আমদাবাদ: জঙ্গিদের ব্যবহার করা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর থেকে বেশি শক্তিশালী হল ভোটার আইডি বা ভোটার পরিচয়পত্র। মঙ্গলবার গুজরাতে ভোটদান করে বেরিয়ে সাংবাদিকদের এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেন, ভারতের গণতন্ত্র গোটা বিশ্বের সামনে একটা উদাহরণ তুলে ধরেছে। একদিকে যেমন জঙ্গিদের হাতিয়ার হল আইইডি, তেমন অন্যদিকে গণতন্ত্রের অস্ত্র ও শক্তি হল ভোটার আইডি। আমার বিশ্বাস, আইইডির শক্তির চেয়ে ভোটার আইডি-র ক্ষমতা ঢের বেশি। আমাদের উচিত ভোটার আইডি-র ক্ষমতা সম্পর্কে অবগত হওয়া এবং বিপুল সংখ্যায় ভোটদান করা।
মোদি জানান, তিনি গণতন্ত্রের এই উৎসবে সামিল হতে পেরে খুশি। বলেন, তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। আমি ভাগ্যবান যে নিজের রাজ্যে ভোটদান করতে পেরেছি। আমি গর্বিত যে দেশের এই গণতন্ত্রের এই উৎসবে আমি সামিল হতে পেরেছি।
তিনি বলেন, কুম্ভমেলায় স্নান করে যেমন একটা আনন্দ আসে, ঠিক তেমনই গণতন্ত্রের এই মহাপর্বে ভোটদান করে একই আনন্দের অনুভূতি প্রাপ্ত করি। আমি সকল নাগরিককে অনুরোধ কবর, গণতন্ত্রের এই উৎসবে প্রবল উৎসাহের সঙ্গে ভোটদান করুন।
জঙ্গিদের আইইডি-র চেয়ে শক্তিশালী গণতন্ত্রের ভোটার আইডি: মোদি
Web Desk, ABP Ananda
Updated at:
23 Apr 2019 12:46 PM (IST)
মোদি বলেন, ভারতের গণতন্ত্র গোটা বিশ্বের সামনে একটা উদাহরণ তুলে ধরেছে। একদিকে যেমন জঙ্গিদের হাতিয়ার হল আইইডি, তেমন অন্যদিকে গণতন্ত্রের অস্ত্র ও শক্তি হল ভোটার আইডি।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -