NDA vs INDIA Counting Result Live: 'আসল ইস্যু নিয়ে ভোটে লড়েছে কংগ্রেস', সাংবাদিক বৈঠকে বললেন মল্লিকার্জুন খড়্গে

Lok Sabha Poll Result Live: সকাল আটটা থেকে শুরু ভোটগণনা। গণনাকেন্দ্র থেকে প্রতি মুহূর্তের লাইভ আপডেট

ABP Ananda Last Updated: 04 Jun 2024 10:15 PM
Lok Sabha 2024 Result:আগামীকাল দিল্লি আসতে চলেছেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু

আগামীকাল দিল্লি আসতে চলেছেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু

Lok Sabha 2024 Result Live:এনডিএ-র প্রতি আস্থা রাখায় অন্ধ্রপ্রদেশ ও ওডিশার ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এনডিএ-র প্রতি আস্থা রাখায় অন্ধ্রপ্রদেশ ও ওডিশার ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Lok Sabha 2024 Result:তৃতীয় দফায় নতুন সংস্কার করা হবে, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

তৃতীয় দফায় নতুন সংস্কার করা হবে, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Lok Sabha 2024 Result Live:'আমরা প্রথম বার ওডিশায় সরকার গড়তে চলেছি', বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

'আমরা প্রথম বার ওডিশায় সরকার গড়তে চলেছি', বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Lok Sabha 2024 Result:হায়দরাবাদে জয় আসাদউদ্দিন ওয়েইসির

হায়দরাবাদে জয় আসাদউদ্দিন ওয়েইসির

Lok Sabha 2024 Result Live:ইন্ডিয়া জোটের সরকার গড়ার দাবি জানানো উচিত, মত উদ্ধব ঠাকরের

ইন্ডিয়া জোটের সরকার গড়ার দাবি জানানো উচিত, মত উদ্ধব ঠাকরের। 

Lok Sabha 2024 Result:এনডিএ-র প্রতি আস্থা রাখায় অন্ধ্রপ্রদেশ ও ওডিশার ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এনডিএ-র প্রতি আস্থা রাখায় অন্ধ্রপ্রদেশ ও ওডিশার ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Lok Sabha 2024 Result Live:মাণ্ডি থেকে বিজেপির প্রতীকে জিতলেন কঙ্গনা রানাউত 

মাণ্ডি থেকে বিজেপির প্রতীকে জিতলেন কঙ্গনা রানাউত 

Lok Sabha 2024 Result:মথুরা থেকে ফের জয়ী বিজেপি প্রার্থী হেমা মালিনী

মথুরা থেকে ফের জয়ী বিজেপি প্রার্থী হেমা মালিনী

Lok Sabha 2024 Result Live:ওয়েনাডের পাশাপাশি রায়বরেলির মানুষজনকে ধন্যবাদ জানালেন রাহুল গাঁধী

ওয়েনাডের পাশাপাশি রায়বরেলির মানুষজনকে ধন্যবাদ জানালেন রাহুল গাঁধী।  

Lok Sabha 2024 Result:'আসল ইস্যু নিয়ে ভোটে লড়েছে কংগ্রেস', সাংবাদিক বৈঠকে বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে

'আসল ইস্যু নিয়ে ভোটে লড়েছে কংগ্রেস', সাংবাদিক বৈঠকে বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে

Lok Sabha 2024 Result Live: বারামতী থেকে জয়ী সুপ্রিয়া সুলে

বারামতী থেকে জয়ী সুপ্রিয়া সুলে

Lok Sabha 2024 Result:বারাণসীর আসন ধরে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বারাণসীর আসন ধরে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Lok Sabha 2024 Result Live: উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যবধানে জয়ের পথে রাহুল গাঁধী

উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যবধানে জয়ের পথে রাহুল গাঁধী। রায় বরেলি লোকসভা কেন্দ্র থেকে এখনও পর্যন্ত ৩ লক্ষ ভোটে এগিয়ে রাহুল।

Lok Sabha 2024 Result:কেরলের ত্রিশূর আসনে জয় পেল বিজেপি

কেরলের ত্রিশূর আসনে জয় পেল বিজেপি। 

Lok Sabha 2024 Result Live: বিজেপির স্মৃতি ইরানিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন কংগ্রেসের কে এল শর্মা।

আমেঠিতে বড় চমক। বিজেপির স্মৃতি ইরানিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন কংগ্রেসের কে এল শর্মা।

Lok Sabha 2024 Result Live: দিল্লির সবকটি লোকসভা আসনেই এগিয়ে বিজেপি

দিল্লির সবকটি লোকসভা আসনেই এগিয়ে বিজেপি। 

Lok Sabha 2024 Result Live: মধ্যপ্রদেশে স্বস্তিতে BJP, এগিয়ে সব আসনেই

I.N.D.I.A জোটের সঙ্গে তুমুল টক্কর NDA-এর। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে বড়সড় ধাক্কা। কিন্তু মধ্যপ্রদেশে অন্য ছবি। সব আসনেই এগিয়ে বিজেপি।

Lok Sabha 2024 Result Live: নীতিশ কুমারকে উপ প্রধানমন্ত্রীর পদের প্রস্তাব I.N.D.I.A জোটের?

নীতিশ কুমারকে উপ প্রধানমন্ত্রীর পদের প্রস্তাব I.N.D.I.A জোটের। অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার প্রস্তাব

Lok Sabha 2024 Result Live: রায়বরেলিতে রাহুল গাঁধী পেরিয়ে গেলেন সনিয়া গাঁধীর মার্জিনও

রায়বরেলি কেন্দ্রে ২ লক্ষ ২২ হাজার ভোটে এগিয়ে রাহুল গাঁধী। পেরিয়ে গেলেন সনিয়া গাঁধীর মার্জিনও

Lok Sabha 2024 Result Live: উত্তর প্রদেশে প্রবল ধাক্কার মুখে বিজেপি

এনডিএ ৪০০ আসনে জেতার টার্গেট নিয়েছিল। সেখানে এনডিএ এখনও তিনশো পেরোতে পারেনি। এখনও পর্যন্ত ২৯৫টি আসনে এগিয়ে। তার মধ্যে বিজেপি ২৩৯টি আসনে এগিয়ে।

Lok Sabha 2024 Result Live: রামরাজ্য অযোধ্যাতেই পিছিয়ে বিজেপি

উত্তরপ্রদেশে ফৈজাবাদ আসন। এখানেই রয়েছে অযোধ্যা- রাম মন্দির। এই আসনেই বিজেপিকে পিছনে ফেলল সমাজবাদী পার্টি।  

Lok Sabha 2024 Result Live: ইনদওর লোকসভা আসনে দ্বিতীয় স্থানে NOTA

ইনদওর লোকসভা আসনে দ্বিতীয় স্থানে NOTA

Lok Sabha 2024 Result Live: হরিয়ানা ও মহারাষ্ট্রে ধাক্কা, INDIA জোট থেকে পিছিয়ে বিজেপি

হরিয়ানা ও মহারাষ্ট্রে INDIA জোট থেকে পিছিয়ে বিজেপি। 

Lok Sabha 2024 Result Live: এনডিএ-কে জোর টক্কর ইন্ডিয়ার

এনডিএ-কে জোর টক্কর ইন্ডিয়ার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ২৭০ আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৫১ আসনে।

Lok Sabha 2024 Result Live: এগিয়ে রয়েছেন ওম বিড়লা এবং গজেন্দ্র সিংহ শেখাওয়াত

এগিয়ে রয়েছেন ওম বিড়লা এবং গজেন্দ্র সিংহ শেখাওয়াত>

Lok Sabha 2024 Result Live: ওড়িশা হাসি ফোটাল বিজেপির মুখে, এগিয়ে ১৮টি আসনে

লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও ওড়িশায় ২১ টি আসনের ক্ষেত্রে ১৮টি আসনে এগিয়ে বিজেপি। বিজেডি এগিয়ে রয়েছে মাত্র ২টি আসনে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি আসনে। 

Lok Sabha 2024 Result Live: জম্মু-কাশ্মীরে পিছিয়ে ওমর আবদুল্লা

জম্মু-কাশ্মীরে পিছিয়ে ওমর আবদুল্লা।

Lok Sabha 2024 Result Live: উত্তর প্রদেশে নির্বাচনে লড়া স্মৃতি ইরানি-সহ ৬ কেন্দ্রীয় মন্ত্রী পিছিয়ে

উত্তর প্রদেশের বিজেপির ধাক্কা? উত্তর প্রদেশে নির্বাচনে লড়া স্মৃতি ইরানি-সহ ৬ কেন্দ্রীয় মন্ত্রী পিছিয়ে রয়েছেন।

Lok Sabha 2024 Result Live: মহারাষ্ট্রে ৩০টি আসনেই বিজেপি পিছনে ফেলল I.N.D.I.A জোট 

মহারাষ্ট্রে ৩০টি আসনেই বিজেপি পিছনে ফেলল I.N.D.I.A জোট 

Lok Sabha 2024 Result Live: অনন্তনাগ-রাজৌরি আসনে পিছিয়ে পিডিপি প্রধান মেহবুবা মুফতি

অনন্তনাগ-রাজৌরি আসনে পিছিয়ে পিডিপি প্রধান মেহবুবা মুফতি 

Lok Sabha 2024 Result Live: ECI ট্রেন্ড অনুযায়ী ২২৯ আসনে এগিয়ে বিজেপি। I.N.D.I.A জোট এগিয়ে ১৩২ আসনে

ECI ট্রেন্ড অনুযায়ী ২২৯ আসনে এগিয়ে বিজেপি।  I.N.D.I.A জোট এগিয়ে ১৩২ আসনে

Lok Sabha 2024 Result Live: রায়বরেলি আসনে ২৮ হাজার ভোটে এগিয়ে রাহুল গাঁধী।

রায়বরেলি আসনে ২৮ হাজার ভোটে এগিয়ে রাহুল গাঁধী।

Lok Sabha 2024 Result Live: এগিয়ে রয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি, অমেঠিতে পিছিয়ে স্মৃতি ইরানি

এগিয়ে রয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। অমেঠিতে ২০ হাজার ভোটে পিছিয়ে স্মৃতি ইরানি

Lok Sabha 2024 Result Live: অমেঠি আসনে পিছিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি 

অমেঠি আসনে পিছিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি 

Lok Sabha 2024 Result Live: এখনও পর্যন্ত ৩১৫টি আসনে এগিয়ে এনডিএ

এখনও পর্যন্ত ৩১৫টি আসনে এগিয়ে এনডিএ। ২০৭ আসনে এগিয়ে I.N.D.I.A 

Lok Sabha 2024 Result Live: এগিয়ে থাকা আসনের নিরিখে উত্তর প্রদেশে বিজেপিকে পিছনে ফেলল সমাজবাদী পার্টি

এগিয়ে থাকা আসনের নিরিখে উত্তর প্রদেশে বিজেপিকে পিছনে ফেলল সমাজবাদী পার্টি। কংগ্রেস এগিয়ে ৭টি আসনে।

ECI তথ্য অনুযায়ী বারাণসীতে পিছিয়ে গেলেন নরেন্দ্র মোদি

ECI তথ্য অনুযায়ী বারাণসীতে পিছিয়ে গেলেন নরেন্দ্র মোদি

Lok Sabha 2024 Result Live: বিজেপি এগিয়ে ১৬৮ আসনে, কংগ্রেস এগিয়ে ৬৫ আসনে

বিজেপি এগিয়ে ১৬৮ আসনে, কংগ্রেস এগিয়ে ৬৫ আসনে। সমাজবাদী পার্টি এগিয়ে ৩৩ আসনে।

Lok Sabha 2024 Result Live: উত্তরপ্রদেশে ২৬টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি

ECI ওয়েবসাইটের তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশে ২৬টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। বিজেপি এগিয়ে ২২টি আসনে। কংগ্রেস এগিয়ে ৬টি আসনে।

Lok Sabha 2024 Result Live: প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী কড়া টক্কর NDA ও I.N.D.I.A জোটের

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী কড়া টক্কর NDA ও I.N.D.I.A জোটের। এখনও ২৫৮টি আসনে এগিয়ে এনডিএ, ২৩০টি আসনে এগিয়ে  I.N.D.I.A জোট।

Lok Sabha 2024 Result Live: কেরলে ২টি আসনে এগিয়ে CPIM প্রার্থী

কেরলে ২টি আসনে এগিয়ে CPIM প্রার্থী

Lok Sabha 2024 Result Live: প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে থাকা আসনের নিরিখে ম্যাজিক ফিগার ছুঁল NDA

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে থাকা আসনের নিরিখে ম্যাজিক ফিগার ছুঁল NDA

Lok Sabha 2024 Result Live: গাঁধীনগর কেন্দ্র থেকে ৮০ হাজার ভোটে এগিয়ে অমিত শাহ

গাঁধীনগর কেন্দ্র থেকে ৮০ হাজার ভোটে এগিয়ে অমিত শাহ

Lok Sabha 2024 Result Live: এগিয়ে গেলেন পীযূষ গোয়েল

 এগিয়ে গেলেন পীযূষ গোয়েল

Lok Sabha 2024 Result Live: দিল্লির সাতটি লোকসভা আসনেই এগিয়ে বিজেপি

দিল্লির সাতটি লোকসভা আসনেই এগিয়ে বিজেপি।

Lok Sabha 2024 Result Live: হায়দরাবাদ কেন্দ্র থেকে AIMIM-এর প্রার্থী আসাদউদ্দিন ওয়েইসি ৬০০০ ভোটে এগিয়ে

হায়দরাবাদ কেন্দ্র থেকে AIMIM-এর প্রার্থী আসাদউদ্দিন ওয়েইসি ৬০০০ ভোটে এগিয়ে

Lok Sabha 2024 Result Live: হিমাচল প্রদেশে মান্ডি লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত 

হিমাচল প্রদেশে মান্ডি লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত 

Lok Sabha 2024 Result Live: এখনও পর্যন্ত NDA এগিয়ে ২৩০ আসনে, I.N.D.IA জোট এগিয়ে ১২০ আসনে

এখনও পর্যন্ত NDA এগিয়ে ২৩০ আসনে। I.N.D.IA জোট এগিয়ে ১২০ আসনে। 

Lok Sabha 2024 Result Live: এগিয়ে মোদি, রাজনাথ, অমিত শাহ

এগিয়ে মোদি, রাজনাথ, অমিত শাহ, অনুরাগ ঠাকুর। পিছিয়ে রয়েছেন মিসা ভারতী

Lok Sabha 2024 Result Live: মুর্শিদাবাদে এগিয়ে মহম্মদ সেলিম

মুর্শিদাবাদে এগিয়ে মহম্মদ সেলিম। 

Lok Sabha 2024 Result Live: ২০০-এরও বেশি আসনে এগিয়ে রয়েছে NDA

গোনা হচ্ছে পোস্টাল ব্য়ালট। ২০০-এরও বেশি আসনে এগিয়ে রয়েছে NDA

Lok Sabha 2024 Result Live: সারা দেশের ভিত্তিতে এখনও পর্যন্ত ৩২টি আসনে এগিয়ে বিজেপি, NDA এগিয়ে ১৪১ আসনে

সারা দেশের ভিত্তিতে এখনও পর্যন্ত ৩২টি আসনে এগিয়ে বিজেপি। ৩টি আসনে এগিয়ে কংগ্রেস। 

Lok Sabha 2024 Result Live: এখনও পর্যন্ত ১০০টি আসনে এগিয়ে NDA, বিরোধী জোট এগিয়ে ৬১ আসনে

এখনও পর্যন্ত ১০০টি আসনে এগিয়ে NDA, বিরোধী জোট এগিয়ে ৬১ আসনে 

Lok Sabha 2024 Result Live: এখনও পর্যন্ত ১০০টি আসনে এগিয়ে NDA, বিরোধী জোট এগিয়ে ৬১ আসনে

এখনও পর্যন্ত ১০০টি আসনে এগিয়ে NDA, বিরোধী জোট এগিয়ে ৬১ আসনে 

Lok Sabha 2024 Result Live: রায়বরেলিতে এগিয়ে রাহুল গাঁধী, নাগপুরে এগিয়ে নীতিন গডকরী

রায়বরেলিতে এগিয়ে রাহুল গাঁধী। নাগপুরে এগিয়ে নীতিন গডকরী। 

Lok Sabha 2024 Result Live: ৩০টি আসনে এগিয়ে এনডিএ, ৫০ টি আসনে এগিয়ে বিরোধী জোট

সারা দেশের মধ্যে এখনও পর্যন্ত ৭টি আসনে এগিয়ে বিজেপি, ৩ আসনে এগিয়ে কংগ্রেস। ৩০টি আসনে এগিয়ে এনডিএ। ৫০ টি আসনে এগিয়ে বিরোধী জোট।  

Lok Sabha 2024 Result Live: শুরু হয়েছে পোস্টাল ব্য়ালট গণনা, এগিয়ে থাকা আসন সংখ্যার নিরিখে এগিয়ে I.N.D.I.A

শুরু হয়েছে পোস্টাল ব্য়ালট গণনা। এনডিএ এখনও এগিয়ে ১৭টি আসনে। I.N.D.I.A জোট এগিয়ে ২৮টি আসনে।

Lok Sabha 2024 Result Live: মসনদে কে? তৃতীয়বার মোদি সরকার? নাকি ইন্ডিয়া জোটের বাজিমাত?

মসনদে কে? তৃতীয়বার মোদি সরকার? নাকি ইন্ডিয়া জোটের বাজিমাত? সকাল ৮টা থেকে ভোট গণনা। সব খবর সবার আগে লাইভ আপডেট দেখতে চোখ রাখুন- 


 

Lok Sabha 2024 Result Live: পাটনা থেকে রাজস্থান- লাড্ডু তৈরিতে ব্য়স্ত বিজেপি কর্মীরা

নানা রাজ্যে বিজেপি শিবিরে তুঙ্গে দেখা গিয়েছে প্রস্তুতি। কোথাও আগেভাগে উৎসবের আমেজ, কোথাও আবার তৈরি হচ্ছে মিষ্টি। পাটনায় তৈরি হয়েছে ৪০০ কেজি লাড্ডু।

Lok Sabha 2024 Result Live: লোকসভা নির্বাচনে গণনার আগে পাটনায় জারি হল ১৪৪ ধারা

লোকসভা নির্বাচনে গণনার আগে পাটনায় জারি হল ১৪৪ ধারা।

Narendra Modi: আর কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছবেন নরেন্দ্র মোদি

আর কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছবেন নরেন্দ্র মোদি। এবারও বারাণসী থেকে নির্বাচনে লড়ছেন মোদি।

Lok Sabha Result Update: দেশজুড়ে সব গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা

দেশজুড়ে সব গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা। সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা।

Narendra Modi: এবার বিজেপি জিতলে নেহরুকে ছোঁবেন মোদি, কী রেকর্ড গড়বেন?

তৃতীয় দফায় প্রধানমন্ত্রিত্বের জন্য লক্ষ্য নরেন্দ্র মোদির। যদি এবার বিজেপি জয় পায়, তাহলে মোদিই জওহরলাল নেহরুর পরে একমাত্র প্রধানমন্ত্রী হবেন যিনি পরপর তিনবার নির্বাচন জিতবেন।

Lok Sabha Result Live: বিজেপি ৪০০ পার? না কি I.N.D.I.A জোট ২৯৫? আজই মিলবে উত্তর

বিজেপি ৪০০ পার? না কি I.N.D.I.A জোট ২৯৫? আজই মিলবে উত্তর। ৮টা থেকে শুরু ভোটগণনা।

Lok Sabha Poll Result: কঙ্গনা থেকে হেমা! আজ একাধিক তারকা প্রার্থীর ভাগ্যপরীক্ষা

আজ সারা দেশে একাধিক তারকা প্রার্থীর ভাগ্যগণনা। কঙ্গনা রানাউত থেকে মনোজ তিওয়ারি, শত্রুঘ্ন  সিনহা থেকে ইউসুফ পাঠান। হেমা মালিনি, অরুণ গোভিল, রবি কিষাণ, দীনেশ লাল যাদবের ভাগ্য পরীক্ষা আজ। বাংলায় দেব-হিরণ, লকেট-রচনার মুখোমুখি লড়াই। আজ ভাগ্যপরীক্ষা জুন মালিয়া, শতাব্দী রায়ের ভাগ্যপরীক্ষাও।

Lok Sabha Election Result Live: আগামী পাঁচ বছর দিল্লির মসনদে বসতে চলেছে কোন দল? আজই মিলবে উত্তর

আগামী পাঁচ বছর দিল্লির মসনদে বসতে চলেছে কোন দল? দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ক'টি কার দখলে যাবে? জানা যাবে এবার। আর কিছুক্ষণেই শুরু লোকসভা নির্বাচনের ভোটগণনা।

প্রেক্ষাপট

আজ লোকসভা ভোটের (Lok Sabha Election Result) ফলপ্রকাশ। দেশের ৫৪৩টি আসনের ফল জানা যাবে আগামীকাল। সকাল ৮টা থেকে খোলা শুরু হবে ইভিএম। রাজ্যে ৪২টি আসনে ভোট গণনা (Lok Sabha Poll Result ) হবে ৫৫টি গণনা কেন্দ্রে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম (EVM Counting)। সারা দেশেই নিয়ম মেনে ত্রুটিবিহীন ভাবে ভোটগণনার প্রস্তুতি নেওয়া হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তা।


ভোটগ্রহণের মতো ফলাফল প্রকাশের দিনও অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভোটগণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি চালানো হচ্ছে নজরদারিও। নির্বাচনী প্রক্রিয়া ভালোভাবে মিটে যাওয়ার পর এখন পাখির চোখ হিসেবে গণনার বিষয়টির উপরই নজর রাখছে তারা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.