নয়াদিল্লি: নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠনে সিলমোহর NDA বৈঠকে (NDA Meeting in Delhi)। আগামী ৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন NDA প্রতিনিধিরা। রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন। বেশি দেরি না করে, দ্রুত সরকার গঠনের দিকে উচিত বলে বৈঠকে মন্তব্য করেছেন সংযুক্ত জনতা দলের নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লি সূত্রে এমনই খবর সামনে এসেছে। (Narendra Modi 3.0)
লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা দিল্লিতে। একদিকে, বিজেপি নেতৃত্বাধীন NDA জোট সরকার গঠনের দাবি জানানোর প্রস্তুতি নিচ্ছে। অন্য দিকে, পরবর্তী পদক্ষেপ নিয়ে জরুরি আলোচনায় বসেছে বিরোধীপক্ষ I.N.D.I.A জোটও। বুধবার সেই নিয়ে সরগরম রাজধানী। বিরোধীদের বৈঠকের আগেই NDA-র বৈঠক বসে। সেখানেই মোদির নেতৃত্বে তৃতীয় বার সরকার গঠনে সিলমোহর পড়েছে বলে খবর।
NDA-র বৈঠকের পর এদিন সোশ্য়াল মিডিয়ায় অমিত শাহ লেখেন, 'সর্বসম্মতিতে NDA-র নেতা নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। মোদিজির দূরদর্শী নেতৃত্বে গত ১০ বছরে দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং সমাজ কল্যাণের নজির তৈরি হয়েছে। দেশবাসীর আস্থা পেয়ে আবারও দেশের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ NDA'.
আরও পড়ুন: Leader of Opposition: একদশক পর সম্ভব হল, কংগ্রেসকে লোকসভায় বিরোধী দলনেতা বাছার অধিকার দিলেন মানুষ
NDA-র ২১টি সদস্য দলের তরফে যে প্রস্তাব স্বাক্ষরিত হয়েছে, তাতে লেখা হয়, 'আমরা NDA সহযোগীরা, সর্বসম্মতিতে নরেন্দ্র মোদিকে নেতা চয়ন করলাম'। এদিনের বৈঠকে মোদি, নীতীশ, শাহের পাশাপাশি, চন্দ্রবাবু নায়ডু, লাল্লন সিংহ, সঞ্জয় ঝা, একনাথ শিন্ডে-সহ অনেকেই উপস্থিত ছিলেন। শনিবার মোদি তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে খবর।
দিল্লির একটি সূত্র জানিয়েছে, মোদির উদ্দেশে নীতীশ আজ বলেন, "সরকার গঠনে কোনও রকম দেরি করা চলবে না। যত দ্রুত সম্ভব কাজ সেরে ফেলতে হবে আমরা। সবকিছু দ্রুত মেটান।" এদিনই পটনা থেকে দিল্লিতে এসে পৌঁছন নীতীশ। একই বিমানে সওয়ার হওয়ার পাশাপাশি, বিমানে তাঁর পাশেও বসে থাকতে দেখা যায় রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা I.N.D.I.A জোটের অন্যতম জনপ্রিয় নেতা তেজস্বী যাদবকে। শোনা যায়, I.N.D.I.A জোট নীতীশকে আবারও ফেরত পেতে চাইছে। তাই বিমানে একসঙ্গে নীতীশ এবং তেজস্বীকে দেখে গুঞ্জন শুরু হয়। নীতীশ যদিও জানিয়েছেন, তিনি NDA-তেই থাকছেন। তবে আগেও একাধিক বার শিবির বদল করেছেন নীতীশ। তাই সরকার গঠন না হওয়া পর্যন্ত টানটান উত্তেজনার আবহ তৈরি হয়েছে।