KMC Election Result 2021 Live: বিরোধী-শাসক দলের ব্যবধান কয়েক যোজন, পুরভোটের ফলাফলে প্রমাণিত: পার্থ
KMC Election Result 2021 Live Updates: পুরভোটে বড় ধাক্কা খেল বিজেপি। ভোট প্রাপ্তির নিরিখে বামেরা ওপরে এল। জেনে নিন পুরভোটের রেজাল্টের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
কলকাতার পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার অন্যতম চমক ছিল হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়কের আত্মীয়দের প্রার্থী হওয়া।
এবার প্রাপ্ত ভোটের হারে, বিজেপিকে টেক্কা দিল বামেরা। এমনকী, একা সিপিএমের প্রাপ্ত ভোটের হারও বিজেপির থেকে বেশি।
কলকাতা পুরভোটে ঝড় তুলল তৃণমূল। ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতেই জিতল ঘাসফুল শিবির। বিজেপির ঝুলিতে গেল তিনটি আসন। বাম-কংগ্রেস দু’টি করে আসনে এবং নির্দলরা তিনটি আসনে জিতেছে। প্রাপ্ত ভোটের হারের নিরিখে বিজেপিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। কলকাতা পুরভোটে তৃণমূল একাই পেল ৭২% ভোট। মাটি হারিয়ে বিজেপির ভোট নামল ৯ শতাংশে। কিছুটা ঘুরে দাঁড়িয়ে বামেরা পেল ১২% ভোট। কংগ্রেস পেল ৪% ভোট
কলকাতা পুরসভার ইতিহাসে নজিরবিহীন জয়। একশো চৌত্রিশটা আসনে জেতা শুধু নয়, বিধানসভা ভোটে কলকাতা পুর-এলাকায় তৃণমূলের পাওয়া একষট্টি শতাংশ ভোট, ছ’মাসের মধ্যে পৌঁছে গেল বাহাত্তর শতাংশে। আর পাশাপাশি অবশ্যই বলতে হবে যেটা, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখে বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিল বামেরা। আবার পঁয়ষট্টিটা ওয়ার্ডে যেখানে বামেরা দ্বিতীয় স্থানে, সেখানে বিজেপি মাত্র সাতচল্লিশটায়। বিধানসভা ভোটের নিরিখে, কলকাতায় বিজেপির পাওয়া উনত্রিশ শতাংশ ভোট, পুরভোটে কমে দাঁড়াল মাত্র নয় শতাংশে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের ট্রেন্ড স্পষ্ট হতেই কালীঘাটে তৃণমূল কর্মীদের বিজয়োত্সব। সাউন্ড বক্স বাজিয়ে গানের তালে নাচ। চলল আবীর খেলা, মিষ্টি বিলি
ফিরহাদ হাকিম, অতীন ঘোষ থেকে দেবাশিস কুমার, মালা রায়। ‘এক ব্যক্তি এক পদ’ নীতি থেকে কার্যত সরে গিয়ে ৬ বিধায়ক ও এক সাংসদকে পুরভোটে প্রার্থী করেছিল তৃণমূল। দিনের শেষে জিতলেন সকলেই।
দলের আগামী প্রজন্মকে সামনে আনার লক্ষ্যে একঝাঁক নতুন মুখকে প্রার্থী করেছিল তৃণমূল। মঙ্গলবার ভোটের ফল বেরোতে দেখা গেল, জীবনের প্রথম নির্বাচনী পরীক্ষায় একেবারে লেটার মার্কস পেয়ে পাশ করেছেন প্রত্যেকেই।
কলকাতা পুরসভায় ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তৃণমূলের ৭জন প্রার্থী। ৮০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তৃণমূলের ২৬জন প্রার্থী। ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তৃণমূলের ৪২জন প্রার্থী। ৯৩ শতাংশ ভোট পেয়েছেন তৃণমূলের ৩৫, ১৪২ ওয়ার্ডের প্রার্থী। তৃণমূলের জয়জয়কার
বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়ার পরে, কংগ্রেসের কাছে ছোট লাল বাড়ির লড়াই ছিল অস্তিত্ব রক্ষার। মাটি কামড়ে পড়ে থেকে শেষপর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনলেন কংগ্রেসের ২ পোড় খাওয়া প্রার্থী।
কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হলেন কংগ্রেসের ২ প্রার্থী। ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন ওয়াসিম আনসারি।
কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রি। তবে তারইমধ্যে ছাপ ফেললেন কয়েকজন নির্দল প্রার্থী। ৩টি ওয়ার্ডে নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন ৩ কন্যা। ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ। ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর। এবং ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কানিজ জিতলেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে।
কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। জয়ের পর এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী দিনে পুরসভার কাজ নিয়ে রিপোর্ট কার্ড তৈরির পথে হাঁটতে চলেছেন তাঁরা। এর আগে গঙ্গাপাড়ের পুরযুদ্ধ অনুষ্ঠানে, একই দাবি তুলেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তী।
২০১০ সালের কলকাতা পুরভোটে তিনটি আসনে জিতেছিল বিজেপি। এক দশক পর তারা আবার ফিরে গেল সেই জায়গায়। কিন্তু, এর কারণ কী? তাহলে মোদি-মমতা আঁতাঁতের অভিযোগের জেরেই, কি তৃণমূল-বিরোধী ভোট সিপিএমের দিকে ফিরছে? তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।
৩৬ বছর পর ৯৮ নম্বর ওয়ার্ডে বাম দূর্গের পতন। জয়ী হলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বিজয়ী হয়ে বিনয়ী থাকব। জয়ের পর অরূপ বিশ্বাসকে পাশে নিয়ে মন্তব্য অরূপ চক্রবর্তীর।
নেতাজিনগরে ডিওয়াইএফআইয়ের কার্যালয় দখলের অভিযোগ। কার্যালয় দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অফিসে টাঙানো হয় তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার। নেতাজিনগর বাস্তুহারা সমিতির দফতর দখলের অভিযোগ। বাস্তুহারা সমিতির দফতরের ছাদে তোলা হল তৃণমূলের পতাকা। বাস্তুহারা সমিতির দফতর দখলের অভিযোগ ওড়ালেন অরূপ বিশ্বাস
‘বাস্তুহারা অফিসের নামে সিপিএমের পার্টি অফিস চলছিল, এখন এখানে বাস্তুহারা সমিতিরই কাজ হবে' বললেন অরূপ বিশ্বাস
বিরোধীদের সঙ্গে শাসক দলের ব্যবধান কয়েক যোজন। কলকাতা পুরভোটের ফলাফল সেটাই প্রমাণ করল। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে একযোগে নিশানা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।
শোভন চট্টোপাধ্যায়ের ১৩১ নম্বর ওয়ার্ডে রেকর্ড ভোটে জিতলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। জয়ের ব্যবধান ১০ হাজার ২০৬। দেখিয়েদিলাম, স্ট্যান্ড করেছি। জয়ের পর, প্রতিক্রিয়া রত্না চট্টোপাধ্যায়ের।
তৃণমূল নেতৃত্বের সঙ্গে দলে ফেরার ব্যাপারে আগেই কথা হয়েছে। দাবি ১৪১ নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থী পূর্বাশা নস্করের।
কলকাতায় শান্তিপূর্ণ নির্বাচন হলে ১০ থেকে ১২টি ওয়ার্ড পেত কংগ্রেস। প্রতিক্রিয়া অধীর চৌধুরীর
কলকাতার পরবর্তী মেয়র কে? সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাস হলে বৈঠকে বসবে তৃণমূল, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুরভোটের পরীক্ষায়, তৃণমূলের রিপোর্ট কার্ডে ঢালাও নম্বর দিয়েছে কলকাতাবাসী। এবার পুরভোটে জিতে আসার পর, কলকাতা পুরসভার কাজ নিয়ে, রিপোর্ট কার্ড তৈরির পথে হাঁটতে চলেছে তৃণমূল। মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল প্রকাশের পরই, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, একথা জানালেন ফিরহাদ হাকিম।
কলকাতা পুরভোটে জয়ের পরই সেলিব্রেশন মুডে ৮২ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। সন্ধে নামতেই সপরিবারে বেরিয়ে পড়লেন হুড খোলা বাসে
পুরভোটে ৬২ হাজারেরও বেশি ভোটে জিতে রেকর্ড করলেন ফৈয়াজ আহমেদ খান। মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ লড়েছেন ৬৬ নম্বর ওয়ার্ড থেকে।
নেতাজি ইন্ডোর গণনাকেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার। বসার ব্যবস্থা করেনি কমিশন, দাবি তৃণমূল প্রার্থীর।
কলকাতার পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার অন্যতম চমক ছিল হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়কের আত্মীয়দের প্রার্থী হওয়া।
বাংলায় ঘৃণা ও হিংসার রাজনীতির কোনও স্থান নেই, কলকাতার মানুষ দেখিয়ে দিয়েছেন’, ‘এই বিপুল সমর্থনের জন্য প্রত্যেককে ধন্যবাদ। আরও উন্নতির জন্য আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব। ট্যুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
কমিশনের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল প্রার্থীর। নেতাজি ইন্ডোর গণনাকেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার। বসার ব্যবস্থা করেনি কমিশন, দাবি তৃণমূল প্রার্থীর।
প্রথমবার লড়ে ৫০ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন বিজেপির সজল ঘোষ। গড়রক্ষা করেছেন কংগ্রেসের সন্তোষ পাঠক। চমক দিয়েছেন ১৩৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি। ৯২ নম্বর ওয়ার্ড ধরে রেখেছেন সিপিআইয়ের মধুছন্দা দেব।
১৩ জন মেয়র পারিষদই জিতেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দেবাশিস কুমার, তারক সিংহ, দেবব্রত মজুমদার, রাম পেয়ারি রাম। পুরভোটে প্রার্থী হওয়া সাংসদ মালা রায় এই নিয়ে টানা ষষ্ঠবার জিতলেন। ডবল হ্যাটট্রিক হল বিজেপির মীনাদেবী পুরোহিতের। জয়ের হ্যাটট্রিক করলেন বিজয় ওঝা।
গৃহিণী থেকে বিধায়ক হয়েছেন। এবার কাউন্সিলরও। একসময়ে স্রেফ মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ঘরণী, রত্না চট্টোপাধ্যায়ের নেমপ্লেটে যোগ হল আরও একটি পরিচিতি। বিধায়ক হওয়ার সাত মাসের মধ্যে শোভনের ছেড়ে যাওয়া ওয়ার্ড থেকে ভোটে জিতে কাউন্সিলর হলেন রত্না।
নেতাজি ইন্ডোর গণনাকেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার। বসার ব্যবস্থা করেনি কমিশন, দাবি তৃণমূল প্রার্থীর।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পুরসভার ভোটে রাজ্যের শাসকদলের এমন একচেটিয়া দাপট আগে কখনও দেখেনি কলকাতা। অতীতে বামেরা যখন ক্ষমতায়, তখনও কলকাতা পুরসভার ভোটে শাসক-বিরোধী লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে।
এমন ভোট আগে দেখেনি কলকাতা। একচেটিয়া দাপট দেখিয়ে জিতল তৃণমূল। ১৪৪টির মধ্যে ১৩৪টি আসনই গেল শাসকের দখলে। বিধানসভা ভোটের পরে ফের বড় ধাক্কা খেল বিজেপি। কলকাতা পুরসভায় অস্তিত্ব রক্ষা করল গত বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া বাম ও কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে ২১৩টি আসনে জয়ী হয় তৃণমূল। প্রায় ৪৮ শতাংশ ভোট পায় তারা। বিজেপি জয়ী হয় ৭৭টি আসনে। ৩৮ শতাংশ ভোট পায় গেরুয়া শিবির। ৬ মাস পরে কলকাতা পুরসভার ভোটে তৃণমূল, ১৪৪টির মধ্যে জিতল ১৩৪টি আসনে। প্রাপ্ত ভোটের হার প্রায় ৭৪ শতাংশ। বিজেপি জিতেছে মাত্র ৩টি ওয়ার্ডে। তাদের প্রাপ্ত ভোটের হার ৮%
কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রি। ছাপ ফেললেন নির্দল প্রার্থীরাও। ৩টি ওয়ার্ডে নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন ৩ কন্যা। ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ। ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর এবং ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কানিজ জিতলেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে।
লালবাড়ির লড়াইয়ে কিছুটা ঘুরে দাঁড়াল লাল পার্টি। ভোট শতাংশের নিরিখে বিজেপিকে পিছনে ফেলে দিল তারা।
৩৫ নম্বর ওয়ার্ডে জয়ের পরই শাসকদলের দিকে পা বাড়িয়ে নির্দল প্রার্থী রুবিনা নাজ। ইচ্ছাপ্রকাশ করলেন তৃণমূলে যোগ দেওয়ার। দল ঠিক করবে, জানালেন ফিরহাদ।
বৃহস্পতিবার পুরবোর্ড নিয়ে সিদ্ধান্ত, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৬৫ আসনে দ্বিতীয় স্থানে বামেরা, বিজেপি ৪৮ আসনে দ্বিতীয় স্থানে, কংগ্রেস ১৬ টি আসনে দ্বিতীয় স্থানে, নির্দলরা ৫টি ও তৃণমূল কংগ্রেস ১০ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে।
কলকাতা পুরভোটে ৬৫ আসনে দ্বিতীয় স্থানে বামেরা, ৪৭ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি, ১৬ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস
কলকাতা পুরভোটে তৃণমূলের ঝড়। বিদায়ী বোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম জিতেছেন বড় ব্যবধানে। জয় পেয়েছেন তাঁর ডেপুটি অতীন ঘোষও। বিদায়ী বোর্ডের ১৩ জন মেয়র পারিষদই জিতেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দেবাশিস কুমার, তারক সিংহ, দেবব্রত মজুমদার, রাম পেয়ারি রাম। পুরভোটে প্রার্থী হওয়া সাংসদ মালা রায় এই নিয়ে টানা ষষ্ঠবার জিতলেন।
কলকাতা পুরভোটে মাত্র ২ টি ওয়ার্ডে জিতলেও ৬৬ আসনে দ্বিতীয় স্থানে বামেরা।
১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কাকলি বাগ।৫১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার।৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়
কলকাতার মানুষ আবার প্রমাণ করলেন ঘৃণা এবং হিংসার রাজনীতির কোনও জায়গা বাংলায় নেই। এইরকম বিপুলভাবে আমাদের আশীর্বাদ করার জন্য বাংলার প্রতিটি মানুষকে আমি ধন্যবাদ জানাই। অত্যন্ত বিনীতভাবে জানাচ্ছি, আপনাদের উন্নতির জন্য আমরা আমাদের লক্ষ্যপূরণে স্থির থাকব। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক
১৪১ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর
৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী আষেশা কানিজ
৯২ ওয়ার্ডে জয়ী সিপিআই প্রার্থী মধুছন্দা দেব, ১০৩ নম্বর ওয়ার্ডে ৮৬ ভোটে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়
৭৩ নম্বর ওয়ার্ডে ৬,৪৯৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের ট্রেন্ড স্পষ্ট হতেই কালীঘাটে তৃণমূল কর্মীদের বিজয়োত্সব। সাউন্ড বক্স বাজিয়ে গানের তালে নাচ। চলল আবীর খেলা, মিষ্টি বিলি।
৮২ নম্বর ওয়ার্ডে ১৪,৮৬৭ ভোটে জয়ী ফিরহাদ হাকিম
১৪১ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর
পুরবোর্ড গঠন নিয়ে ২৩ ডিসেম্বর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মোট ১৩৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে ৩টি ওয়ার্ডে।বামফ্রন্ট এগিয়ে ২টি ওয়ার্ডে।৯২, ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে বামফ্রন্ট।
কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে।নির্দল প্রার্থীরা এগিয়ে ৩টি ওয়ার্ডে
৯২ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী মধুছন্দা দেব
২২ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপির মীনাদেবী পুরোহিত। ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা। ৫০ নম্বর ওয়ার্ডে জয়ী সজল ঘোষ
১০৩ নম্বর ওয়ার্ডে ৮৬ ভোটে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়
এবার ভোট হয়েছে উৎসবের মেজাজে, আর এই ফলাফল গণ উৎসবে গণতন্ত্রের জয়, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৫৮ নম্বর ওয়ার্ডে জয়ী স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন
মোট ১৩১টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।বিজেপি এগিয়ে ৫টি ওয়ার্ডে।বামফ্রন্ট এগিয়ে ৩টি ওয়ার্ডে।কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে।নির্দল প্রার্থীরা এগিয়ে ৩টি ওয়ার্ডে।
বরো ১২, সব ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল কংগ্রেস
মোট ১৩২টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।বিজেপি এগিয়ে ৫টি ওয়ার্ডে। বামফ্রন্ট এগিয়ে ২টি ওয়ার্ডে। কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে।নির্দল প্রার্থীরা এগিয়ে ৩টি ওয়ার্ডে।
মোট ১৩৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে ৫টি ওয়ার্ডে।বামফ্রন্ট এগিয়ে ১টি ওয়ার্ডে।কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে।নির্দল প্রার্থীরা এগিয়ে ৩টি ওয়ার্ডে
১০৮ নম্বরে ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত কুমার ঘোষ
৯৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী বসুন্ধরা গোস্বামী
মোট ১৩২টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে ৫টি ওয়ার্ডে। বামফ্রন্ট এগিয়ে ২টি ওয়ার্ডে। কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে ।নির্দল প্রার্থীরা এগিয়ে ৩টি ওয়ার্ডে
৮৬ নম্বর ওয়ার্ডে জয়ী চন্দ্রিমা পুত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ বসু
৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক
২২ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত 1707 ভোটে জয়ী। মীনা দেবী পুরোহিত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র।
৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শাম্মি জাহান বেগম
৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়
৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়। এই নিয়ে ষষ্ঠবার জয়ী হলেন তিনি
১৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ
ভোট গণনার প্রবণতা অনুযায়ী কলকাতা পুরসভায় ১৬ টি বরোই থাকছে তৃণমূল কংগ্রেসের দখলে।
৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার
তৃণমূল কংগ্রেস ১৩৪, বাম ৪, বিজেপি ৩, কংগ্রেস ২ ও নির্দল ১ ওয়ার্ডে এগিয়ে। জয়ী ও এগিয়ে থাকার নিরিখে এই পরিসংখ্যান
২২ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত জয়ী। মীনা দেবী পুরোহিত কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র।
ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায় ২৬ হাজার ৭১৩ ভোটে এগিয়ে
তৃণমূল কংগ্রেস ১৩৪, বিজেপি ৩, বাম ৩, কংগ্রেস ২ ও নির্দল ২ ওয়ার্ডে এগিয়ে।১৩৫ নম্বর ওয়ার্ডে গণনা শেষে এগিয়ে নির্দল প্রার্থী রুবিনা নাজ
৫১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার
তৃণমূল কংগ্রেস এগিয়ে ১১৯, বিজেপি ৩, বাম ৩, কংগ্রেস ২, নির্দল ১ ওয়ার্ডে এগিয়ে
তৃণমূল কংগ্রেস এগিয়ে ১১৬, বিজেপি ৩, বাম ৩, নির্দল ১ ওয়ার্ডে এগিয়ে
১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কাকলি বাগ
কলকাতা পুরভোটে এখনও পর্যন্ত ভোট গণনায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭৪.২ শতাংশ ভোট। বামেরা পেয়েছে ৯ শতাংশ ভোট, বিজেপির প্রাপ্ত ভোট ৮ শতাংশ
তৃণমূল এগিয়ে ১১৬ ওয়ার্ডে, বিজেপি এগিয়ে ৩ টিতে। কংগ্রেস ও বিজেপি ২ করে ওয়ার্ডে এগিয়ে। নির্দল এগিয়ে ১ ওয়ার্ডে।
১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমিত সিংহ
তৃণমূল ১১৫ ওয়ার্ডে এগিয়ে। বিজেপির লিড চার ওয়ার্ডে। কংগ্রেস ও বাম ২ টি করে ওয়ার্ডে এগিয়ে। নির্দল এগিয়ে ১ ওয়ার্ডে।
১০৩ ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, বিজেপি এগিয়ে চার আসনে। বাম ও কংগ্রেস ২ টি করে এবং নির্দল একটি ওয়ার্ডে এগিয়ে।
137 ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি জয়ী। ১৩,০০ ভোটে জয়ী তিনি।
১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক।
৯৯ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। চার ওয়ার্ডে এগিয়ে বিজেপি। বাম ও কংগ্রেস ২ টি করে এবং নির্দল একটি ওয়ার্ডে এগিয়ে। ২ নম্বর ওয়ার্ডে কাকলি সেন এগিয়ে।
৯৩ ওয়ার্ডে তৃণমূল এগিয়ে- ৭, ৮, ৯৩, ২৩, ৩১, ৪, ১৩৪, ১৩৫, ১৩৬, ১৪০, ১০১, ৮৮, ৮৫, ৮৭, ১৩, ৩০, ১৪, ১৩৮, ১৩৯, ১০, ১০৫, ১০৬, ৬০, ৬১, ৬২, ১৪, ১৩, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ১২৭, ১২৮, ৭৭, ৭৮, ১৩২, ১০৫, ২৯, ১১২, ১১৩, ১১৪, ৪৯, ১৩১, ১৩২, ৬৮, ২৫, ২৬, ৮০, ১০২, ১০৭, ১০৬, ১১৫, ১১৬,১৩৭, ১৪০, ১৪১, ১৪২, ১৪৩
বিজেপি এগিয়ে ৪ ওয়ার্ডে - ৫০, ২২, ২৩ সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত, বিজয় ওঝা, সুনীতা ঝাওয়ার
বামেরা এগিয়ে ২ ওয়ার্ডে - ৯৮ মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ১০৩ নন্দিতা রায়
২ কংগ্রেস - ৪৫ এগিয়ে সন্তোষ পাঠক , ১৩৭ ওয়াসিম আনসারি
১ নির্দল - ১৪১
মোট ৮৮টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস
বিজেপি এগিয়ে ৪টি ওয়ার্ডে
বামফ্রন্ট এগিয়ে ২টি ওয়ার্ডে
কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে
নির্দল প্রার্থীরা এগিয়ে ১টি ওয়ার্ডে
দ্বিতীয় রাউন্ডের শেষে ২২ নম্বর ওয়ার্ডে ৫১২ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত
দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে ৩১ নম্বর ওয়ার্ডে ২৬০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রত্না চট্টোপাধ্যায়, ২১৭৭ ভোটে এগিয়ে তিনি।
দ্বিতীয় রাউন্ডে মোট ৬৯টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস
বিজেপি এগিয়ে ৪টি ওয়ার্ডে
বামফ্রন্ট এগিয়ে ১টি ওয়ার্ডে
কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে
নির্দল প্রার্থীরা এগিয়ে ১টি ওয়ার্ডে
৮৮ নম্বর ওয়ার্ডে বড় ব্যবধানে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। ৩ হাজার ২১৮ ভোটে এগিয়ে তিনি।
মোট ৬৫টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস
বিজেপি এগিয়ে ৪টি ওয়ার্ডে
বামফ্রন্ট এগিয়ে ১টি ওয়ার্ডে
কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে
নির্দল প্রার্থীরা এগিয়ে ১টি ওয়ার্ডে
একঝলকে প্রথম রাউন্ডের পর ফলাফল-
তৃণমূল এগিয়ে- (৪০টি ওয়ার্ডে )- ৭, ৮, ৯৩, ২৩, ৩১, ৪, ১৩৪, ১৩৫, ১৩৬, ১৪০, ১০১, ৮৮, ৮৫, ৮৭, ১৩, ৩০, ১৪, ১৩৮, ১৩৯, ১০, ১০৫, ১০৬, ৬০, ৬১, ৬২
বিজেপি (৩) - ৫০ নম্বর ওয়ার্ডে সজল ঘোষ এগিয়ে, এগিয়ে মীনাদেবী পুরোহিত (২২), বিজয় ওঝা (২৩)
বামেরা (১) - ৯৮ নম্বর ওয়ার্ডে মৃত্যুঞ্জয় চক্রবর্তী এগিয়ে, ১০ নম্বর ওয়ার্ডে করুণা সেনগুপ্ত এগিয়ে
কংগ্রেস (১) - ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে সন্তোষ পাঠক
নির্দল (২)- ১৩৭ ও ১৪১ নম্বর ওয়ার্ডে এগিয়ে
প্রথম রাউন্ডের গণনায় ২১ টি ওয়ার্ডে তৃণমূল, ১ টিতে বিজেপি, ১ টিতে কংগ্রেস, ১টিতে বামেরা ও ১টি নির্দলরা এগিয়ে।
প্রথম রাউন্ডের গণনার শেষে ৬ টি ওয়ার্ডে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। ২, ৪, ৮, ১১, ২৩, ৩১ ছ'টি রাউন্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ পাল। প্রথম রাউন্ডের শেষে ৪১ ভোটে এগিয়ে।
৯ ওয়ার্ডের বরো ১৫-এর ভোটগণনা সিস্টার নিবেদিতা গর্ভমেন্ট কলেজ এফ গার্লস-এ। বরো ১৬-এর ভোটগণনা ব্রতচারী বিদ্যাশ্রমে। ওয়ার্ড সংখ্যা ৭।
৭ ওয়ার্ডের বরো ১৩-এর ভোটগণনা বরিষা হাইস্কুলে। বরো ১৪-এর ভোটগণনা হবে বিবেকানন্দ স্কুলে। মোট ওয়ার্ড ৭ টি।
বরো ১২-এর ভোটগণনা গীতাঞ্জলী স্টেডিয়ামে। মোট ওয়ার্ড সংখ্যা ৭।
৭ ওয়ার্ডের বরো ১১-এর ভোটগণনা যোধপুর পার্ক গার্লস স্কুলে ওয়ার্ডগুলি হল ১০৩, ১০৪, ১১০, ১১১, ১১২, ১১৩ ও ১১৪।
১২ ওয়ার্ডের বরো ১০-এর ভোটগণনা হবে যোধপুর পার্ক বয়েজ স্কুলে। ওয়ার্ডগুলি হল ৮১, ৮৯, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯ ও ১০০ ।
১০ ওয়ার্ডের বরো ৯-এর ভোটগণনা হবে হেস্টিংয়ের ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যানে।
১১ ওয়ার্ডের বরো ৮-এর গণনা হবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিংয়ে। (যা আগে পরিচিত ছিল ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ হিসেবে।)
বরো ৭-এর ভোটগণনা হবে গীতাঞ্জলী স্টেডিয়ামে। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৭। ওয়ার্ডগুলি হল ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৩, ৬৪, ৬৫, ৬৬ ও ৬৭।
কলকাতা পুরসভার ৩ থেকে ৬ নম্বর বরোর ভোটগণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৩, ১১ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৫, আর বরো ৪ ও ৬ গঠিত ১০ টি ওয়ার্ড নিয়ে।
কলকাতা পুরসভার মোট বরো সংখ্যা ১৬ টি। বরো ১ ও ২-এর ভোটগণনা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। বরো ১ গঠিত কলকাতা পুরসভার ১ থেকে ৯, ৯টি ওয়ার্ড নিয়ে। আর বরো ২ গঠিত ১০ থেকে ২০ নম্বর ওয়ার্ড, মোট ৯ টি ওয়ার্ড নিয়ে।
বাড়ির কাছে চেতলা অগ্রণী ক্লাবে খোলা হয়েছে কন্ট্রোল রুম। আজ দিনভর সেখানেই কাটাবেন ফিরহাদ হাকিম। নজর রাখবেন পুরভোটের ফল ঘোষণার দিন গোটা কলকাতার পরিস্থিতির ওপরে। পরিবহণমন্ত্রী নিজেই ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।
কলকাতা পুরসভায় (KMC Election 2021) মোট ওয়ার্ড ১৪৪টি। ম্যাজিক ফিগার ৭৩।
কলকাতা পুরসভার ক্ষমতায় ফের তৃণমূলের প্রত্যাবর্তনের সম্ভাবনা। সি ভোটারের সমীক্ষা(C-Voter Opinion Poll) অনুযায়ী, তৃণমূল পেতে পারে ১৩১টি আসন। অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে ১৩টি আসন। তবে বাম বা কংগ্রেস খাতা খুলতে পারবে না বলে উঠে এসেছে সমীক্ষায়। দুপুর ৩টি পর্যন্ত এই সমীক্ষা(এর সঙ্গে এডিটরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই)।
প্রেক্ষাপট
কলকাতা পুরসভা (Kolkata Municipality) কার দখলে? কোন দলের দখলে গেল কোন কোন ওয়ার্ড? আজ জানা যাবে উত্তর। সকাল ৮টা থেকে শুরু হবে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে হবে ভোটগণনা। মোট ১১ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রেই ৭টি টেবিলে হবে গণনা। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার।
প্রতিটি গণনা কেন্দ্রের (Voting Counter) ২০০ মিটারের মধ্যে জারি থাকছে ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট ৩ হাজার পুলিশকর্মী। প্রতি কেন্দ্রেই মোতায়েন থাকবেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। নজরদারি চলবে ড্রোনের মাধ্যমেও। কাউন্টিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
বরো ১ ও ২-এর ভোটগণনা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। বরো ১ গঠিত কলকাতা পুরসভার ১ থেকে ৯, ৯টি ওয়ার্ড নিয়ে। আর বরো ২ গঠিত ১০ থেকে ২০ নম্বর ওয়ার্ড, মোট ৯ টি ওয়ার্ড নিয়ে।
কলকাতা পুরসভার ৩ থেকে ৬ নম্বর বরোর ভোটগণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৩, ১১ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৫, আর বরো ৪ ও ৬ গঠিত ১০ টি ওয়ার্ড নিয়ে। বরো ৭-এর ভোটগণনা হবে গীতাঞ্জলী স্টেডিয়ামে। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত বরো ৭। ওয়ার্ডগুলি হল ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৩, ৬৪, ৬৫, ৬৬ ও ৬৭। ১১ ওয়ার্ডের বরো ৮-এর গণনা হবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিংয়ে। (যা আগে পরিচিত ছিল ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ হিসেবে।) ১০ ওয়ার্ডের বরো ৯-এর ভোটগণনা হবে হেস্টিংয়ের ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যানে।
১২ ওয়ার্ডের বরো ১০-এর ভোটগণনা হবে যোধপুর পার্ক বয়েজ স্কুলে। ওয়ার্ডগুলি হল ৮১, ৮৯, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯ ও ১০০ । ৭ ওয়ার্ডের বরো ১১-এর ভোটগণনা যোধপুর পার্ক গার্লস স্কুলে। বরো ১২-এর ভোটগণনা গীতাঞ্জলী স্টেডিয়ামে। মোট ওয়ার্ড সংখ্যা ৭। ৭ ওয়ার্ডের বরো ১৩-এর ভোটগণনা বরিষা হাইস্কুলে। বরো ১৪-এর ভোটগণনা হবে বিবেকানন্দ স্কুলে। মোট ওয়ার্ড ৭ টি। ৯ ওয়ার্ডের বরো ১৫-এর ভোটগণনা সিস্টার নিবেদিতা গর্ভমেন্ট কলেজ এফ গার্লস-এ। বরো ১৬-এর ভোটগণনা ব্রতচারী বিদ্যাশ্রমে। ওয়ার্ড সংখ্যা ৭।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -