নাগপুর: নিতিন গডকড়ির স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা। মন্ত্রী নিজেই এই মর্মে ঘোষণা করেন। নাগপুর লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা করেন এই বিজেপি নেতা। সেখানে হলফনামায় নিজের মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৫.১২ কোটি টাকা হিসেবে ঘোষণা করেন তিনি। নিতিনের আয়কর রিটার্ন দাখিল করার ফর্ম অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ২,৬৬,৩৯০ টাকা। সেখানে ২০১৭-১৮ অর্থবর্ষে তা দাঁড়িয়েছে ৬,৪০,৭০০ তে। হলফনামা অনুযায়ী, নিতিন গডকড়ির ৬৯,৩৮,৬৯১ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯১,৯৯,১৬০ টাকা। এছাড়া, হিন্দু অবিভক্ত পরিবারের নামে রয়েছে ৬৬,০৭,৯২৪ টাকা।
একইভাবে, গডকড়ির স্থাবর পরিমাণ ৬,৯৫, ৯৮,৩২৫ টাকা। স্ত্রীর স্থাবর পরিমাণ ৬,৪৮,৬০,৩২৫ টাকা। এছাড়া, হিন্দু অবিভক্ত পরিবারের নামে রয়েছে ৯,৪০,৩১,২২৪ টাকা। গডকড়ি জানিয়েছেন, তাঁর মোট ৬টি গাড়ি। এরমধ্যে চারটির মালিক তাঁর স্ত্রী।
নাগপুরের ধাপেওয়াড়াতে ২৯ একর কৃষিজমি রয়েছে নিতিনের। এরমধ্যে স্ত্রীর নামে রয়েছে ১৫ একর। ১৪.৬ একর রয়েছে হিন্দু অবিভক্ত পরিবারের নামে। নাগপুরের মহলে গডকড়ির পৈত্রিক বাড়ি রয়েছে। এছাড়া, মুম্বইের ওরলি অঞ্চলে একটি ফ্ল্যাটও রয়েছে। হলফনামায় গডকড়ি জানিয়েছেন, বিভিন্ন সঞ্চয় প্রকল্প, মিউচুয়াল ফান্ড, বন্ড ও শেয়ারে ৩,৫৫,৫১০ টাকা বিনিয়োগ করেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৮,৯৯,১১ টাকা। তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১১,০৭,৯০৯ টাকা। বিজেপি নেতা আরও জানিয়েছেন, তাঁর নামে ১,৫৭,২১,৭৫৩ টাকা ব্যাঙ্ক ঋণ রয়েছে।