নয়াদিল্লি: আগামী মঙ্গলবার দুই অভিনেত্রী স্বরা ভাস্কর ও গুল পনাগ দিল্লিতে আম আদমি পার্টির হয়ে প্রচার করবেন। স্বরা পূর্ব দিল্লির আপ প্রার্থী আতিশীর হয়ে একটি বাইক মিছিলে অংশ নেবেন। অন্যদিকে পনাগ দক্ষিণ দিল্লির প্রার্থী রাঘব চাধার হয়ে প্রচার করবেন।
গত দুদিন অভিনয় জগত থেকে রাজনীতির আঙিনায় আসা প্রকাশ রাজ ও গুজরাতের বিধায়ক জিগনেশ মেভানি আপ-এর হয়ে প্রচার করেছেন।
স্বরা, প্রকাশ রাজ ও মেভানি এর আগে বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের হয়ে প্রচার করেছিলেন।
এদিকে, প্রচারে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আতিশী। তিনি দাবি করেছেন, রাজনীতিতে শিক্ষানবিস প্রমাণিত হবেন গম্ভীর এবং সেলেব্রিটি স্ট্যাটাস তাঁর বিরুদ্ধে যাবে।
আতিশী বলেছেন, মানুষ তারকাদের হয়ত দেখতে চান, কিন্তু প্রতিনিধি হিসেবে এমন কাউকে চাইবেন, যাঁকে চাইলে পাওয়া যায়।
অক্সফোর্ডের স্নাতক আতিশী বিজেপি প্রার্থীকেই তাঁর প্রতিদ্বন্দ্বী মনে করছেন। তাঁর দাবি, কংগ্রেস এখানে লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছে।
আতিশী বলেছেন, গম্ভীর মনোনয়নও তো সঠিকভাবে জমা দেননি। তাঁর দুটি পরিচয়পত্র রয়েছে। তাঁর দাবি, মানুষের মধ্যে ধারণা গড়ে উঠেছে যে, দুটি ভোটার আইডি কার্ড থাকার জন্য গম্ভীরের প্রার্থীপদ বাতিল হতে পারে। তাই তাঁকে ভোট দিয়ে লাভ নেই।
আতিশী বলেছেন, সবাই জানেন গম্ভীর একজন তারকা। তিনি বম্বে, লন্ডন, জোহানেসবার্গ ঘুরে বেড়াবেন। তাঁকে তাঁর কেন্দ্রের লোকজন দরকারের সময় পাবেন না।
আতিশী বলেছেন, তাঁর কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর ভোট কাটা ছাড়া অন্য কোনও ভূমিকা নেই।
উল্লেখ্য, এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অরভিন্দার সিংহ লাভলি।
আতিশীর দাবি, শিক্ষা ক্ষেত্রে যে কাজ হয়েছে, সেটাই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি বলেছেন, দক্ষিণ দিল্লিতে আড়াই লক্ষ পড়ুয়া রয়েছে। এখানকার মানুষ চার বছর আগে আপ-কে ভোটদানের সারবত্তা নিজেদের অভিজ্ঞতা থেকে অনুভব করেছেন। তাঁরা দেখেছেন, আপ কীভাবে তাঁদের সন্তানদের জীবন বদলে দিয়েছে। আমি মনে করি, এটা খুবই শক্তিশালী।