নয়াদিল্লি: পাকিস্তানকে এমন আঘাত করতে হবে যাতে ভারতের সঙ্গে ঝামেলা করার কোনও শক্তিই না থাকে ওদের। মঙ্গলবার মহারাষ্ট্রের আউসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ জনসভায় বললেন উদ্ধব ঠাকরে। রাজ্যে লোকসভা ভোটে বিজেপি-শিবসেনা আসনরফা হওয়ার পর এটাই তাঁদের প্রথম যৌথ নির্বাচনী সভা।
গতকাল প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তাহারকে স্বাগত জানিয়ে উদ্ধব বলেন, ওই ইস্তাহারে ঘোষিত প্রতিশ্রুতির জন্যই ভোটের আগে দুদল হাত মিলিয়েছে। ইস্তাহারে রামমন্দির নির্মাণে ফের দায়বদ্ধতা প্রকাশ করেছে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের কথা বলেছে বিজেপি। ক্ষমতায় এলে কৃষক কল্যাণে প্রকল্পের ঘোষণাও রয়েছে ইস্তাহারে।
তবে শিবসেনা সভাপতি বলেন, আজকাল আমাদের সরকার পাকিস্তানকে শিক্ষা দেওয়ার কথা মুখেই আনে না। প্রধানমন্ত্রীজী, আপনার কাছে আমাদের প্রত্যাশা একটাই। পাকিস্তানকে এমন মার দিন যে আবার ভারতের সঙ্গে গণ্ডগোল করার কিছুমাত্র শক্তিই বাকি না থাকে।
বিজেপির এবারের ইস্তাহার ২০১৪র নির্বাচনী প্রতিশ্রুতির পুনরাবৃত্তি বলে অভিযোগ করায় কংগ্রেসকেও আক্রমণ করে উদ্ধব দাবি করেন, কংগ্রেসের ইস্তাহারটাই মিথ্যায় ভরা। গরিব পরিবারের ন্যূনতম আয়ের গ্যারান্টির প্রতিশ্রুতি দেওয়া কংগ্রেসের ‘ন্যয়’ স্কিমের সমালোচনা করেও তিনি বলেন, রাহুলজী, আপনার ঠাকুমা প্রয়াত ইন্দিরা গাঁধীও গরিবি হঠাও স্লোগান দিয়েছিলেন। আপনাদের গরিবি না হয় উধাও হয়েছে, দেশের গরিবদের দারিদ্র ঘুচবে কবে?
মোদি নিজের ভাষণে উদ্ধবকে ‘ছোট ভাই’ সম্বোধন করেন, কংগ্রেস প্রয়াত বাল ঠাকরের নাগরিকত্ব ‘প্রত্যাহার করেছিল’ বলেও উল্লেখ করেন।