কলকাতা: আজ কলকাতা পুরসভায় (Municipality Corporation) ভোট। শহরজুড়ে চলছে কড়া নজরদারি। ভোটের আগে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner)। কমিশন সূত্রে খবর, ভোটের বিষয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দিতে বলা হয়েছে পুলিশের দুই শীর্ষ কর্তাকে। 


সাড়ে ২৩ হাজার পুলিশ। নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট। ভোট নজরদারিতে উন্নত প্রযুক্তির ব্যবহার। এলাকায় এলাকায় রুটমার্চ। নাকা তল্লাশি। স্পেশাল ক্যুইক রেসপন্স টিমের নজরদারি। রবিবার মহানগরে মহারণের আগে কলকাতাজুড়ে (Kolkata ) আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করল রাজ্য নির্বাচন কমিশন।


শনিবার, রাজ্য নির্বাচন কমিশনারের (State Commissioner) সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কমিশন সূত্রে খবর, ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য DGP ও CP-কে নির্দেশ দেওয়া হয়েছে।


রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর,৪ হাজার ৯৫৯ টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬। এর মধ্যে চিনাপাড়া, পার্কস্ট্রিট, ধাপা ও লাগোয়া এলাকা নিয়ে গঠিত ৭ নম্বর বরোয়, সবচেয়ে বেশি, ২৫০টি  উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। 


অন্যদিকে সবচেয়ে কম উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে বেহালা, তারাতলা-সহ আশেপাশের এলাকা নিয়ে গঠিত ১৩ নম্বর বরোয়। সেখানে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ২২। রবিবার কলকাতা পুরসভার ভোটে মোতায়েন থাকছে সাড়ে ২৩ হাজার পুলিশ। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী।


তার মধ্যে ১০ জন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন ৭১ জন। পাশাপাশি এবারের পুরভোটে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে কমিশন। শনিবার শহরের একাধিক জায়গায় রুটমার্চ করে পুলিশ।


তল্লাশি চলে একাধিক হোটেলেও। খতিয়ে দেখা হয় রেজিস্টার।পুরভোটের নিরাপত্তায় নাকা তল্লাশির জন্য ৫০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ভোটের দিন শহরের ২০০টি জায়গায় থাকছে পুলিশ পিকেট। জলপথেও রিভার পেট্রোলিং চলবে ৬ জায়গায়। RFS ও RT মোবাইল দিনে-রাতে মিলিয়ে থাকবে ৭২টি। HRFS থাকবে ৩৫টি। থাকবে ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম। 


শহরে ঢোকার বিভিন্ন পয়েন্ট ও গুরুত্বপূর্ণ এলাকায় চলছে নাকা তল্লাশি। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে বিধাননগর ও হাওড়া কমিশনারেট, বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে।