সঞ্চয়ন মিত্র, কলকাতা: “এই ওয়ার্ডে জন্মভূমি এবং কর্মভূমি।’’ প্রথম দিন প্রচারে বেরিয়ে বললেন কাজরী বন্দ্যোপাধ্যায় ( Kajari Banerjee)। তিনি ঘরের বউ, পাড়ার মেয়ে। আবার মুখ্যমন্ত্রীর ( CM Mamata Banerjee ) ভ্রাতৃবধূ। বহু বছর ধরে রাজনীতির (Politics) সঙ্গে যুক্ত। এবার রাজনীতির চিরাচরিত গণ্ডি পেরিয়ে ভোটের (Election) ময়দানে কাজরী বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ( CM Mamata Banerjee ) ওয়ার্ড বলে পরিচিত কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ৭৩ নং ওয়ার্ড। সেই ওয়ার্ডেই এবার প্রার্থী হয়েছেন কাজরী।
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। গতকাল প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল। আর তার পরেই জোর কদমে শুরু প্রচার। এদিন সকালে প্রচার শেষে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন প্রচারের অভিজ্ঞতা। কাজরী বলেন, কোভিড বিধি মেনেই ৫ জন মিলে প্রচারের কাজ শুরু করি। যাঁর বাড়িতেই গিয়েছে তাঁরাই বাইরে বেরিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী ঘরের ওয়ার্ডে প্রার্থী হতে পারা আনন্দের বিষয় বলেই জানাচ্ছেন তিনি। তিনি বলেন এটা একটা নতুন অভিজ্ঞতা। প্রত্যেক ঘরে ঘরে সার্বিক পরিষেবাই অগ্রাধিকার। সঙ্গে আদি গঙ্গার ঘাট সংস্কারকেও প্রাধান্য দেওয়া হবে।
গতকাল কালীঘাটে বৈঠকের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের প্রার্থী চূড়ান্ত। প্রার্থীতালিকায় জোর দেওয়া হয়েছে মহিলা ও সংখ্যালঘুদের। গতবারের জয়ী ১২৬ জনের মধ্যে ৮৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ৩৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি। তৃণমূলের প্রার্থীতালিকায় ৪৫% মহিলা।’
কলকাতা পুরভোটে Kolkata Municipal Election) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় চমক। টিকিট পেলেন হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদের আত্মীয়রা। কারও ভ্রাতৃবধূ, কারও বোন, কারও ছেলে, কারও বা স্ত্রী। কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকায় জায়গা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের প্রার্থী হলেন মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু এবং তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা। তৃণমূলের প্রার্থীতালিকা থেকে বাদ পড়েছেন বিদায়ী কাউন্সিলর এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তবে তাঁর স্ত্রী কাকলি সেনকে তৃণমূল প্রার্থী করেছে।