মহবা(উত্তরপ্রদেশ) : নজরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কংগ্রেস। এবার বুন্দেলখণ্ড এলাকায় নজর দিতে চাইছে দল। তাই প্রচারে নামছেন প্রিয়ঙ্কা গাঁধী বঢ়রা। আজই মহবায় সভা করবেন দলের কেন্দ্রীয় সম্পাদক। সেখানে কংগ্রেসের অন্যান্য নেতারাও উপস্থিত থাকবেন। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির এক মুখপাত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশিত হয়েছে।


কংগ্রেসের ওই নেতা জানিয়েছেন, পূর্ব উত্তরপ্রদেশের পর, এবার লক্ষ্য পশ্চিম উত্তরপ্রদেশ ও বুন্দেলখণ্ড। প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে এখন বিশাল সভার আয়োজন করা হয়েছে মহবায়। এই মহবাকে "দ্য ল্যান্ড অফ হিরোজ" বলা হয়।


এর আগে ২৩ নভেম্বর বুন্দেলখণ্ডে যাওয়ার কথা ছিল প্রিয়ঙ্কা গাঁধীর। কিন্তু, হঠাৎ তাঁর সফর স্থগিত রাখা হয়। ২৭ নভেম্বর তিনি সভা করবেন বলে ঠিক হয়। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের রাজনৈতিক ভবিষ্যতের হটবেড এই মহবা। চলতি মাসেই গোড়ার দিকে মহবায় বিজেপির সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার মহবার দিকে নজর দিয়েছে কংগ্রেসও। পরে ১ ডিসেম্বর সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এখানে সভা করবেন বলে জানা গেছে। 


সূত্রের খবর, উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় কুমার লাল্লু এবং রাজ্যের অন্য নেতারা বিভিন্ন গ্রামে দলীয় ইউনিটের সঙ্গে বসেছেন । যাতে করে তৃণমূল স্তর থেকে কর্মী-সমর্থকরা প্রিয়ঙ্কার সভায় উপস্থিত হন। রাজনৈতিক মহলের ধারণা, সমাবেশে বিশাল সংখ্যা মানুষের জমায়েত হতে পারে। 


উল্লেখ্য, কংগ্রেস বুন্দেলখণ্ডে নিজেদের আধিপত্য ফিরে পেতে চাইছে। এই এলাকায় আগে কংগ্রেসের একচেটিয়া আধিপত্য ছিল। পরে অবশ্য এখানে কংগ্রেসের ক্ষমতা কমে যায়। এবার ফের হারানো জমি ফিরে পেতে চাইছে কংগ্রেস। প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্ব এই প্রচেষ্টা জারি রয়েছে দলের। এই পরিস্থিতিতে এলাকার বিভিন্ন জায়গা থেকে যাতে দলীয় কর্মী-সমর্থকরা আজকের সভায় হাজির হন সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব।