অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতায় এলেন রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন সেনা কর্তা সুব্রত সাহা। প্রচারে কী পরিকল্পনা? কী ভাবছেন বঙ্গ ভোটের ব্যাটেল ফিল্ড নিয়ে? বঙ্গের ভোট কতটা গুরুত্বপূর্ণ? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন সুব্রত সাহা।


কলকাতার প্রার্থী হলেন, রাসবিহারী কেন্দ্র থেকে, কেমন লাগছে?


এটা আমার ব্যক্তিগতভাবে খুব আনন্দের ব্যাপার। নিজের জন্মস্থানে ফিরে এসেছি। আমার জন্ম কলকাতায়। লেখাপড়ায় করেছি পুরুলিয়ায়। জীবনে সবথেকে বেশি কোথাও সময় কাটিয়ে থাকলে সেটা পুরুলিয়ায়। নিজের মাটিতে ফিরে এসেছি। এতদিন নিজের দেশের জন্য কাজ করেছি। এবার নিজের রাজ্যের জন্য কাজ করতে চাই।


 


কোনটা বেশি শক্ত সিয়াচেনে লড়াই না ভোটে লড়াই?


ভোটটা লড়াই নয়। এটা নিছক প্রতিযোগিতা। লড়াই হয় শত্রুর সঙ্গে। এই প্রতিযোগিতা আমার এবং আমার প্রতিপক্ষদের সঙ্গে প্রতিযোগিতা।


 


দক্ষিণ কলকাতায় যেখান থেকে প্রার্থী হয়েছেন, পাশেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র, প্রতিপক্ষ কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমার, প্রতিযোগিতা কতটা কঠিন?


যে ধরনের প্রতিযোগী আছেন সেই অনুযায়ী স্ট্র্যাটিজি বানাতে হবে।


 


কেন বিজেপিকে বেছে নিলেন ভোটে লড়ার জন্য?


বিজেপিও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। নিজের রাজ্যে কাজ করার পথ খুলে দিয়েছে। আমি একজন সেনা। যে কোনও জায়গায় লড়াই করতে প্রস্তুত। রাসবিহারী কেন্দ্রের মানুষদের সুরক্ষা দেব। উদাহরণ হিসেবে বলি, কাশ্মীরে জঙ্গিদের আতঙ্ক আছে। বাংলায় জঙ্গিদের আতঙ্ক না থাকলেও ভয়ের পরিবেশ আছে। কেউ সেটা অস্বীকার করতে পারবে না। আমাদের মানুষকে নিরাপত্তা দিতে হবে।


 


ন্যাশনাল সিকিউরিটি বোর্ডের সদস্য, সেখান থেকে কি পদত্যাগ করেছেন?


কোথা থেকে পদত্যাগ করতে হবে, সেটা দেখছি। যা নিয়ম আছে, সেই নিয়ম মেনেই কাজ হবে।


উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সপ্তম দফায় ২৬ এপ্রিল ভোট হবে এই কেন্দ্রে। দিনকয়েক আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর তা ঘোষণা হওয়ার পরই নিজের রাজ্যে ফিরে এলেন রাসবিহারী কেন্দ্রের প্রার্থী।