LIVE: পরিবর্তন থেকে পরিত্রাণের জন্য লড়াই করছি, এবিপি আনন্দ-র ‘স্বরগরম’ অনুষ্ঠানে বললেন দিলীপ ঘোষ

সামনেই বিধানসভা নির্বাচন। কোটি কোটি বঙ্গবাসীর রায়ে ঠিক হবে, ২০২১ –এর মাঝামাঝি নবান্নে কাদের দেখা যাবে? ২০১১ থেকে দুদফায় রাজ্যশাসন করা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূল সরকার, না গেরুয়া দল বিজেপি? কতটা দাগ কাটতে পারবে বাম-কংগ্রেস জোট? এই নিয়ে বিবদমান শিবিরের নেতারা তাঁদের মতামত জানাচ্ছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Jan 2021 08:20 PM
পরিবর্তন থেকে পরিত্রাণের জন্য লড়াই করছি’
কারখানা বন্ধের কৃতিত্ব বামেদের, তৃণমূল আরও এগিয়ে নিয়ে গেছে। বললেন দিলীপ ঘোষ। রাজ্য় বিজেপি সভাপতির তোপ, রাজ্যে হিটলারের হাতে গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। কটাক্ষের সুরে তিনি ‘দেশকে পরিযায়ী শ্রমিক জোগাচ্ছে, এটাই বাংলা অবদান! বলেও মন্তব্য করেন। বাংলায় একদলীয় গণতন্ত্র চলছে বলেও অভিযোগ করে তিনি বলেন, বাংলায় কাটমানি-সিন্ডিকেটের দৌরাত্ম্য, পরিত্রাণ চাই।
‘বাঙালি প্রীতির পরও কেন বাংলা থেকে বিদায় নিয়েছেন বামপন্থীরা?’
‘নিজের ভোট দিতে পারেন না মানুষ, কোথায় এগিয়ে বাংলা?’
‘উন্নয়নের নামে তৃণমূল নেতাদের গাড়ি-বাড়ি, কোথায় গণতন্ত্র?’
‘কারখানা বন্ধের কৃতিত্ব বামেদের, তৃণমূল আরও এগিয়ে নিয়ে গেছে’
‘’
‘আমি যে সুরে বাজতাম, সেই সুরেই বেজে চলেছি’ ‘যাঁদের থেকে সুর শিখেছিলাম, তাঁদের একাংশের সঙ্গে তাল মেলাতে পারছি না’ ‘ভেজাল কোনটা, খাঁটি কোনটা মানুষ জানেন’ বললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, যিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত হওয়া সত্ত্বেও সাম্প্রতিক কিছু মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তিনিও কি গেরুয়া শিবিরের পথে পা বাড়িয়ে রয়েছেন, জল্পনা বাড়ছে।
ভেজাল কোনটা, খাঁটি কোনটা মানুষ জানেন’ বললেন রুদ্রনীল
ভেজাল কোনটা, খাঁটি কোনটা মানুষ জানেন’
কী বললেন সুজন চক্রবর্তী? দেখুন। তাঁর মত, বিজেপি ও তৃণমূলের ডিএনএ ও ছাঁচ একই
পশ্চিমবঙ্গের তৃণমূল ও ত্রিপুরার বিজেপির মধ্যে কোনও ফারাক নেই’
‘বিজেপি এনআরসির নামে গরিবদের দেশছাড়া করার পরিকল্পনা করেছে’
‘এখন দুয়ারে সরকার, লকডাউনের সময় মানুষের দুয়ারে রেশন পৌঁছয়নি কেন?’
‘বিজেপি ও তৃণমূলের ডিএনএ ও ছাঁচ একই’
‘শোভন, শুভেন্দু, সৌগত, ফিরহাদ, মুকুলকে টাকা নিতে দেখা গেছে’
‘কেউ গরুর দুধে সোনা দেখবে, কেউ তাইল্যান্ডে সোনা পাচার করবে’
‘পারস্পরিক দ্বৈরথে কলুষিত হচ্ছে বাংলার সংস্কৃতি’
‘১০ বছরে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাইরে যাওয়ার সংখ্যা বেড়েছে ৮ গুণ’
‘ক্ষমতায় ফিরলে ১৫ দিনের মধ্যে বন্ধ করব তোলাবাজি’
‘ক্ষমতায় ফিরলে একমাসের মধ্যে সমস্ত শূন্যপদে নিয়োগ করা হবে’
‘’
‘বিজেপিকে বাংলায় কে হাতে করে নিয়ে এল?’ মমতাকে নিশানা অধীরের


‘বিজেপিকে বাংলায় কে হাতে করে নিয়ে এল?’
‘বিজেপি অস্পৃশ্য নয়, বলেছিলেন মমতা’
‘রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা বন্ধু নেই’
‘সিপিএমের বিরোধিতার নামে বিজেপির পথ সুগম করেছে কারা?’
‘মোদির বিজেপি, বাজপেয়ীর বিজেপি বলে বিভ্রান্ত করা ঠিক নয়’
‘কেন বাংলায় শিল্প নেই, শ্বেতপত্র প্রকাশ করা হোক’
‘বাংলার পরিযায়ী শ্রমিকরা লকডাউনের সময় বিপদে ছিলেন’
‘পরিযায়ী শ্রমিকদের প্রতি চূড়ান্ত অবহেলা কেন্দ্র ও রাজ্যের’
‘স্থানীয়-বহিরাগত তরজা বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায় না’
‘বছরভর কাজ করলে ভোটের আগে মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দিতে হত না’
‘প্রত্যেক নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে’
‘বাংলা দখল করতে চাইছে বিজেপি’
‘বিজেপির জোড়া বি টিম বাম ও কংগ্রেস’
‘মমতার শাসনকালে কোনও গণহত্যার ঘটনা ঘটেনি’
‘বাংলার একাধিক জনমুখী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে’
‘১০ কোটি মানুষের জন্য জনমুখী স্বাস্থ্য প্রকল্প, বিশ্বে বেনজির’
‘যে লক্ষ লক্ষ শ্রমিক অন্য রাজ্য থেকে এসে কাজ করছেন, তাঁদের বহিরাগত মনে করি না’
‘বহিরাগত আমরা বর্গীদের বলছি, যাঁরা বাংলা দখলের ষড়যন্ত্র করছেন’
‘কেন্দ্রে বিক্রেতা সরকার, বাংলায় কি এই সরকার চান?’
‘মমতার সঙ্গে যে টক্কর নেবে, সে চুরচুর হয়ে যাবে’

প্রেক্ষাপট

কলকাতা: "পদ্ম বনাম ঘাসফুল, হাত ধরল কাস্তে, একুশে কাদের বাজিমাত, ক্ষমতায় আসতে?" শুক্রবার সন্ধ্য়ায় এবিপি আনন্দ আয়োজিত আলোচনাসভায় এই ছিল বিষয়বস্তু। সামনেই বিধানসভা নির্বাচন। কোটি কোটি বঙ্গবাসীর রায়ে ঠিক হবে, ২০২১ –এর মাঝামাঝি নবান্নে কাদের দেখা যাবে? ২০১১ থেকে দুদফায় রাজ্যশাসন করা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূল সরকার, না গেরুয়া দল বিজেপি? কতটা  দাগ কাটতে পারবে বাম-কংগ্রেস জোট? এই নিয়ে বিবদমান শিবিরের নেতারা তাঁদের মতামত জানাচ্ছেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.