পাসিঘাট (অরুণাচল প্রদেশ): কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার ‘ভন্ডামির নথি’ যা ‘মিথ্যায় ভরা’। অরুণাচল প্রদেশের পাসিঘাটের জনসভায় বললেন নরেন্দ্র মোদি। অভিযোগের সমর্থনে ২০০৪ সালের লোকসভা নির্বাচনের সময় দেওয়া কংগ্রেসের ইস্তাহারের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওতে ২০০৯ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুত্ সংযোগের ব্যবস্থা হয়ে যাবে বলে প্রতিশ্রুতি ছিল। কিন্তু ২০১৪ পর্যন্তও প্রায় ১৮ হাজার বাড়ি আলোহীন ছিল। কংগ্রেস দলটার মতোই ওদের প্রতিশ্রুতিও জাল, মিথ্যায় পরিপূর্ণ। তাই তাকে ইস্তাহার না বলে ভন্ডামির দলিল বলাই উচিত।
গতকালই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী দলের ২০১৯ এর লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করেন, যাতে দল ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি, কৃষির সমস্যার দিকে নজর দেওয়া, অল্প হারে একটাই জিএসটি চালু করা, হতদরিদ্র পরিবারগুলিকে বছরে ৭২০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়।
গতকালই কংগ্রেসের ইস্তাহারকে বিপজ্জনক, রাহুল গাঁধীর টুকড়ে টুকড়ে বাহিনীর বন্ধুদের তৈরি বলে মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আজই প্রথম এ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী।
তাঁর আরও দাবি, ভোটের নামে চাষিদের বোকা বানাচ্ছে কংগ্রেস, সেখানে বিজেপি সবসময় তাদের সঙ্গে রয়েছে। তিনি বলেন, আমরা কখনই কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতার মতো পাপ করিনি, কিন্তু বীজ থেকে শুরু করে ফসল বাজারে পৌঁছে দেওয়ার মেকানিজম বা ব্যবস্থা কার্যকর করেছি।
এবারের লোকসভা ভোট আস্থা-ভরসা আর দুর্নীতি, সমস্যা সমাধান আর চক্রান্তের কোনও একটিকে বেছে নেওয়ার নির্বাচন বলে উল্লেখ করেন মোদি।
অরুণাচলে ১১ এপ্রিল একইসঙ্গে লোকসভা, বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। আজকেরটি ছিল গত এক সপ্তাহের মধ্যে রাজ্যে মোদির দ্বিতীয় সভা।
কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার মিথ্যায় ভরা ‘ভন্ডামির নথি, অরুণাচলে আক্রমণ মোদির
Web Desk, ABP Ananda
Updated at:
03 Apr 2019 12:47 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -