কলকাতা: এই বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024 results) জলপাইগুড়ি (Jalpaiguri Lok Sabha Election) লোকসভা আসনে জয় পেল বিজেপি। ৮৬ হাজার ৬৯৩ ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হলেন বিজেপির প্রার্থী জয়ন্ত রায়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়। তৃতীয় স্থানে সিপিআইএমের দেবরাজ বর্মণ।


বিজেপির প্রার্থী জয়ন্ত কুমার রায়ের প্রাপ্ত ভোট ৭ লক্ষ ৬৬ হাজার ৫৬৮। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর ভোটের ব্য়বধান ৮৬৬৯৩। তৃণমূলের নির্মল চন্দ্র রায়ের প্রাপ্ত ভোট ৬ লক্ষ ৭৯ হাজার ৮৭৫ ভোট। সিপিএমের দেবরাজ বর্মণের প্রাপ্ত ভোট ৭৪ হাজার ৯২। 


এই আসন গতবছর গিয়েছিল বিজেপির দখলে। বিদায়ী সাংসদ জয়ন্ত রায়কে এবারেও টিকিট দিয়েছিল বিজেপি। বাম-কংগ্রেস জোট ভরসা রেখেছিল তরুণ মুখ দেবরাজ বর্মনের উপর। তৃণমূল ভরসা রেখেছিল স্থানীয় মুখ হরেকৃষ্ণ সরকারের উপর। বাংলায় যখন বিজেপি জমি হারাল। একের পর এক তারকা প্রার্থী হেরে গেলেন। তখন পুরনো আসন পুরনো প্রার্থীকে রেখে জয় পেল বিজেপি। 


এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা- ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম ফুলবাড়ি, মাল, নাগরাকাটা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে শেয়ার বাজারে বিপুল ধস