কলকাতা : পুরভোটে (Kolkata Municipal Election 2021) লড়াইয়ের ময়দানে ইতিমধ্যে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC), বামফ্রন্ট (Left) ও কংগ্রেস (Congress)। কিন্তু গেরুয়া শিবির ব্যস্ত শেষ ল্যাপের প্রস্তুতি। দফায় দফায় বৈঠকের পর সোমবারই পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করবে বিজেপি (BJP)। সোমবার সকালেই সংসদের শীতকালীন অধিবেশনে (Parliament Winter Sesson) যোগ দিতে দিল্লি উড়ে যাওয়ার আগে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়ে গিয়েছিলেন, 'এখান (কলকাতা) থেকেই আজ প্রার্থীদের নাম ঘোষণা হবে।'


সরকারিভাবে নাম ঘোষণার প্রাক্কালে একবার একঝলকে দেখে নেওয়া যাক, কলকাতা পুরভোটে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন কারা


কলকাতা পুরভোটে বিজেপির সম্ভাব্য প্রার্থীতালিকা


২১ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী
২২ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী মীনাদেবী পুরোহিত
২৩ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী বিজয় ওঝা
২৪ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী কামিনী তিওয়ারি
২৫ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী নারায়ণ চট্টোপাধ্যায়
২৬ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী যশবন্ত সিং
৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী ঝুমা দাস
৪২ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী সুনীতা ঝাওয়ার
৪৭ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী চিত্রা কর
৪৮ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী চিত্তরঞ্জন মান্না
৪৯ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী রাজলক্ষ্মী বিশ্বাস
৫০ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী গৌতম দাশগুপ্ত
৬৩ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী নবীন মিশ্র
৭৩ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী ইন্দ্রজিত্‍ খটিক
৭৪ নম্বর ওয়ার্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থী পারমিতা দত্ত



কলকাতা পুরভোট আগে করানোর জন্য রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাব রাখার পর তা পাস হলেও প্রথম থেকেই রাজ্যের সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করানো নিয়ে সরব ছিল বিজেপি। কলকাতা হাইকোর্টে গেরুয়া শিবিরের নেতার পক্ষে আগে কলকাতা পুরভোট করানোর বিরুদ্ধে আবেদনও জমা করা হয়েছে।


আরও পড়ুন- প্রার্থীতালিকা প্রকাশ তৃণমূলের, গতবারের জয়ী ১২৬ জনের মধ্যে ৮৭ জনকে টিকিট