বাংলার প্রতিটি কোণ থেকে সমর্থন পেয়েছি, ব্রিগেডে মোদি
Web Desk, ABP Ananda | 03 Apr 2019 04:13 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
কলকাতা: শিলিগুড়ির সভা সেরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাগডোগরা থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে সেখান থেকে চপারে ব্রিগেডে পৌঁছন তিনি। সকাল থেকেই ভিড় ব্রিগেডে। কলকাতা ও জেলা থেকে এসেছেন বিজেপির বহু কর্মী ও সমর্থক। তাঁদের সামনে বাংলায় বক্তব্য শুরু করেন মোদি। তিনি বলেন, ‘ব্রিগেডে এর আগে এত ভিড় কখনও হয়নি। গত ৫ বছরে যে সমর্থন পেয়েছি, বিজেপির কাজের রিপোর্ট কার্ড নিয়ে আমি এসেছি। সর্বত্র ভারতের জয়জয়কার। ভারত এখন যা করে দেখাচ্ছে, সেটা আমরা স্বপ্নে দেখতাম। বিশ্ব স্বীকার করছে ভারত সবদিক থেকে এগোচ্ছে। নতুন ভারতের দিকে এগোচ্ছে দেশ। দেশের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন। বাংলার কোণা কোণা থেকে সমর্থন পেয়েছি। মানুষের যে ভালোবাসা পেয়েছি, ক্ষমতায় এলে সব শোধ করব। মোদির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা করা হচ্ছে। এয়ারস্ট্রাইকের প্রমাণ কারা চাইছে? সেনাদের নিরাশ কারা করছে? জঙ্গিদের মৃতদেহ দেখানোর দাবি কারা করছে? পুলওয়ামাকাণ্ডে সেনাদের মৃত্যুর অপমান করা হচ্ছে। পুলওয়ামাকাণ্ডের পাল্টা ভারতের আক্রমণে আপনারা গর্বিত হয়েছেন। মহাকাশে কাজে লাগা না স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে। দিদি আর তাঁর সঙ্গীরা দেশবিরোধী কথা বলছে। পাকিস্তানের জঙ্গিদের মদত করতেই কংগ্রেস উদ্যোগী হয়েছে। ভোটব্যাঙ্কের জন্য কংগ্রেস সন্ত্রাসবাদের পক্ষে কথা বলছে। মাওবাদীদের সমর্থন করছে কংগ্রেস, এটা বোঝা যাচ্ছে। অথচ কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল। সেনাদের মনোবল ভাঙার কাজ করছে কংগ্রেস। কংগ্রেসের চক্রান্তকে কখনই সফল হতে দেবে না মোদি। ২৩ মে কংগ্রেসের এক্সপায়ারি ডেট।’ বিজেপি-বিরোধী মহাজোটকে আক্রমণ করে মোদি বলেন, ‘একমঞ্চে সবাইকে বলতে শুনেছিলাম মোদি হঠাও, দেশ বাঁচাও। বিভিন্ন রাজ্য থেকে কলকাতায় এসেছিলেন অনেক নেতা। শুধু বলতে এসেছিলেন মোদি হঠাও। গরিবদের ঘর তৈরি করে দেওয়া কি অপরাধ? এটা যদি অপরাধ হয়, তাহলে আমি সেটাই করেছি। বিদ্যুৎ, রান্নার গ্যাস দেওয়া যদি অপরাধ হয়, সেটা আমি করেছি। ত্রিপুরাকে লালঝাণ্ডামুক্ত করেছি। অসম্ভব এখন সম্ভব হয়েছে। বাংলায় আর তোলাবাজি চলবে না, গুণ্ডাগিরি চলবে না। বাংলাকে গুণ্ডারাজমুক্ত করবে বিজেপি।’