মান্ডি : লোকসভা নির্বাচনের জন্য় বিজেপির পঞ্চম দফার প্রার্থী তালিকা বেরিয়েছে গত ২৪ মার্চ। তার মধ্য়ে রয়েছে নানা চমক। গেরুয়া শিবিরের তালিকায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নাম আসার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না। বিতর্কিত মন্তব্য, আক্রমণাত্মক সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বহু সময়ই শিরোনামে থাকেন কঙ্গনা। এবার লোকসভা ভোটের প্রার্থী হওয়ার পরই ফের বিতর্ক তাঁর মন্তব্যে । 


রবিবার মান্ডি থেকে বিজেপি প্রার্থী হিসাবে কঙ্গনার নাম ঘোষণা হওয়ার পরেই কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টে কঙ্গনার একটি খোলামেলা পোশাক পরিহিত ছবি দেন সুপ্রিয়া। পরে অবশ্য পোস্টটি মুছেও দেন তিনি। তবে সুপ্রিয়ার সেই পোস্টটির স্ক্রিন শট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষুরধার প্রত্তুত্তর দেন কঙ্গনা। এই তর্ক-বিতর্ক মনে করিয়ে দিচ্ছে ২০১৯ সালে কংগ্রেস প্রার্থী ঊর্মিলা মাতন্ডকরকে নিয়ে করা কঙ্গনা রানাউতের একটি মন্তব্য । 






সে সময় কঙ্গনা বলেছিলেন, 'ঊর্মিলা একজন সফট পর্ন তারকা। তিনি নিশ্চিতভাবে অভিনয়ের জন্য পরিচিত নন, তিনি কিসের জন্য পরিচিত? সফট পর্ন করার জন্য। তিনি যদি টিকিট পেতে পারেন তবে আমি কেন টিকিট পাব না?' পাল্টা জবাব দিয়েছিলেন ঊর্মিলাও। তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন।  পরে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন ঊর্মিলা। ২০২০ সালে শিবসেনায় যোগদান করেন। 


সেই সময় যদিও কঙ্গনার মন্তব্যের বিরোধিতা করে ঊর্মিলার পক্ষ নিয়েই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিল বলিউডের একাংশ। অভিনেত্রী স্বরা ভাস্কর ২০২০ সালে ঊর্মিলার প্রশংসা করে লেখেন, 'মাসুম, চমৎকার, রঙ্গিলা, জুদাই, দাউদ, সত্য, ভূত, কৌন, জঙ্গল, পেয়ার তুনে কেয়া কিয়া, পিঞ্জাজেব-এ আপনার অসামান্য অভিনয়ের কথা মনে পড়ছে।'  চলচ্চিত্র নির্মাতা অনুভব সিনহাও টুইট করে প্রশংসা করেন ঊর্মিলার। আর এবার ঊর্মিলাকে আক্রমণ করা কঙ্গনাই নির্বাচনে লড়ছেন। আর তাঁর উদ্দেশে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। আর তা নিয়েই চলছে জলঘোলা। 


দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদি ও বিজেপির ঘোষিত সমর্থক,ফ্য়ান, এবং কংগ্রেসের কট্টর সমালোচক কঙ্গনা। কখনও গান্ধীজি সম্পর্কে বিতর্কিত মন্তব্য়, কখনও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দুর্বল মস্তিষ্ক আখ্য়া দেওয়া, ১৯৪৭ সালে নয়....২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরই ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে বলে বোঝানোর চেষ্টা করে  করে আলোচনায় থেকেছেন  কঙ্গনা।  রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিতও ছিলেন  কঙ্গনা।  শেষ অবধি কঙ্গনা রানাওয়াতকে প্রার্থী করল বিজেপি। তাঁর জন্মভিটে হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনাকে প্রার্থী করল বিজেপি। এখন দেখার, মান্ডি হিমাচলের মাটির কন্যাকে আপন করে নেয় কি না।