কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty)। সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন মিঠুন। এদিকে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat ELection) আগে রাজ্যে মাটিতে পা দিতেই মিঠুনকে লক্ষ্য করে তোপ দাগলেন শোভনদেব চট্টোপাধ্যায় ( Sovandeb Chatterjee) ।
শোভনদেব এদিন বলেন, 'মিঠুনকে আমরা ভয় পাই না গুরুত্বও দিই না। আমরা এবারও ব্যাপকভাবে পঞ্চায়েতে জিতব। পাশাপাশি তিনি আরও বলেন, শুধু মিঠুন কেন, আমরা বিজেপি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সারাদেশের বিজেপি মুখ্যমন্ত্রীরা এসে একুশ সালে জবাব পেয়ে গিয়েছেন, তাই কাউকেই তারা ভয় করেন না বলেই এদিন আগাম জয়ের ধ্বনি তুললেন শোভনদেব।'
পসঙ্গত, বুধবার পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে মিঠুনের সভা। রবিবার অনুব্রত-গড় বীরভূমে সভা করবেন মিঠুন চক্রবর্তী । গোটা সফরে মিঠুনের সঙ্গী হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বাংলার জেলায় জেলায় ঢাকে কাঠি পড়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের। গ্রামে গ্রামে শুরু হয়ে গিয়েছে কর্মীদের প্রস্তুতি।
শাসক বিরোধী দুই পক্ষই ভোকাল টনিকে কর্মীদের উজ্জীবীত করার চেষ্টা করছেন। চলছে লাগাতার হুমকি, পাল্টা হুমকি। গ্রামে গ্রামে চলছে শাসক ও বিরোধী গোষ্ঠীর সভা- ব়্যালি। পঞ্চায়েতে তৃণমূলকে কড়া টক্কর দিতে গেরুয়া শিবিরের তুরুপের তাস এবার মিঠুন ? এরই মধ্যে জেলায় জেলায় ঘুরে জল সংযোগ করছেন দিলীপ ঘোষ। বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন তিনি। পাশাপাশি গোটা রাজ্যকে ফোকাসে রেখেছেন শুভেন্দুও।
অভিনেতা মিঠুন চক্রবর্তীর গেরুয়া শিবিরের হয়ে রাঢ়বঙ্গ ও জঙ্গলমহল জুড়ে ধারাবাহিক ভাবে সভা করার কথা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে থাকছেন মিঠুনের। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বারবার বাংলায় এসে স্লোগানের ফোয়াকা ছুটিয়েছিলেন মহাগুরু। কিন্তু বিধানসভায় আশাব্যাঞ্জক হয়নি বিজেপির ফল। তারপর বেশ কিছুদিন পার করে বাংলায় আসেন মিঠুন। বছরখানেক পর মহাগুরু ফের মহানগরে আসেন তিনি জুলাইয়ে।
আরও পড়ুন, 'বিজেপি-সিপিএম মিলে এসব করছে', বিস্ফোরণকাণ্ডে অভিযোগ জয়প্রকাশের, কী বার্তা শমীক-সুজনের ?
গতবছর বিধানসভা ভোটের আগে, নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। হাতে তুলে নেন বিজেপির পতাকা। মোদির মঞ্চে এই ভূমিকায় দেখা যায় মহাগুরুকে । বিধানসভা ভোটে বিজেপির হয়ে জোরদার প্রচার করেন মিঠুন। কিন্তু, বিধানসভা ভোটে বিজেপির পরাজয়ের পর থেকে তাঁকে আর পশ্চিমবঙ্গে দেখা যায়নি।