কলকাতা: ভোট শেষের এক মাসের মধ্যে দিল্লিতে আন্দোলনের ডাক অভিষেকের (Abhishek Banrjee)। পঞ্চায়েত ভোটের নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার রাজধানীতে গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
দিল্লিতে আন্দোলনের ডাক: এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোট শেষের এক মাসের মধ্যে দিল্লিতে আন্দোলন। প্রয়োজনে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন। মানুষের টাকা ফিরিয়ে আনার দায়িত্ব আমার। দিল্লিতে গিয়ে ১০ লক্ষ লোককে নিয়ে প্রতিবাদ সংগঠিত করবে। আপনারা সাথে থাকুন, টাকা আমি এনে দেব। কারও ক্ষমতা নেই, টাকা আটকাবে। গণতন্ত্রের শেষ কথা সাধারণ মানুষ বলে। ইভিএমের বোতাম টিপে বিজেপিকে বিদায় দিন। আপনারা পিছিয়ে আসবেন না। সেন্ট্রাল ভিস্তা বানিয়েছে, কিন্তু আপনার মাথার উপর ছাদ নেই। মালদায় যদি আরও ২টো আসনে তৃণমূল জিতত, তাহলে ১০০ দিনের টাকা আটকাতো না।''
মালদায় নির্বাচনী প্রচারে গিয়ে এদিন অভিষেক বলেন, "মালদার মানুষের মধ্যে একটা রাস্তা খোলা আছে, দিল্লিতে গিয়ে বলা- এই টাকা আটকে রাখতে পারেন না। ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী ২ বার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে টাকা ছাড়তে বলেছেন, ছাড়েনি। গত ৫ এপ্রিল দিল্লিতে গিয়ে গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করে বলে টাকা ছাড়তে বলেছিলেন, গিরিরাজ আমাদের সঙ্গে দেখা করেননি। প্রদীপ মজুমদার কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠক করেছেন, টাকা আটকে রাখতে পারেন না। আমরা সৌজন্য দেখিয়েছি। আমাদের কাছে দুটো রাস্তা- এক হচ্ছে মোদির পা ধরো, আর দ্বিতীয় দিল্লিতে গিয়ে টাকা আদায়। আপনারা কী চান? পায়ে ধরো না দিল্লি চলো? সেই কারণে আমরা মানুষের পঞ্চায়েত করতে এখানে এসেছি।''
সুজাপুরের জনসভায় দাঁড়িয়ে এদিন বিরোধীদের একসঙ্গে আক্রমণ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "বাংলায় তো জানেন, বিজেপি কংগ্রেস সিপিএমের জোট হয়েছে। বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে বোঝাপড়া করে প্রার্থী দিয়েছে, অনেক জায়গায় ভাগাভাগি করে দিয়েছে। তৃণমূল সর্বত্র দিয়েছে। তৃণমূলের সঙ্গে একমাত্র মানুষের বোঝাপড়া, কোনও রাজনৈতিক নেতার সঙ্গে নয়।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?