আপনার একটি ভোট দেশকে নিরাপত্তা দেবে, ভোট দিয়ে বললেন অমিত শাহ
web desk, ABP Ananda | 23 Apr 2019 01:29 PM (IST)
মানুষকে ভোট দেওয়ার জন্য আর্জি জানিয়ে অমিত শাহ বলেন, ‘আপনার একটি ভোট দেশকে নিরাপত্তা যোগাতে পারে। আপনার একটি ভোট দেশকে আরও বেশি ক্ষমতাশালী করতে পারে।’
আমদাবাদ: নারাণপুরায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন অমিত শাহ। গাঁধীনগর থেকে ভোটে লড়ছেন তিনি। আমদাবাদের নারাণপুরার এই বুথটি গাঁধীনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ভোট দেওয়ার পর তিনি সকলকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করার জন্য সারা দেশের মানুষই উৎসাহিত। আমি জানি, গুজরাতের ২৬টি আসনেও মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে।’ মানুষকে ভোট দেওয়ার জন্য আর্জি জানিয়ে অমিত শাহ বলেন, ‘আপনার একটি ভোট দেশকে নিরাপত্তা যোগাতে পারে। আপনার একটি ভোট দেশকে আরও বেশি ক্ষমতাশালী করতে পারে। আপনার একটি ভোট দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে।’ তরুণ ভোটার ও প্রথমবারের ভোটারদের কাছে তাঁর আর্জি, ‘ভোট দিন। দেশের উন্নতির জন্য ভোট দেওয়া দরকার। দেশকে নিরাপদ করতে ও অর্থনৈতিক উন্নতির পালে হাওয়া দিতে ভোট দিন।’ ভোট দেওয়ার পর স্থানীয় কামেশ্বর মহাদেব মন্দিরে পুজো দেন অমিত।নিজে ভোট দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বুথে যান তিনি।