বিয়ে কবে করছেন? এবার সোজাসাপ্টা জবাব দিলেন অর্জুন কপূর
web desk, ABP Ananda | 08 May 2019 01:20 PM (IST)
‘বিয়ে লুকিয়ে রাখার মতো বিষয় নয়, ইদানীং কোনওকিছুই আমি লুকোই না, বিয়ে করলে শুধু শুধু লুকোবো কেন?’, সোজাসাপ্টা অর্জুন>
মুম্বই: বিয়ে করছেন না এখনই। সব জল্পনার অবসান ঘটিয়ে জানালেন অর্জুন কপূর। যখন তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন, নিজেই জানাবেন সকলকে, মালাইকা অরোরার সঙ্গে বিয়ে নিয়ে যাবতীয় গুঞ্জনকে কার্যত থামিয়েই দিলেন বনি-পুত্র। ‘বিয়ে লুকিয়ে রাখার মতো বিষয় নয়, ইদানীং কোনওকিছুই আমি লুকোই না, বিয়ে করলে শুধু শুধু লুকোবো কেন?’, সোজাসাপ্টা অর্জুন। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অর্জুনের মতে, দুনিয়া কী বলছে সেটা বড় কথা নয়, তিনি এখন কাজে ব্যস্ত, তাই বিয়ে করার অবস্থায় নেই তিনি। সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত নয়, তা নিয়ে জল্পনা-কল্পনা চলবেই! থামানো যাবে না। এ-কথা আরও একবার স্বীকার করে নেন তিনি। সেই সঙ্গে অর্জুন বলেন, এসবকিছুর সঙ্গেই তিনি এখন অভ্যস্ত। যদিও তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যাঁরা তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহ দেখান, ট্রোল করেন বা মতামত দেন, তাঁদের সম্মান করেন। তাবলে তাই নিয়ে ভাবনাচিন্তা করেন না, তাও ষ্পষ্ট করে জানিয়ে দেন অর্জুন। ৪৫ বছরের মালাইকার সঙ্গে ৩৩-এর অর্জুনের সম্পর্ক নিয়ে এখন সরগরম সিনে দুনিয়া। প্রথমদিকে আড়ালে রাখলেও, দুজনেই এখন সম্পর্কের ব্যাপারে যথেষ্ট খোলামেলা। তবে তাঁরা শিগগিরি বিয়ে করছেন কি না, তা নিয়ে আগ্রহ ছিলই সকলের। আপাতত তাতে দাঁড়ি পড়ল বইকি!