হায়দরাবাদ:  দেশে বামপন্থী দলগুলি অস্তিত্বের সংকটে ভুগছে, এমন ধারনায় সায় নেই সিপিআই নেতা সুধাকর রেড্ডির। তবে তিনি স্বীকার করেছেন যে, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে লোকসভায় নিজেদের অবস্থার উন্নতি করতে হবে বামদলগুলিকে।

সিপিআইয়ের সাধারণ সম্পাদক রেড্ডি বলেছেন, ‘একদিকে বিজেপি শাসন’ ও অন্যদিকে ২০১৪-র লোকসভা নির্বাতমে ধাক্কার কারণে বামপন্থীদলগুলি ‘কঠিন পরিস্থিতি’র মধ্যে রয়েছে।

২০০৪-র লোকসভা নির্বাচনে সিপিআই, সিপিএম সহ বামদলগুলি ৬১ আসন পেয়েছিল। ২০১৪-র নির্বাচনে তাদের আসন সংখ্যা কমে দাঁড়ায় মাত্র বারোটিতে। রেড্ডি বলেছেন, ‘কাজেই এবারের লোকসভা ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। লোকসভায় আমাদের অবস্থার উন্নতি করতে হবে..এটা খুবই জরুরি’।

বামেরা অস্তিত্বের সংকটে ভুগছে, এমনটা তিনি মনে করেন না বলে জানিয়েছেন রেড্ডি।

সিপিআই নেতা বলেছেন, ‘নির্বাচনে ওঠা-পড়া থাকেই..কিন্তু আমাদের গণসংগঠন, জন সমর্থনে ভাঁটা পড়েনি। একটা ক্ষয় (আমাদের ভোটের হারে) হয়েছে। কিন্তু তা খুব বেশি নয়’।

রেড্ডি দাবি করেছেন, ‘দেশের নির্বাচন পদ্ধতিই ক্রুটিপূর্ণ, কারণ তা আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নয়। তিনি বলেছেন, বামদলগুলি তাদের শক্তি অনুযায়ী আসন পায় না। কোনও ধরনের নির্বাচনী সমঝোতা হলে এক্ষেত্রে ব্যতিক্রম হয়। কিন্তু সাম্প্রতিক পর্বে এ ধরনের সমঝোতা সম্ভব হয়নি।  তিনি বলেছেন, এছাড়া আমাদের অস্তিত্বের সংকটের কোনও ঝুঁকি রয়েছে বলে আমি মনে করি না। এই ধারনা আমি খারিজ করছি’।

রেড্ডি আরও বলেছেন, ‘চলতি লোকসভা নির্বাচনকে মরণ-বাঁচন লড়াই বলে মনে করি না। নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অবস্থার উন্নতি করতে হবে। এরপরই জাতীয় রাজনীতিতে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারব’।

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক চালচিত্র সম্পর্কে রেড্ডি বলেছেন, ওই রাজ্যে বামেরা তৃণমূলের ‘গুণ্ডাগিরি’র মোকাবিলা করতে পারেনি। এই অবস্থায় ‘ক্ষোভ ও হতাশায়’ বাম সমর্থকদের একটা অংশ তৃণমূলকে হারাতে বিজেপিতে যোগ দিয়েছে।এরফলে অমিত শাহর দলের ভোটের হারে কিছু প্রাপ্তি ঘটেছে।

কিন্তু এরপরও ‘পশ্চিমবঙ্গে বিজেপির থেকে বামেরা অনেক বেশি শক্তিশালী’ বলে দাবি করেছেন সিপিআই সাধারণ সম্পাদক।

বামশাসিত কেরলের ওয়েনাড়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর প্রার্থী হওয়ার সমালোচনা করেছেন রেড্ডি। তিনি বলেছেন, এভাবে কংগ্রেস সভাপতি শুধু কমিউনিস্ট দলগুলি ও কংগ্রেস নয়, ‘সাধারণ ধর্মনিরপেক্ষ জনগনে’র মধ্যেও ভুলবোঝাবুঝি তৈরি হয়েছে। তিনি বলেছেন,  এতে একটা ভুল বার্তা গিয়েছে যে, কংগ্রেসের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনায় বামেরাই বড় শত্রু। এটা রাহুল গাঁধীর ‘অপরিণত’ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন সিপিআই নেতা।

রেড্ডি বলেছেন, এই নির্বাচনে লড়াই খুবই কঠিন। এই নির্বাচনে অ-বিজেপি ও বিজেপি-বিরোধী দলগুলি এনডিএ-র তুলনায় বেশি আসন পাবে বলেও দাবি করেছেন তিনি।