নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ইতিহাস গড়েছিলেন তিনি। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণপদক জিতেছিলেন। পরে প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে ফের রৌপ্যপদক জয়। কিংবদন্তি সেই নীরজ চোপড়া এবার বড়সড় প্রোমোশন পেলেন।
ভারতের টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল পদে ভূষিত করা হল নীরজ চোপড়াকে। প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে বুধবার, ১৭ মে, এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
গেজেট অফ ইন্ডিয়ার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, "৯ মে ২০২৫ তারিখে ৩ (ই) নং, ১৯৪৮ সালের টেরিটোরিয়াল আর্মি রেগুলেশনের ধারা ৩১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতার অধিকারে, রাষ্ট্রপতি ১৬ এপ্রিল, ২০২৫ তারিখ থেকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের পদে প্রাক্তন-সাব মেজর নীরজ চোপড়াকে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।"
নীরজ চোপড়া ২০০৬ সালে নায়েব সুবেদার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন এবং ২০২১ সালে সুবেদার এবং ২০২২ সালে মেজর সুবেদার পদে পদোন্নতি পান।
২০১৬ সালের ২৬ অগাস্ট জুনিয়র কমিশনড অফিসার হিসাবে নায়েব সুবেদার পদে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন নীরজ। বেশ কয়েকবার পদোন্নতি হয় তাঁর। এ বছর লেফটেন্যান্ট কর্নেল পদে প্রোমোশন পেলেন নীরজ। গত ১৬ এপ্রিল থেকেই লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি হয়েছে নীরজের।
নীরজ হলেন প্রথম ভারতীয় যিনি কোনও অ্যাথলেটিক্স ইভেন্টে অলিম্পিক্সে স্বর্ণপদক জিতেছেন। টোকিও গেমসে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। পরের অলিম্পিক্সে, প্যারিসে তিনি রৌপ্য পদক জিতেছিলেন, পাকিস্তানি আর্শাদ নাদিমের কাছে সোনার পদক হারিয়েছিলেন। এছাড়াও, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নীরজের সাফল্য রয়েছে। ২৭ বছর বয়সী এই খেলোয়াড় ২০২৩ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন।
গত বছর চোট আঘাত ভুগিয়েছে নীরজ চোপড়াকে। দীর্ঘ বিরতির পর নীরজ চোপড়া অবশেষে ফিরছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। তিনি আগামী শুক্রবার, ১৬ মে থেকে শুরু হওয়া দোহা ডায়মন্ড লিগে অংশগ্রহণ করবেন।