নয়াদিল্লি: রাহুল গাঁধীর সঙ্গে দেখা করে লোকসভা ভোটের ফল ঘোষণার আগে বিরোধী দলগুলির বৈঠক ডাকার ব্যাপারে আলোচনা করলেন চন্দ্রবাবু নাইডু। ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষিত হবে। তার দুদিন আগে ২১ মে বিরোধী শিবিরের দলগুলিকে নিয়ে নির্বাচন-পরবর্তী জোট গঠনের ব্যাপারে বৈঠক ডাকার ভাবনাচিন্তা হচ্ছে। সূত্রের খবর, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় ভাষণ দিতে পশ্চিমবঙ্গ রওনা হওয়ার আগে কংগ্রেস সভাপতির কাছে যান তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান।
দুজনের মধ্যে ভিভিপ্যাট (ভোটদানের পর ইভিএমের সঙ্গে লাগানো ভোটার ভেরিফায়েড পেপার ট্রেল থেকে বেরনো কাগজ মিলিয়ে দেখা) ইস্যু, লোকসভা নির্বাচনের এপর্যন্ত হওয়া পাঁচ দফায় ভোটদানের হার, অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন সংক্রান্ত ব্যাপারেও রাহুল, চন্দ্রবাবু কথা হয়েছে বলে সূত্রের দাবি। সূত্রটি জানিয়েছে, তাঁরা নির্বাচন পরবর্তী কী পরিস্থিতি হতে পারে, তা নিয়ে মতামত বিনিময় করেছেন, ভোটের ফল বেরনোর পর জোট গঠনের প্রক্রিয়া নিয়েও কথা হয়। ২১ মে বিরোধী দলগুলির বৈঠক ডাকার ব্যাপারে তাঁরা একমত হয়েছেন।
বুধবার, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে তৃণমূলের জনসভায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর থাকার কথা। তিনি বৈঠক করবেন মমতার সঙ্গেও।
বিরোধী দলগুলির অন্তত ৫০ শতাংশ ইভিএমের ভিভিপ্যাট পরীক্ষা করে দেখার দাবি সুপ্রিম কোর্ট খারিজ করার পর সেই রায় খতিয়ে দেখার জন্য যে আবেদন করা করেছে, তা নিয়ে সর্বোচ্চ আদালতে শুনানিতে হাজির থাকতে রাজধানীতে এসেছিলেন চন্দ্রবাবু। শীর্ষ আদালতে আবেদন নাকচ হওয়ার পরও বিরোধীরা নির্বাচন কমিশনে গিয়ে ৫০ শতাংশ ইভিএম পরীক্ষার দাবি করেছে।