LIVE: পরিবর্তন থেকে পরিত্রাণের জন্য লড়াই করছি, এবিপি আনন্দ-র ‘স্বরগরম’ অনুষ্ঠানে বললেন দিলীপ ঘোষ

সামনেই বিধানসভা নির্বাচন। কোটি কোটি বঙ্গবাসীর রায়ে ঠিক হবে, ২০২১ –এর মাঝামাঝি নবান্নে কাদের দেখা যাবে? ২০১১ থেকে দুদফায় রাজ্যশাসন করা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূল সরকার, না গেরুয়া দল বিজেপি? কতটা দাগ কাটতে পারবে বাম-কংগ্রেস জোট? এই নিয়ে বিবদমান শিবিরের নেতারা তাঁদের মতামত জানাচ্ছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Jan 2021 08:20 PM

প্রেক্ষাপট

কলকাতা: "পদ্ম বনাম ঘাসফুল, হাত ধরল কাস্তে, একুশে কাদের বাজিমাত, ক্ষমতায় আসতে?" শুক্রবার সন্ধ্য়ায় এবিপি আনন্দ আয়োজিত আলোচনাসভায় এই ছিল বিষয়বস্তু। সামনেই বিধানসভা নির্বাচন। কোটি কোটি বঙ্গবাসীর রায়ে ঠিক হবে,...More

পরিবর্তন থেকে পরিত্রাণের জন্য লড়াই করছি’