নয়াদিল্লি: আপাতত কেন্দ্রে সরকার গঠনের দাবি না জানানোর সিদ্ধান্ত নিল I.N.D.I.A জোট। বিরোধী পক্ষ হিসেবেই নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতা চলবে বলে বুধবার জোটের বৈঠকের পর ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি-র শাসনের ফ্যাসিবাদী শাসনের বিরোধিতা করে যাবে I.N.D.I.A জোট।  (I.N.D.I.A Alliance)


দিল্লিতে খড়্গের বাসভবনে I.N.D.I.A জোটের বৈঠক বসেছিল আজ। নিজে যেতে না পারলেও, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সনিয়া এবং অভিষেককে পাশে নিয়ে খড়্গে বলেন, "অভূতপূর্ব সমর্থনের জন্য ভারতবাসীকে ধন্যবাদ জানাচ্ছে I.N.D.I.A জোট। মানুষের বিজেপি এবং তাদের ঘৃণা ও দুর্নীতির রাজনীতিকে যোগ্য জবাব দিয়েছেন। সংবিধান রক্ষার স্বার্থে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং পুঁজিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রকে বাঁচাতে এই রায় দিয়েছেন মানুষ। মোদি নেতৃত্বাধীন বিজেপি-র ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে I.N.D.I.A জোট।" (Lok Sabha Elections 2024 Result)


এদিন খড়্গে আরও বলেন, "সর্বসম্মতিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করব আমরা। মানুষ বিজেপি-র সরকার চান না। সেই অনুযায়ী, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করব।" এদিনের বৈঠকে উপস্থিত ছিলেব সিপিআইএমএল লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, "ফলপ্রসূ বৈঠক হয়েছে। নির্বাচনে আমাদের সমর্থন করার জন্য, বিজেপি সরকারের বিরোধিতা করার জন্য মানুষকে ধন্যবাদ।"


আরও পড়ুন: Narendra Modi 3.0: 'দেরি করা চলবে না, দ্রুত এগোন', বার্তা নীতীশের, মোদির নেতৃত্বে সরকার গঠনে সায় NDA-র


তামিলনাড়ুর কঙ্গুনাড়ু মক্কল দেসিয়া কাচির সাধারণ সম্পাদক ইআর ঈশ্বরন বলেন, "মানুষ অবশ্যই I.N.D.I.A জোটের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু যথেষ্ট সংখ্য়া নেই আমাদের কাছে। তাই পরিস্থিতি সহায়ক নয়।" উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার নেতা সঞ্জয় রাউতের কথায়, "ফ্যাসিবাদী, সংবিধান ধ্বংসকারী শক্তির বিরুদ্ধে রায় দিয়েছেন মানুষ। মানুষ পরিবর্তন চাইছেন। সঠিক সময়ে এগোব আমরা।"


মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে, তাতে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট পেয়েছে ২৯৩টি আসন। বিজেপি বিরোধী I.N.D.I.A জোট ২৩৩টি আসন পেয়েছে। ৫৪৩ আসনের লোকসভায় একক ভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি বিজেপি। ফলে চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমারদের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। I.N.D.I.A জোটের কাছেও প্রয়োজনীয় আসন নেই। 


নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই তাই বোঝাপড়া, সমঝোতার চেষ্টা শুরু হয় দুই শিবিরেই। বুধবার দিল্লিতে বৈঠকেও বসে দুই পক্ষ। প্রথমে NDA-র বৈঠক হয়। সেখানে মোদির নেতৃত্বে তৃতীয় বার সরকার গঠনে একমত হয় শরিক দলগুলি। শীঘ্রই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের প্রস্তাব জমা দেবে তারা। শনিবার মোদি শপথও নেবেন বলে শোনা যাচ্ছে। 


সেই আবহেই এদিন দিল্লিতে বৈঠকে বসে I.N.D.I.A জোটের শরিকরা। খড়্গে, সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, এমকে স্ট্যালিন, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, প্রিয়ঙ্কা গাঁধী,  শরদ পওয়ার, সীতারাম ইয়েচুরি, সঞ্জয় রাউত, রাঘব চাড্ডারা বৈঠকে বসেন।  সেখানেই আপাতত সরকার গঠনের দিকে না এগনোর সিদ্ধান্ত গৃহীত হয়।


সবিস্তার আসছে