। ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে উত্তর ২৪ পরগনায়, ৩০ কোম্পানি মালদায় । ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে হুগলি, কোচবিহারে। পুরুলিয়া ও উত্তর দিনাজপুরে মোতায়েন থাকবে যথাক্রমে ২৬ ও ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।