KMC Election Result 2021 Live: রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল, কে হাসবে শেষ হাসি?

Kolkata Municipal Election Result 2021 Live Updates: কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি। হাইকোর্টের নির্দেশে স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রেও রয়েছে সিসি (cctv) ক্যামেরার নজরদারি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Dec 2021 06:15 PM

প্রেক্ষাপট

কলকাতা: রাত পোহালেই কলকাতা পুরভোটের (kmc election 2021) ফল ঘোষণা। কড়া নিরাপত্তায় (security) মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলি। হাইকোর্টের নির্দেশে স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রেও রয়েছে সিসি ক্যামেরার (cctv) নজরদারি।পরীক্ষা শেষ।...More

KMC Election Result 2021: বিজয় উৎসবে নেই কমিশনের নিষেধাজ্ঞা

কাল পুরভোটের গণনা, বিজয় উৎসবে নেই কমিশনের নিষেধাজ্ঞা।