বিরাট পাপ করলেন ডিগ্গি রাজা! রবিবার ভোট না দেওয়ায় দিগ্বিজয়কে কটাক্ষ মোদির
Web Desk, ABP Ananda | 13 May 2019 06:21 PM (IST)
রাজগড় লোকসভা কেন্দ্রের রাঘোঘরে নিজের শহরে ভোটার হিসাবে নাম নথিভুক্ত আছে ভোপাল লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী দিগ্বিজয়ের। সেখানে তিনি লড়ছেন ২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত বিজেপি প্রার্থী স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের বিরুদ্ধে।
রতলম: রবিবার মধ্যপ্রদেশের নির্বাচন পর্বে ভোট না দেওয়ায় কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের সমালোচনায় সরব হলেন নরেন্দ্র মোদি। রাজগড় লোকসভা কেন্দ্রের রাঘোঘরে নিজের শহরে ভোটার হিসাবে নাম নথিভুক্ত আছে ভোপাল লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী দিগ্বিজয়ের। সেখানে তিনি লড়ছেন ২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত বিজেপি প্রার্থী স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের বিরুদ্ধে। গতকাল নিজের বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ না করে প্রবীণ দিগ্বিজয় পড়ে ছিলেন ভোপালে। সেখানে সাধারণ মানুষকে ভোট দিতে বলেন তিনি। আজ এজন্য রতলমের জনসভা থেকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ডিগ্গি রাজা, আপনি বিরাট পাপ করেছেন। গণতন্ত্রের উত্সবে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পর্যন্ত ভোট দিতে লাইনে দাঁড়ালেন, কিন্তু ডিগ্গি রাজা দাঁড়ালেন না! গতকাল ভোপালে ওনার ঔদ্ধত্য প্রকট হয়ে পড়ল। মানুষ যখন নিজেদের প্রতিনিধি নির্বাচন করছেন, এমনকী আমি নিজেও আমদাবাদে ভোটাধিকার প্রয়োগ করলাম, ডিগ্গি রাজা কিন্তু গণতন্ত্র বা মানুষের কথা ভাবলেনই না। আপনি লোকজনকে ভোট দিতে বলায় ব্যস্ত হয়ে উঠলেন। কেন আপনি এত ভয় পাচ্ছেন যে, চাকরি চলবে যাবে! গত বছরে দিগ্বিজয় নর্মদা যাত্রা নামে ধর্মীয় তীর্থযাত্রা করলেও লোকসভা নির্বাচন উতরে যেতে পারবেন না বলেও কটাক্ষ করেন মোদি।